AFC Cup: আত্মবিশ্বাসে ভরপুর সবুজ-মেরুন, চমকে দিতে চায় আবাহনী

মঙ্গলবার এএফসি কাপের প্লে অফে বাংলাদেশের ক্লাব ঢাকা আবাহনীর বিরুদ্ধে নামার আগে আত্মবিশ্বাসে ভরপুর এটিকে মোহনবাগান।

AFC Cup: আত্মবিশ্বাসে ভরপুর সবুজ-মেরুন, চমকে দিতে চায় আবাহনী
AFC Cup: আত্মবিশ্বাসে ভরপুর সবুজ-মেরুন, চমকে দিতে চায় আবাহনী
Follow Us:
| Edited By: | Updated on: Apr 19, 2022 | 11:00 AM

কলকাতা: মাঠের বাইরে সমর্থকদের বিক্ষোভ ক্রমশ দানা বাঁধছে। মঙ্গলবার ম্যাচের আগেও বিক্ষোভ দেখাবে একদল সবুজ-মেরুন সমর্থক। মোহনবাগানের (Mohun Bagan) নামের আগে এটিকে সরানোর দাবিতে সোচ্চার একাংশ। মোহনবাগান আর এটিকে মোহনবাগান- এ নিয়ে বিতর্ক চলছেই। বাংলাদেশের ক্লাব ঢাকা আবাহনীর (Abahani Dhaka) অধিনায়ক জীবন নেওয়াজার কথায় তো নতুন সমস্যা তৈরি হল। মোহনবাগান আর এটিকে মোহনবাগানকে আলাদা করে ফেললেন আবাহনীর অধিনায়ক। ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে জীবন বললেন, ‘৩ বছর আগে মোহনবাগানের বিরুদ্ধে খেলেছিলাম। কিন্তু এই মোহনবাগানটা আলাদা। এটিকে মোহনবাগান।’ বিদেশি ফুটবলারদের কাছেও কি তাহলে মোহনবাগান আর এটিকে মোহনবাগান আলাদা হয়ে গেল? জীবনের উত্তরে প্রশ্ন তৈরি হল।

মঙ্গলবার এএফসি কাপের প্লে অফে বাংলাদেশের ক্লাব ঢাকা আবাহনীর বিরুদ্ধে নামার আগে আত্মবিশ্বাসে ভরপুর এটিকে মোহনবাগান। শ্রীলঙ্কার ব্লু স্টার এসসিকে সহজে উড়িয়ে দিলেও বাংলাদেশের ঢাকা আবাহনীর বিরুদ্ধে লড়াইটা কিছুটা হলেও কঠিন হবে। তা ভালোই জানছেন এটিকে মোহনবাগানের কোচ, ফুটবলাররা। অচেনা প্রতিপক্ষ। বিপক্ষের খেলার ফুটেজ দেখেই রণনীতি সাজাচ্ছেন ফেরান্দো। পারিবারিক কারণে গত সপ্তাহে দেশে গিয়েছিলেন রয় কৃষ্ণা। এখনও ফেরেননি। হাইভোল্টেজ ম্যাচেও তাঁকে ছাড়া দল সাজাতে হবে বাগান কোচকে। যদিও সে সব নিয়ে ভাবতে নারাজ ফেরান্দো। আবাহনী ম্যাচের আগে বেশ কিছুক্ষণ অনুশীলন করলেন বাগান গোলকিপার অমরিন্দর সিং। চোট সারিয়ে এখন অনেকটাই সুস্থ তিনি। প্লে অফ জিতে মূলপর্বে যাওয়াই প্রধান লক্ষ্য সবুজ-মেরুনের।

সমর্থকরাই দলের ইউএসপি। এ দিনও তা বললেন বাগান কোচ ফেরান্দো। তাতে সুর মেলালেন প্রীতম কোটালও। মঙ্গলবার সমর্থকদের যুবভারতী ভরানোর আহ্বান বাগান শিবিরের। সমর্থকরা থাকায় যে ফুটবলাররা মাঠে বাড়তি তাগিদ পাচ্ছে, তা জানাতে ভুললেন না প্রীতম।

অন্যদিকে এটিকে মোহনবাগানকে হারাতে তৎপর আবাহনী। আইএসএলে মোহনবাগানের ম্যাচ দেখেছেন। তাই তিরি, বোমাসদের নিয়ে বেশ ওয়াকিবহাল আবাহনীর পর্তুগিজ কোচ। আবাহনীর ব্রাজিলিয়ান ফুটবলার ডোরিয়েল্টনের চোট রয়েছে। তাঁকে পাওয়া নিয়ে সংশয়। তবে সে যাই হোক, মাঠের যুদ্ধে সবুজ-মেরুনকে হারাতে সচেষ্ট বাংলাদেশের ক্লাব।