বোলিং কম্বিনেশন নিয়ে নানা ভাবনা বিরাটদের
চিপকের পিচে ঘাস থাকবে না। ফলে ২ পেসার ২ স্পিনার ছকেই টিম সাজানোর কথা ভাবছে ভারত।
চেন্নাই: জো রুটের ইংল্যান্ডের বিরুদ্ধে বিরাট কোহলির (India vs England) টিম কম্বিনেশন কী হবে, তা নিয়েই এখন যত আলোচনা। অস্ট্রেলিয়া সফরের মতো ৩ পেসারে যে ঘরের মাঠে নামবে না ভারত, তা নিয়ে কোনও সন্দেহ নেই। সে ক্ষেত্রে কী হবে বিরাটরা সাজাবেন বোলিং কম্বিনেশন? যা জানা যাচ্ছে, তাতে চিপকের (Chepauk) পিচে ঘাস থাকবে না। বরং স্পিনারদের স্বর্গরাজ্য হতে পারে চিপক। ফলে ২ পেসার ২ স্পিনার ছকেই টিম সাজানোর কথা ভাবছে ভারত।
আরও পড়ুন: কোন অঙ্কে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারত?
বোর্ডের এক কর্তা বলছেন, ‘চিপকের পিচ যেমন হয়, ঠিক তেমনই হচ্ছে। যে পরিমাণ আর্দ্রতা থাকবে চেন্নাইয়ে, উইকেটের বাঁধন ধরে রাখতে গেলে পিচে ঘাস দরকার। এই উইকেট স্পিনারদেরই সাহায্য করবে।’
আর তাই প্রশ্ন, ভারতীয় টিমে এই দুই পেসার কে হবেন? জশপ্রীত বুমরা চোটের জন্য গাব্বা টেস্ট না খেললেও তাঁকে নিয়ে কোনও দ্বিধা নেই। তিনি খেলছেনই। দ্বিতীয় পেসার কে হবেন, ইশান্ত শর্মা, নাকি মহম্মদ সিরাজ? চোট সারিয়ে টিমে ফিরেছেন ইশান্ত। পাঁজরের চোটের জন্য দীর্ঘদিন মাঠের বাইরে ছিলেন। রিহ্যাব সেরে ক্রিকেটে ফিরে সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টিতে খারাপ বোলিং করেননি। অন্য দিকে আবার, অস্ট্রেলিয়া মাটিতে ভারতকে টেস্ট সিরিজ জিতিয়েছেন সিরাজ। ৩টে টেস্ট খেলে ১৩টা উইকেট নিয়েছেন তিনি। যার মধ্যে আবার গাব্বা টেস্টে রয়েছে কেরিয়ারের প্রথম পাঁচ উইকেট।
আরও পড়ুন: অলিম্পিক হবেই, আশার আলো দেখাচ্ছেন আয়োজকরা
দ্বিতীয় প্রশ্নের উত্তর আরও জটিল। টিমের দুই স্পিনার কে হবেন? লড়াই চারজনের। রবিচন্দ্রন অশ্বিন, ওয়াশিংটন সুন্দর, বাঁ হাতি অক্ষর প্যাটেল ও কুলদীপ যাদব। সুন্দর ফর্মে আছেন। গাব্বায় অভিষেক টেস্টে হাফ সেঞ্চুরি যেমন করেছেন, তেমনই চার উইকেটও নিয়েছিলেন অফস্পিনার। অশ্বিনের সঙ্গে তাঁকে খেলানো মানে স্পিন বোলিংয়ে বৈচিত্র থাকবে না। অক্ষরও বলের পাশাপাশি ব্যাটটাও করতে পারেন। প্রয়োজন পড়লে চোটে ছিটকে যাওয়া রবীন্দ্র জাডেজার বিকল্প হয়ে উঠতে পারেন তিনি। আলোচনায় থাকবেন কুলদীপ যাদবও। এরই মধ্যে আবার ভালো খবর, হার্দিক পান্ডিয়াও নেমে পড়েছেন নেটে। তিনি যদি খেলতে পারেন, পেসার-অলরাউন্ডারের বিকল্প পেয়ে যাবে ভারত। সব মিলিয়ে বিরাট অ্যান্ড কোং ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টের একাদশ কী বাছবে, তা নিয়ে যথেষ্ট চাপে আছে।
আরও পড়ুন: আইসিসির সেরা তিনে পন্থ