পন্থ-গিল মোড় ঘোরাতে পারেন সিরিজের, মত প্রাক্তনদের
ভারত বনাম ইংল্যান্ড সিরিজের ঢাকে কাঠি পড়তে চলেছে শুক্রবার। তার আগে আবারও একবার প্রাক্তন ইংলিশ ক্রিকেটাররা এগিয়ে রাখছেন ভারতকে।
চেন্নাই: দুই সেরার লড়াই দেখার জন্য মুখিয়ে ক্রিকেটপ্রেমীরা। ভারত বনাম ইংল্যান্ড (India vs England) সিরিজের ঢাকে কাঠি পড়তে চলেছে শুক্রবার। তার আগে আবারও একবার প্রাক্তন ইংলিশ ক্রিকেটাররা এগিয়ে রাখছেন ভারতকে। এ বার সেই তালিকায় ইংল্যান্ডের প্রাক্তন কেভিন পিটারসন (Kevin Pietersen) ও ডমিনিক কর্ক (Dominic Cork)। পিটারসন বলে দিয়েছেন, “প্রথম দুই টেস্টে ইংল্যান্ড তাদের সেরা দল নিয়ে নামছে না। আমার কাছে এই সিরিজে ভারতই ১০০% ফেভারিট।”
আরও পড়ুন: বোলিং কম্বিনেশন নিয়ে নানা ভাবনা বিরাটদের
পিটারসনের সঙ্গে একমত কর্কও। তিনি বলেছেন, “ইংল্যান্ড এখন বেশ ভালো ফর্মে রয়েছে। ইংল্যান্ডের স্টোকস, আর্চার এবং বার্নসরা শ্রীলঙ্কার বিরুদ্ধে ২-০ সিরিজ জিতেছে। কিন্তু তাও আমার মনে হয়, এই সিরিজটা ভারতই জিতবে।”
আরও পড়ুন: কোন অঙ্কে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারত?
এই সিরিজে কোহলি, অশ্বিনের মত ক্রিকেটাররা টিমে ফিরে এসেছেন। পিটারসনের মতে, “আমি নিশ্চিত, ওদের উপস্থিতি ভারতীয় দলকে আরও শক্তিশালী করে তুলবে।” জনি বেয়ার্স্টোর মতো ক্রিকেটারকে প্রথম দুই টেস্টে না রাখার ফল ভুগতে হতে পারে ইংল্যান্ডকে। রুটের ওপর কিছুটা হলেও ভরসা রাখছেন পিটারসন। তাঁর মতে, “আমি জানি, শ্রীলঙ্কায় জো রুট বেশ ভালো ফর্মে ছিল। কিন্তু ভারতের মাটিতে লড়াইটা অন্য। ইংল্যান্ডের টপ অর্ডারকে পারফর্ম করতে হবে। তবে ভালো কিছুর স্বপ্ন দেখা যাবে।”
আরও পড়ুন: অলিম্পিক হবেই, আশার আলো দেখাচ্ছেন আয়োজকরা
ডমিনিক কর্কের মতে, ইংল্যান্ড সিরিজের মোড় ঘুরিয়ে দিতে পারে দুই তরুণ ক্রিকেটার। ঋষভ পন্থ ও শুভমন গিল। তিনি বলেছেন, “অস্ট্রেলিয়া সফরে দারুণ পারফরম্যান্স ছিল শুভমন-পন্থের।”