আক্রমণ দিয়েই পাহাড় ভাঙার ছক মহামেডানের

sushovan mukherjee |

Feb 02, 2021 | 9:09 PM

৪ ম্যাচে ৬ পয়েন্ট পেয়ে লিগ তালিকার ৬ নম্বরে মহমেডান স্পোর্টিং

আক্রমণ দিয়েই পাহাড় ভাঙার ছক মহামেডানের
নেরোকা ম্যাচের প্রস্তুতিতে মহমেডান।

Follow Us

কলকাতা: আই লিগে মহমেডানের ডু অর ডাই লড়াই। টানা ৩ ম্যাচ ড্র করে বেশ চাপে মহমেডান। ৪ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে লিগ তালিকার ৬ নম্বরে সাদা-কালো শিবির। বুধবার কল্যাণীতে মহমেডানের সামনে নেরোকা এফসি। পাহাড়ের দলটি শেষ দুটো ম্যাচে হেরেছে। বুধবার যে তাদের মরণ বাঁচন ম্যাচ, তা স্বীকার করে নিচ্ছেন মহমেডান টিডি শঙ্করলাল চক্রবর্তী। মোহনবাগানের প্রাক্তন কোচ বলছেন, ‘লিগে ভালো পজিশনে যেতে হলে কাল নেরোকাকে হারাতেই হবে।’

মাঝের ৯ দিনের লম্বা গ্যাপ যথাসম্ভব কাজে লাগানোর চেষ্টা করেছেন মহমেডান কোচ। সেই সময়ে দলটা অনেকটা গুছিয়ে নিয়েছেন হেভিয়া আর শঙ্করলাল। ভুল-ত্রুটিগুলোও শুধরে দিয়েছেন। ফুটবলাররাও তরতাজা। সাদা-কালো টিডি বলছেন, ‘এই গ্যাপে কোচ টিমের সঙ্গে আরও ভালো ভাবে মিশে গিয়েছেন। ফুটবলাররাও তৈরি। আশা করি জয় পাব।’

মহমেডানের মতো ভালো জায়গায় নেই নেরোকাও। মণিপুরের দলটি শেষ দুটো ম্যাচ হেরেছে। তবে সতর্ক সাদা-কালো শিবির। শঙ্করলাল পরিষ্কার বলছেন, ‘শেষ দুটো ম্যাচ হারায় আমাদের বিরুদ্ধে নেরোকা জয়ের জন্য ঝাঁপাবে। আমাদেরও পূর্ণ শক্তি নিয়ে জয়ের জন্য ঝাঁপাতে হবে।’

আরও পড়ুন:পন্থ-গিল মোড় ঘোরাতে পারেন সিরিজের, মত প্রাক্তনদের

দুই দলের কাছেই মাস্ট উইন ম্যাচ। তাই কল্যাণীতে বুধবার বিকেলে আক্রমণাত্মক স্ট্র্যাটেজিতেই হাঁটতে পারেন দু’দলের কোচ।

Next Article