সুনীলদের কাছে হেরে আইএসএল কার্যত শেষ ইস্টবেঙ্গলের

sushovan mukherjee |

Feb 02, 2021 | 9:58 PM

প্রথম পর্বে সুনীলদের ১-০ গোলে হারিয়েছিলেন স্টেইনম্যানরা। এ দিন তার মধুর প্রতিশোধ নিল নৌশাদ মুসার দল।

সুনীলদের কাছে হেরে আইএসএল কার্যত শেষ ইস্টবেঙ্গলের
আইএসএলে ফের হার লাল-হলুদের।ছবি-আইএসএল।

Follow Us

এসসি ইস্টবেঙ্গল-০ :  বেঙ্গালুরু এফসি- ২

                                                                                (ক্লেইটন সিলভা ১২’, দেবজিৎ আত্মঘাতী ৪৫’)

ভাস্কো: আইএসএল শুরুর আগে ফুটবল বিশেষজ্ঞরা বলেছিলেন, ‘তাড়াহুড়ো করে এ বছর আইএসএল না খেললেই পারত ইস্টবেঙ্গল।’ সেই ভবিষ্যদ্বাণী যে বাস্তবের রূপ নেবে, তা আন্দাজ করতে পারেননি অতি বড় লাল-হলুদ সমর্থকও। আইএসএল শেষ হতে চলল। তবু ব্যর্থতার খোলস ছেড়ে বেরোতেই পারল না ফাউলারের দল। বেঙ্গালুরু এফসির কাছে ০-২ গোলে হারল এসসি ইস্টবেঙ্গল। টানা ৮ ম্যাচে জয়ের মুখ দেখেননি সুনীলরা। কার্ড সমস্যায় দলে ছিলেন না এরিক পাত্তালু। চোটের জন্য বাইরে ছিলেন হুয়ানানও। ব্যর্থতার জেরে আইএসএলের মাঝপথেই চাকরি যায় কোচের। সেই ছন্নছাড়া বেঙ্গালুরু এফসিই উড়িয়ে দিল এসসি ইস্টবেঙ্গলকে। প্রথম পর্বে সুনীলদের ১-০ গোলে হারিয়েছিলেন স্টেইনম্যানরা। এ দিন তার মধুর প্রতিশোধ নিল নৌশাদ মুসার দল।

মাগোমা আর পিলকিংটনকে প্রথম একাদশের বাইরে রেখে  এ দিন দল গড়েন রবি ফাউলার। বিপক্ষকে হালকা নিয়েই ডুবল ফাউলারের দল। আইএসএল শেষ হতে চলল, লাল-হলুদের রক্ষণের রোগ সারল না। খেলার ১২ মিনিটেই রক্ষণের ভুলে গোল হজম ইস্টবেঙ্গলের। গুরপ্রীতের লং শট হেডে ক্লেইটন সিলভাকে বাড়িয়ে দেন সুনীল ছেত্রী। স্কট নেভিল সামলাতেই পারলেন না সুনীলকে। বল পেয়েই দুরন্ত হাফ ভলিতে দেবজিৎকে পরাস্ত করেন ক্লেইটন সিলভা (১-০)।
প্রথমার্ধের শেষ লগ্নে দ্বিতীয় গোলটি পেয়ে যায় বেঙ্গালুরু এফসি। ডান প্রান্ত দিয়ে আক্রমণ শানিয়ে পরিবর্ত ফুটবলার পরাগ শ্রীবাসকে বল বাড়ান রাহুল ভেকে। পরাগের শট পোস্টে লেগে প্রতিহত হয়ে দেবজিত মজুমদারের পায়ে লেগে বল জালে জড়িয়ে যায় (২-০)।

দ্বিতীয়ার্ধে পিলকিংটন, মাগোমাকে নামিয়ে আক্রমণে জোর বাড়ান রবি ফাউলার। তাতে অবশ্য লাভের লাভ কিছু হয়নি। ফ্রান গঞ্জালেস, রাহুল ভেকেদের দুর্ভেদ্য রক্ষণের সামনে দাঁত ফোটাতে পারেননি ব্রাইট-মাঘোমারা। ৮৫ মিনিটে সুনীল ছেত্রীর দুরপাল্লার শট ক্রসপিসে লেগে প্রতিহত হয়। ম্যাচের ইনজুরি টাইমে মাথা গরম করে হলুদ কার্ড দেখলেন পিলকিংটন।

আরও পড়ুন:৫০০ উইকেট হল না, অবসরের দিন আক্ষেপ দিন্দার

টানা ৫ ম্যাচে জয়ের মুখ দেখলেন না ব্রাইটরা। লাল-হলুদের পারফরমেন্স ক্রমশ তলানিতে। অ্যারন, মাগোমারা আদৌ লাল-হলুদ জার্সি পড়ার যোগ্যতা অর্জন করেন কিনা তা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে। প্লে অফের রাস্তা একপ্রকার বন্ধই হয়ে গেল এসসি ইস্টবেঙ্গলের। ১৫ ম্যাচে ১৩ পয়েন্ট সংগ্রহ করে লিগ টেবিলের ১০ নম্বরে লাল-হলুদ। এরপরেও হয়তো আইএসএলের রেফারিং নিয়ে সরব হবেন রবি ফাউলার। তবু তাঁর দলের খেলায় কোনও বৈচিত্র্য আসবে না। ব্রিটিশ কোচ নিজের ভুল যত তাড়াতাড়ি বুঝতে পারবেন ততই মঙ্গল দলের পক্ষে। মশালের তেজ যে ভাবে নিভছে, তাতে ক্ষোভের বারুদ জমছে লাল-হলুদ সমর্থকদের মনে।

ইস্টবেঙ্গল: দেবজিৎ, অঙ্কিত, নেভিল, ফক্স (মাগোমা), নারায়ণ, আঙ্গুসানা (রানা ঘরামি), অজয় ছেত্রী (মিলন সিং), স্টেইনম্যান (পিলকিংটন), অ্যারন, হরমনপ্রীত (ইয়ামনাম সিং), ব্রাইট

বেঙ্গালুরু এফসি: গুরপ্রীত, রাহুল ভেকে, প্রতীক চৌধুরী, ফ্রান গঞ্জালেস, অজিত কুমার, খাবরা, সুরেশ, ক্লেইটন সিলভা (হার্নান্ডেজ), উদান্ত সিং, অগাস্টিন (পরাগ), সুনীল ছেত্রী

Next Article