ISL Season 11: ঘুরে দাঁড়াতে মরিয়া মহমেডান, ঘরের মাঠে সামনে মানোলোর টিম

Sep 20, 2024 | 11:10 PM

ISL 2024-25, Mohammedan Sporting Club vs FC Goa: নর্থ ইস্ট ইউনাইটেডের সুপার সাব আলাদিনের গোলে অভিষেকে খালি হাতেই ফিরতে হয় সাদা-কালো ব্রিগেডকে। দ্বিতীয় ম্যাচে মহমেডানের প্রতিপক্ষ এফসি গোয়া। ঘরের মাঠেই ম্যাচ। নিজেদের সমর্থকদের সামনে বাড়তি তাগিদ নিয়ে নামার সুযোগ থাকছে সামাদদের। প্রথম ম্যাচের মতো পারফর্ম করতে পারলে, ভালো ফল সম্ভব।

ISL Season 11: ঘুরে দাঁড়াতে মরিয়া মহমেডান, ঘরের মাঠে সামনে মানোলোর টিম
Image Credit source: Mohammedan Sporting Club

Follow Us

ইন্ডিয়ান সুপার লিগে অভিষেক ম্যাচে অন্তত এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পারত মহমেডান স্পোর্টিং ক্লাব। ডুরান্ড চ্যাম্পিয়ন নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে দুরন্ত পারফরম্যান্স। যদিও শেষ মুহূর্তে গোল খায় মহমেডান স্পোর্টিং। নর্থ ইস্ট ইউনাইটেডের সুপার সাব আলাদিনের গোলে অভিষেকে খালি হাতেই ফিরতে হয় সাদা-কালো ব্রিগেডকে। দ্বিতীয় ম্যাচে মহমেডানের প্রতিপক্ষ এফসি গোয়া। ঘরের মাঠেই ম্যাচ। নিজেদের সমর্থকদের সামনে বাড়তি তাগিদ নিয়ে নামার সুযোগ থাকছে সামাদদের। প্রথম ম্যাচের মতো পারফর্ম করতে পারলে, ভালো ফল সম্ভব।

মহমেডান স্পোর্টিংয়ের যেমন হার দিয়ে অভিযান শুরু হয়েছে, তেমনই প্রথম ম্যাচে হেরেছে এফসি গোয়াও। তাও আবার ঘরের মাঠে শেষ মুহূর্তে গোল খেয়ে। এফসি গোয়ার আরও বড় অস্বস্তি কোচের। মানোলো মার্কোয়েজ একদিকে যেমন ভারতীয় দলের কোচ, তেমনই এফসি গোয়ারও। দ্বৈত ভূমিকায় মানোলো। ভারতীয় দলের কোচ হিসেবে কিছুদিন আগেই সফর শুরু হয়েছে। মরিসাসের মতো পিছিয়ে থাকা দলের বিরুদ্ধে ড্রয়ের পর সিরিয়ার কাছে হার দিয়ে ভারতীয় ফুটবলে মানোলো অধ্যায়ের সূচনা হয়েছে। ক্লাব ফুটবলে ফিরেও হার দিয়ে শুরু হওয়ায় প্রবল অস্বস্তিতে মানোলো।

নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে মহমেডান স্পোর্টিংয়ের পারফরম্যান্স নিয়ে সকলেই ইতিবাচক বললেও কোচ আন্দ্রে চের্নিশভ অবশ্য খুশি নন। দেশের শীর্ষ লিগে ভালো পারফর্ম করতে হলে, অনেক উন্নতির প্রয়োজন। বিশেষ করে স্নায়ুর চাপ সামলে সুযোগ কাজে লাগানোর ক্ষেত্রে। প্রথম ম্যাচে বেশ কিছু সুযোগ তৈরি হলেও গোল হয়নি। তবে টুর্নামেন্ট যত এগবে, আত্মবিশ্বাসী ফুটবল খেলবে মহমেডান, এমনটাই মত অনেকের। এফসি গোয়া গত মরসুম শেষ করেছিল হার দিয়ে। নতুন মরসুমও শুরু হয়েছে একই ফল দিয়ে। সেই অস্বস্তি থেকে বেরনোই লক্ষ্য।

Next Article
ISL Season 11: কলকাতার ফুটবল প্রেমীদের জন্য সুখবর, ম্যাচ দেখে ফেরার চিন্তা কমল!
ISL Season 11: আইএসএলে খাতা খুলল মহমেডান, ২ মিনিটের জন্য ২ পয়েন্ট হাতছাড়া!