উইলিয়ামসের বিশ্বমানের গোলে সুনীলদের টেক্কা এটিকে মোহনবাগানের

আইএসএল ক্লাসিকোয় দুরন্ত জয় এটিকে মোহনবাগানের। ফতোদরায় বেঙ্গালুরু এফসিকে ১-০ গোলে হারাল সবুজ-মেরুন। ৩৩ মিনিটে বিশ্বমানের গোল করে এটিকে মোহনবাগানকে জয় এনে দেন ডেভিড উইলিয়ামস। ম্যাচের সেরাও হন অসি স্ট্রাইকার। ৭ ম্যাচে ১৬ পয়েন্ট পেয়ে লিগ শীর্ষে থাকা মুম্বই সিটি এফসিকে ছুঁয়ে ফেলল হাবাসের দল।

| Updated on: Dec 21, 2020 | 11:07 PM
এফ সি গোয়ার পর বেঙ্গালুরু এফ সি। আইএসএলে ফের দুরন্ত জয় এটিকে মোহনবাগানের।

এফ সি গোয়ার পর বেঙ্গালুরু এফ সি। আইএসএলে ফের দুরন্ত জয় এটিকে মোহনবাগানের।

1 / 5
ফতোরদায় সুনীল ছেত্রীদের ১-০ গোলে হারাল হাবাসের দল।

ফতোরদায় সুনীল ছেত্রীদের ১-০ গোলে হারাল হাবাসের দল।

2 / 5
৩৩ মিনিটে ম্যাকহিউয়ের পাস থেকে বিশ্বমানের গোল করেন ডেভিড উইলিয়ামস।

৩৩ মিনিটে ম্যাকহিউয়ের পাস থেকে বিশ্বমানের গোল করেন ডেভিড উইলিয়ামস।

3 / 5
চলতি আইএসএলে উইলিয়ামসের প্রথম গোল।বেঙ্গালুরুর বিরুদ্ধে অসি স্ট্রাইকারের চতুর্থ গোল।

চলতি আইএসএলে উইলিয়ামসের প্রথম গোল।বেঙ্গালুরুর বিরুদ্ধে অসি স্ট্রাইকারের চতুর্থ গোল।

4 / 5
এবারের আইএসএলে প্রথমবার হারের মুখ দেখলেন সুনীল ছেত্রীরা। ছবি-আইএসএল।

এবারের আইএসএলে প্রথমবার হারের মুখ দেখলেন সুনীল ছেত্রীরা। ছবি-আইএসএল।

5 / 5
Follow Us: