FIFA WWC 2023: আধডজন বিশ্বকাপ, প্রথম ট্রফির খোঁজে ব্রাজিলের কিংবদন্তি মার্তা

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Jul 24, 2023 | 12:42 PM

FIFA Women's World Cup 2023: মেয়েদের বিশ্বকাপে একবারই ফাইনালে উঠেছিল ব্রাজিল। ২০০৭ সালের সেই ফাইনালে জার্মানির কাছে হেরে যায় ব্রাজিল। ২০১১ সালে কোয়ার্টার ফাইনালে উঠেছিল। পরবর্তী দুটো বিশ্বকাপে শেষ ষোলোতেই বিদায় নিয়েছিল ব্রাজিল।

FIFA WWC 2023: আধডজন বিশ্বকাপ, প্রথম ট্রফির খোঁজে ব্রাজিলের কিংবদন্তি মার্তা
Image Credit source: twitter

Follow Us

পুরুষদের ফুটবলে পাঁচ বার বিশ্বকাপ জিতেছে ব্রাজিল। মেয়েদের টুর্নামেন্টে এক বার রানার্স ও একবার তৃতীয় স্থান। তবে বিশ্ব ফুটবলে দাপুটে দল ব্রাজিল। হতাশা একটাই, ট্রফি জিততে না পারা। সেটা যেমন পুরো দেশের জন্য, তেমনই অনেকটা অপ্রাপ্তি মার্তার। এখনও অবধি ফিফা মেয়েদের বিশ্বকাপ হয়েছে আটবার। এর মধ্যে পাঁচ বারই খেলেছেন মার্তা। কেরিয়ারের ষষ্ঠ এবং শেষ বিশ্বকাপে নামতে চলেছেন কিংবদন্তি এই ফুটবলার। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

বিশ্বকাপে এখনও অবধি নিজেদের প্রথম ম্যাচে কখনও হারেনি ব্রাজিল। আজ সেই পরিসংখ্যান ৯-০ করার লক্ষ্য, সম্ভাবনাও তেমনই। ব্রাজিলের প্রতিপক্ষ পানামা। প্রথম বার বিশ্বকাপ খেলছে তারা। মেয়েদের বিশ্বকাপে এখনও অবধি সাতটি দল প্রতিটি বিশ্বকাপেই যোগ্যতা অর্জন করেছে। সেই সাত দলের মধ্যে রয়েছে ব্রাজিল। এ বারের বিশ্বকাপে যে আটটি নতুন দল যোগ্যতা অর্জন করেছে তাদের একটি পানামা।

ব্রাজিল শিবিরে দলগত ভাবে যেমন প্রথম বিশ্বকাপ ট্রফির লক্ষ্য, ব্যক্তিগত ভাবে মার্তার জন্য জিততে চাইবেন সতীর্থরা। মেয়েদের ফুটবলে বিশ্বের কিংবদন্তি ফুটবলার বিশ্বকাপ ছাড়া অবসর নেওয়াটা যেন পোয়েটিক জাস্টিস হবে না। মার্তার সামনে ব্যক্তিগত নজির গড়ার সুযোগ রয়েছে। পুরুষ হোক কিংবা মহিলা, পাঁচটি বিশ্বকাপে গোলের নজির রয়েছে। মার্তার কাছে সুযোগ রয়েছে আধডজন বিশ্বকাপে গোল করার। হতে পারে, সেই নজির আজই হয়ে গেল! বিশ্বকাপের মঞ্চে এখনও অবধি ১৭টি গোল করেছেন মার্তা। টুর্নামেন্টে সর্বাধিক গোল স্কোরার তিনিই।

মেয়েদের বিশ্বকাপে একবারই ফাইনালে উঠেছিল ব্রাজিল। ২০০৭ সালের সেই ফাইনালে জার্মানির কাছে হেরে যায় ব্রাজিল। ২০১১ সালে কোয়ার্টার ফাইনালে উঠেছিল। পরবর্তী দুটো বিশ্বকাপে শেষ ষোলোতেই বিদায় নিয়েছিল ব্রাজিল। এ বার নজরে ব্রাজিল, আকর্ষণ মার্তা। এ বারের বিশ্বকাপে আজ পথ চলা শুরু ব্রাজিলের।