Durand Cup 2022: ডার্বির উত্তাপের মাঝেই জয়ের হ্যাটট্রিক করে কোয়ার্টারে মহমেডান

TV9 Bangla Digital | Edited By: তিথিমালা মাজী

Aug 27, 2022 | 7:46 PM

আইএসএলের দল গোয়া, জামশেদপুরকে হারানোর পর শনিবাসরীয় ম্যাচে এয়ারফোর্সকে হারিয়ে এশিয়ার প্রাচীনতম টুর্নামেন্টে দাপট বজায় রইল মহমেডানের।

Durand Cup 2022: ডার্বির উত্তাপের মাঝেই জয়ের হ্যাটট্রিক করে কোয়ার্টারে মহমেডান
Image Credit source: Twitter

Follow Us

কলকাতা: গোটা শহর যখন ডার্বির উত্তাপে পুড়ছে তখন প্রায় নিঃশব্দে প্রথম দল হিসেবে চলতি ডুরান্ড কাপের (Durand Cup 2022) কোয়ার্টার ফাইনালে পা রাখল মহমেডান (Mohammedan SC)। শনিবার কিশোরভারতী স্টেডিয়ামে ইন্ডিয়ান এয়ারফোর্সকে ২-০ গোলে হারিয়ে দেয় সাদা কালোরা। গতবারের রানার্স টিম মহমেডান এবারও ডুরান্ড কাপে তরতরিয়ে এগোচ্ছে। আইএসএলের দল গোয়া, জামশেদপুরকে হারানোর পর শনিবাসরীয় ম্যাচে এয়ারফোর্সকে হারিয়ে এশিয়ার প্রাচীনতম টুর্নামেন্টে দাপট বজায় রইল মহমেডানের। এদিন দলের হয়ে গোল করলেন ওসমান এবং রাহুল পাসওয়ান। ম্যাচের ৩৩ মিনিটে প্রথম গোলটি করেন ডিফেন্ডার ওসমান। ৮৭ মিনিটে পরিবর্ত হিসেবে নামা রাহুল ম্যাচের দ্বিতীয় গোলটি দাগেন। বেঙ্গালুরু এফসি-র বিরুদ্ধে একটি ম্যাচ বাকি রয়েছে।

                                                             মহমেডান স্পোর্টিং ২ (ওসমান, রাহুল পাসওয়ান): ইন্ডিয়ান এয়ারফোর্স ০

প্রথমার্ধে কর্নার থেকে ফজলু রহমানের ক্রস থেকে হেডারে গোল করে মহমেডানকে এগিয়ে দেন ওসমান। ম্য়াচ জিতলেও আজকের ম্যাচে বেশ কিছু সুযোগ মিস করেছে মহমেডান। ১-০তে এগিয়ে থাকা অবস্থায় ম্যাচের ৪১তম মিনিটে গোলরক্ষককে একা পেয়েও গোল করতে ব্যর্থ হন ফজলু। ভারতীয় বায়ুসেনার গোলরক্ষক তার শট বক্সের ভেতর থেকে আটকে দেন। ৫৭তম মিনিটে ভারতীয় বায়ুসেনার ডিফেন্ডারের ভুলের কারণে বক্সে বল পেয়ে যান রাহুল পাসওয়ান। গোলরক্ষককে পরাস্ত করেও গোল করতে ব্যর্থ হন তিনি। ৮৭তম মিনিটে ওসমানের ক্রস থেকে হেড করে মহামেডানের স্কোর ২-০ করেন রাহুল।

অত্যধিক সুযোগ নষ্ট করায় খুশি নন মহমেডানের কোচ আন্দ্রে চের্নিশভ। টুর্নামেন্টে আরও কঠিন লড়াই অপেক্ষা করছে। পরবর্তী ম্যাচ সুনীল ছেত্রীদের বেঙ্গালুরু এফসি-র বিরুদ্ধে। স্বাভাবিকভাবেই কড়া চ্যালেঞ্জের মুখে পড়তে হবে টিমকে। যদিও ওই ম্যাচের ফলাফলে গ্রুপ এ-তে মহমেডানের অবস্থানে কোনও পরিবর্তন হবে না।

Next Article