MESSI : কাল কি অভিষেক ম্যাচ মেসির?

TV9 Bangla Digital | Edited By: raktim ghosh

Aug 28, 2021 | 2:06 PM

  মেসির খেলা নিয়ে জল্পনার কারন আরও আছে

MESSI : কাল কি অভিষেক ম্যাচ মেসির?
কাল কি অভিষেক?

Follow Us

প্যারিসঃ দলের সঙ্গে যোগ দিয়েছেন প্রায় ৩ সপ্তাহ হয়ে গেল। নতুন দল প্যারিসাঁজাঁ লিগ ওয়ানের দুটি ম্যাচ খেলে ফেলল। এখনও মাঠে নামেননি মেসি। কবে নামবেন তিনি? এই প্রশ্নের উত্তর বোধ হয় মিলতে চলেছে রবিবার। প্যারি সাঁজাঁ জুড়ে এখন জোর জল্পনা, আগস্ট মাসের শেষ রবিবারে প্যারি সাঁজাঁয় হবে মেসি বোধন।

শুক্রবার বিকেল থেকে গোটা ফুটবল দুনিয়া রোনাল্ডোয় বুঁদ। জুভেন্তাস ছেড়ে পুরনো ক্লাব ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে। আলোচনায় এখান সেটাই। এবার সেই লাইমলাইট কি নিজের দিকে ফের নিয়ে যেতে পারবেন মেসি? জল্পনা যে ক্রমশ জোরালো হচ্ছে। রবিবার লিগ ওয়ানে রিঁসের বিরুদ্ধে খেলার সম্ভাবণা ক্রমশ জোরালো হচ্ছে মেসির। নিয়মিত অনুশীলন করছেন তাই নয়। ম্যাচের আগের দিন আবার অনুশীলন সারলেন প্রথম এদাশের হয়ে। তাই জল্পনা তীব্রতর হচ্ছে। যেদি মেসি রবিবার পিএসজির হয়ে অভিষেক ঘটিয়ে ফেলেন তবে রোনাল্ডোর থেকে লাইমলাইট যে আবার তাঁর দিকে যাবে, তা বলাই বাহুল্য।

মেসির খেলা নিয়ে জল্পনার কারন আরও আছে। সেপ্টেম্বরের শুরুতেই আর্জেন্তিনার হয়ে বিশ্বকাপের কোয়ালিফায়ারের ম্যাচ রয়েছে। তার আগে একবার ম্যাচ প্র্যাকটিস চাইবেন। নিজেকে ম্যাচ ফিট করার জন্য। তার জন্য রিঁসের মত দুর্বল প্রতিপক্ষের বিরুদ্ধে মাঠে নামলে আত্মবিশ্বাস বাড়বে মেসির। সঙ্গে সঙ্গে জাতীয় দলের হয়ে খেলার জন্য ম্যাচ ফিটও হয়ে যাবেন।

একই যুক্তি অবশ্য খাঁটে নেইমারের হয়ে। কারন নেইমারও বিশ্বকাপ কোয়ালিফায়ারে নামবেন সেপ্টেম্বরের শুরুতেই। তাই তাঁর খেলার সম্ভাবণাও উড়িয়ে দেওয়া যাচ্ছেনা। তবে কি রবিবার মেসি-নেইমার জুটি একসাথে? ফের একবার। অপেক্ষায় ফুটবল দুনিয়া।

এরই মাঝে পিএসজিতে জল্পনা আরও একজনকে নিয়ে। কিলিয়েন এমবাপের ভবিষ্যত কি? রিঁসের বিরুদ্ধে কি পিএসজির হয়ে শেষ ম্যাচ খেলবেন? নাকি পিএসজির হয়ে শেষ ম্যাচ খেলা হয়ে গিয়েছে। ৩১ তারিখ শেষ হবে ট্রান্সফার পর্ব। তার আগেই যে জল্পনার ইতি হবে, তা স্পষ্ট। তবে কি আগামি সপ্তাহেই রোনাল্ডোর পর আরেক ফুটবলারের বড় দলবদলের চমক দেখবে বিশ্ব? আগামি সপ্তাহের শুরুতেই কি রিয়ালে এমবাপে?

Next Article