Kharagpur: আইআইটি ছাত্রের রহস্যমৃত্যুতে তৎপর প্রশাসন, ভিসেরা পরীক্ষার জন্য PM রিপোর্টের নমুনা সংগ্রহ

Kharagpur: বাড়ির পক্ষ থেকে কোনও নির্দিষ্ট অভিযোগ দায়ের করা হয়নি বলে জানা গিয়েছে। তবে প্রশাসন পুরো বিষয়টি নিয়ে নড়েচড়ে বসেছে । আইআইটিতে ছাত্র মৃত্যুর ঘটনায় আইআইটি সর্বতোভাবে পুলিশ প্রশাসনের তদন্তে সাহায্য করবে পরিষ্কার জানিয়ে দিয়েছেন আইআইটি-এর ডিরেক্টর আমিত পাত্র।

Kharagpur: আইআইটি ছাত্রের রহস্যমৃত্যুতে তৎপর প্রশাসন, ভিসেরা পরীক্ষার জন্য PM রিপোর্টের নমুনা সংগ্রহ
খড়্গপুর আইআইটিImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Jan 13, 2025 | 12:10 PM

 খড়্গপুর: আইআইটিতে ছাত্র মৃত্যুর ঘটনায় নড়েচড়ে বসেছে প্রশাসন। ঘটনাস্থলে আজ আসছে ফরেনসিক টিম। ঘটনাস্থলে পুলিশ কুকুর নিয়ে গিয়ে তদন্ত শুরু করেছেন জেলা পুলিশ আধিকারিকরা। ইতিমধ্যেই ঘটনাস্থল ঘুরে এসেছেন জেলার পুলিশ সুপার ধৃতিমান সরকার। ভিসারা পরীক্ষার জন্য ময়নাতদন্তের পর নমুনা সংগ্রহ করা হয়েছে । খাবারের নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানো হয়েছে বলে জানা গগ । মৃত্যুর সঠিক কারণ জানার জন্য সমস্ত দিক খতিয়ে দেখছে প্রশাসন।

যদিও বাড়ির পক্ষ থেকে কোনও নির্দিষ্ট অভিযোগ দায়ের করা হয়নি বলে জানা গিয়েছে। তবে প্রশাসন পুরো বিষয়টি নিয়ে নড়েচড়ে বসেছে । আইআইটিতে ছাত্র মৃত্যুর ঘটনায় আইআইটি সর্বতোভাবে পুলিশ প্রশাসনের তদন্তে সাহায্য করবে পরিষ্কার জানিয়ে দিয়েছেন আইআইটি-এর ডিরেক্টর আমিত পাত্র। তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন, আইআইটি কর্তৃপক্ষ আলাদাভাবে কোনও তদন্ত কমিটি গঠন না করলেও পুলিশ প্রশাসনের তদন্তে সর্বোতভাবে সাহায্য করবে কর্তৃপক্ষ। তবে তিনি পরিষ্কার জানিয়ে দেন আই আই টিতে থ্রেট কালচারের কোনও বিষয় নেই।

উল্লেখ্য গতকাল আই আই টি ক্যাম্পাসের আজাদ হল থেকে তৃতীয় বর্ষের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং-এর ছাত্র শাওয়ান মল্লিকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে পুলিশ । আর তারপরেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে আইআইটি চত্বরে। সব মিলিয়ে আইআইটি তে ছাত্র মৃত্যুর ঘটনায় ফের আরও একবার আইআইটি কর্তৃপক্ষকে কাঠগড়ায় দাঁড় করাল।