সাউদাম্পটনকে ৯ গোলের মালা পরাল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড
প্রিমিয়ার লিগের (Premier League) ম্যাচে বড় ব্যবধানে জয় ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের (Manchester United)। সাউদাম্পটনকে (Southampton) ৯-০ হারাল রেড ডেভিলসরা। গোলের বন্যায় ভেসে গেল সাউদাম্পটন। এর আগে ১৯৯৫ সালে ইপসউইচের বিরুদ্ধে এত বড় ব্যাবধানে জয় পেয়েছিল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। সাউদাম্পটনের ২ ফুটবলার লাল কার্ড দেখেন। ৯ জনের সাউদাম্পটনকে হাসতে হাসতে উড়িয়ে দিল রেড ডেভিলসরা।