ম্যাচে নামার আগেই যেন চমক। তাও আবার হোয়াট অ্যাপ গ্রুপে। সদ্য আমেরিকার মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দিয়েছেন লিওনেল মেসি। হাতে গোনা দু-একজন প্রাক্তন সতীর্থ। যেমন রয়েছেন সের্গিও বুস্কেতস। বাকিদের কাছে মেসি এখনও অচেনা। কয়েকটা দিনও হয়নি সতীর্থদের সঙ্গে অনুশীলনে যোগ দিয়েছেন। পরিচিত হতে অনেকটা সময় লাগার কথা। কিন্তু মেসির একটা মেসেজ নতুন সতীর্থদের পুরোপুরি চমকে দিল। ঠিক কী ঘটেছে, বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
রবিবার নতুন ক্লাবে উন্মোচন হয়েছে লিওনেল মেসির। গত মরসুম থেকেই আলোচনা চলছিল মেসি কোথায় যোগ দিতে পারেন। কাতার বিশ্বকাপের আগে শোনা গিয়েছিল, টুর্নামেন্ট শেষে পিএসজি-র সঙ্গে বিচ্ছেদ হতে চলেছে তাঁর। তখন সেটা হয়নি। বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয় লিও মেসির আর্জেন্টিনা। দেশের হয়ে ট্রফি জেতার পর পিএসজিতেই খেলেন মেসি। মরসুম শেষে মেসি কিংবা পিএসজি কর্তৃপক্ষ, কেউই চুক্তি বাড়ানোর পক্ষে ছিল না। শেষ দিকে, পিএসজির সঙ্গে তাঁর অভিজ্ঞতাও ভালো নয়। জুনে চুক্তি শেষ হওয়ার পর ক্লাব ফুটবলে তাঁর নতুন ঠিকানা হতে পারত সৌদি আরবও। বিশাল অঙ্কের প্রস্তাব থাকলেও সৌদি আরবে না গিয়ে মেজর লিগ সকারের ক্লাব এমএলএসে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন বিশ্বজয়ী আর্জেন্টিনা অধিনায়ক।
রবিবার ইন্টার মায়ামিতে তাঁর উন্মোচন অনুষ্ঠানে ঠাসা ভিড়। এমনটাই হওয়া স্বাভাবিক। বিশ্বকাপ জেতার পর মেসিকে নিয়ে উন্মাদনা আরও বেড়েছে। নতুন জায়গায়ও তাঁর সমর্থনের অভাব নেই। প্রবল বৃষ্টিতেও অনুষ্ঠানের জাকজমকে কোনও কমতি নেই। কিন্তু এর জন্য যেন কিছুটা সমস্যায় পড়লেন মায়ামিতে তাঁর সতীর্থ। তাঁর কাছেই অনুষ্ঠানের টিকিট নেই!
ইন্টার মায়ামির হোয়াটস অ্যাপ গ্রুপে দলের স্ট্রাইকার লিওনার্দো ক্যামপানা হঠাৎই মেসেজ করেন, কারও কাছে অনুষ্ঠানের পাস রয়েছে কিনা। মেসির আর এক সতীর্থ সেকথা খোলসা করলেন। ডিফেন্ডার দিয়ান্দ্রে ইয়েদলিন বলেন, ‘রবিবার, ক্যামপানা টিকিট খুঁজছিল। সেটাই গ্রুপে লেখে ও। যদি কারও কাছে বাড়তি টিকিট থাকে, তাহলে যেন তাঁকে দেওয়া হয়। মেসি গ্রুপে রয়েছে কিনা, সেটাও জানা ছিল না। সকলের আগে মেসিই সেই মেসেজর রিপ্লাই করে লেখে- কতগুলো টিকিট প্রয়োজন! একদম সোজাসুজি এমন মেসেজ করায় আমাদের অবস্থা ছিল, ওয়াও।’
সাংবাদিকদের কথাগুলো বলার সময়ও যেন অবাক পরিস্থিতি পুরোপুরি কাটেনি। আরও যোগ করেন, ‘আসলে মেসি মেসেজ করেছে! একদম সোজা ব্যাটে শট খেলার মতো। ওরা হয়তো পরস্পরকে খুব বেশি হলে তিন-দিন ধরে চেনে! লিও এভাবে, এত দ্রুত সাহায্যের হাত বাড়িয়ে দেবে, ভাবনার বাইরে ছিল। এখান থেকেই বোঝা যায় ও কত বড় মাপের মানুষও।’