EPL 2022: ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের ভবিষ্যৎ নিয়ে খুব চাপে রোনাল্ডোদের কোচ

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Apr 05, 2022 | 8:30 AM

ম্যাঞ্চেস্টার ইউনাইটেড কি আগামী মরসুমে চ্যাম্পিয়ন্স লিগ খেলার ছাড়পত্র পাবে? রাস্তা ক্রমশ কঠিন হচ্ছে রোনাল্ডোদের। এমনই মনে করছেন রেড ডেভিলদের কোচ। কেন এমন মনে হচ্ছে তাঁর?

EPL 2022: ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের ভবিষ্যৎ নিয়ে খুব চাপে রোনাল্ডোদের কোচ
EPL 2022: ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের ভবিষ্যৎ নিয়ে খুব চাপে রোনাল্ডোদের কোচ
Image Credit source: Twitter

Follow Us

লন্ডন: ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর (Cristiano Ronaldo) টিম কি আগামী বছর চ্যাম্পিয়ন্স লিগ (Champions League) খেলার ছাড়পত্র পাবে? লিগ টেবলের অবস্থান ধরলে চাপ আছে। আর কোচের কথা ধরলে, ম্যাঞ্চেস্টার ইউনাইটেড (Manchester United) আগামী বছর ইউরোপের সেরা লিগ খেলতে পারবে না! রাল্ফ রাগনিক কিন্তু টিমের পারফরম্যান্সে একেবারেই খুশি নন। শুধু তাই নয়, যে গতিতে পতন হচ্ছে, তাতে রোনাল্ডোরা কোন তলানিতে শেষ করবেন, তা নিয়েও সংশয়ে আছেন ভক্তরা। লেস্টার সিটির বিরুদ্ধে ১-১ ড্র করে বিপাকে পড়েছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। ইপিএলের টেবলে সাত নম্বরে নেমে গিয়েছে টিম। প্রথম চারে লিগ শেষ করতে না পারলে চ্যাম্পিয়ন্স লিগ খেলতে পারবেন না রোনাল্ডোরা। হাতে আর মাত্র ৮টা ম্যাচ রয়েছে ইপিএলের। এই পরিস্থিতি কি বদলানো যেতে পারে? কোনও সম্ভাবনা দেখছেন না রেড ডেভিলদের কোচ।

অন্তর্বর্তীকালীন কোচ রাগনিক রাখঢাক না করেই বলছেন, ‘প্রতি ম্যাচের পর টিম কোথায় দাঁড়িয়ে, কত দূর যেতে পারে, কত পয়েন্ট আসতে পারে, এ সব অঙ্ক করার কোনও মানে হয় না। একটা সহজ কথা মেনে নিতেই হবে, আমরা প্রথম চারে থাকার মতো ফেভারিট টিম নই। আমি ভবিষ্যৎ দ্রষ্টা নই। আগামী মরসুমে টিম কোথায় থাকবে, আমার পক্ষে বলা সম্ভব নয়। কিন্তু এটাও মাথায় রাখতে হবে যে, ইপিএলের শেষে টিমকে সেরা জায়গায় রাখাটা আমাদের কাজ, আমার কাজ।’

শনিবার ইপিএলে পরের ম্যাচ এভার্টনের বিরুদ্ধে। ৩ পয়েন্ট পেলে তবেই কিছুটা পরিস্থিতি বদলাতে পারে। আর সেটাই এখন একমাত্র লক্ষ্য। রাগনিক বলছেন, ‘মরসুম এখনও শেষ হয়নি। আমাদের হাতে এখনও আটটা ম্যাচ রয়েছে। তার পরই পুরো ছবিটা পাওয়া যাবে। তার আগে আমরা একটাই কাজ করতে পারি, এভার্টনের বিরুদ্ধে তিনটে পয়েন্ট নিশ্চিত করা।’

ম্যাঞ্চেস্টার ইউনাইটেড যদি পরের মরসুমে চ্যাম্পিয়ন্স লিগ খেলতে না পারে, তা হলে রোনাল্ডো হয়তো থাকবেন না। এমনিতে, ১২ বছর পর ঘরের মাঠে ফিরেও সিআর সেভেন ততটা স্বস্তিতে নেই। যা নিয়ে কম বিতর্ক হয়নি। ম্যাঞ্চেস্টার সিটির বিরুদ্ধে ম্যাচ থেকে নিজেকে সরিয়ে নিয়ে বিতর্কের মুখে পড়েছিলেন ৩৭ বছরের সুপারস্টার। কিন্তু ক্লাব চ্যাম্পিয়ন্স লিগ খেলতে না পারলে কিন্তু রোনাল্ডো ওল্ড ট্র্যাফোর্ডে কোনও ভাবেই থাকবেন না। রিয়াল মাদ্রিদে তিনি আবার ফিরতে চাইছেন। কেরিয়ারের শেষ দিকটা স্প্যানিশ ক্লাবেই কাটাতে চান রোনাল্ডো।

আরও পড়ুন: IPL 2022: ঘুম থেকে উঠে যদি রোনাল্ডো হয়ে যান, ব্রেন স্ক্যান করবেন বিরাট

Next Article