কোন অঙ্কে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারত?
লিগ টেবলের দুইয়ে থাকা সত্ত্বেও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে চলে গেল নিউজিল্যান্ড। দ্বিতীয় টিম হিসেবে কারা যাবে ফাইনালে? ভারত-ইংল্যান্ড সিরিজের ফলাফলের উপরেই নির্ভর করছে।
কলকাতা: গুরুত্ব ছিলই, পরিবর্তিত পরিস্থিতিতে তা যেন আরও কয়েক গুণ বেড়ে গেল। স্টিভ স্মিথদের দক্ষিণ আফ্রিকা সফর বাতিল হওয়ায় ভারত-ইংল্যান্ড সিরিজেই এখন চোখ সারা ক্রিকেট দুনিয়ার। লিগ টেবলের দুইয়ে থাকা সত্ত্বেও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (World Test Championship) ফাইনালে চলে গেল নিউজিল্যান্ড (New Zealand)। দ্বিতীয় টিম হিসেবে কারা যাবে ফাইনালে? ভারত-ইংল্যান্ড (India vs England) সিরিজের ফলাফলের উপরেই নির্ভর করছে।
আরও পড়ুন: আইসিসির সেরা তিনে পন্থ
জুন মাসে লর্ডসে হবে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। কেন উইলিয়ামসনের টিম ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানকে বিরাট ব্যবধানে হারিয়ে লর্ডসের টিকিট কনফার্ম করে ফেলেছে। দ্বিতীয় টিম হিসেবে ফাইনালে যাওয়ার লড়াই ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার। বিরাট কোহলিদের জন্য অঙ্কটা খুব পরিষ্কার, নূন্যতম ২-১ অথবা ২-০ সিরিজ জিতলেই ফাইনালে চলে যাবে ভারত। আ। যদি ৩-১, ৩-০ বা ৪-০ জেতে, তা হলে তো কথাই নেই। কিন্তু জো রুটদের বিরুদ্ধে হোম সিরিজ যদি ১-০ জেতে ভারত, তা হলে কিন্তু ছিটকে যাবে ফাইনাল থেকে।
All to play for in the upcoming India v England series with three teams able to meet New Zealand in the final of the inaugural ICC World Test Championship!
Here’s the breakdown, assuming a full 4-Test series with no ties and no further matches involving NZ or Australia ? #WTC21 pic.twitter.com/TTZFkPd1Ex
— ICC (@ICC) February 2, 2021
ইংল্যান্ডকে ফাইনালে যেতে হলে জটিল অঙ্ক মেলাতে হবে। ভারতের মাটিতে তাদের ৩-১, ৩-০ অথবা ৪-০ জিততে হবে। যে ফর্মে আছে বিরাটের টিম, অস্ট্রেলিয়ার মাটি থেকে সিরিজ জিতে আসার জন্য মনোবল তুঙ্গে রয়েছে, বলাই যায় যে ভারতকে হোয়াইটওয়াশ করা সহজ নয়। সে ক্ষেত্রে রুটের টিমের ফাইনালে পৌঁছনোর কাজটা কঠিনই। ২০১৩ সাল থেকে ধরলে, এই সাত বছরে ভারত ৩৪টা টেস্ট খেলেছে দেশের মাটিতে। হেরেছে মাত্র একটা ম্যাচে। ২০১২ সালে অবশ্য ঘরের মাঠে ইংল্যান্ডের কাছেই টেস্ট সিরিজ হেরেছিল ভারত।
নিজেদের তো বটেই, ইংল্যান্ড কিংবা অস্ট্রেলিয়াকেও ফাইনালে পৌঁছতে হলে তাকিয়ে থাকতে হবে ভারতের দিকেই। কোন অঙ্কে অস্ট্রেলিয়া লর্ডস যেতে পারে? ইংল্যান্ডের বিরুদ্ধে ভারত যদি ১-০ জেতে। ২-২, ১-১ বা ০-০ ড্র হয় সিরিজ। ভারত যদি ০-১, ১-২ বা ০-২ হারে তাহলেও স্মিথদের স্বপ্নপূরণ হতে পারে।
আরও পড়ুন: দক্ষিণ আফ্রিকা সফর বাতিল, বিরাট ধাক্কা স্মিথদের
সব মিলিয়ে নিউজিল্যান্ড প্রতিপক্ষ কারা হবে, তা নিয়েই এখন যত আলোচনা। ভারত-ইংল্যান্ড সিরিজ শুরু ৫ ফেব্রুয়ারি থেকে। সময় যত এগোচ্ছে, ততই বাড়ছে উত্তেজনা।
আরও পড়ুন: অলিম্পিক হবেই, আশার আলো দেখাচ্ছেন আয়োজকরা