ISL Season 11: আইএসএলে অভিষেক, মহমেডানের সামনে ডুরান্ড চ্যাম্পিয়ন

ISL 2024-25, Mohammedan Sporting Club: সব বাধা বিপত্তি কাটিয়ে অবশেষে ইন্ডিয়ান সুপার লিগে। কলকাতা ফুটবলেও আজ বড় দিন। দুই প্রধান আগেই ছিল ইন্ডিয়ান সুপার লিগে। এ বার কলকাতার তিন বড় দলই দেশের শীর্ষ লিগে খেলবে। আইএসএল অভিষেক ম্যাচে মহমেডান স্পোর্টিংয়ের সামনে ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন নর্থ ইস্ট ইউনাইটেড।

ISL Season 11: আইএসএলে অভিষেক, মহমেডানের সামনে ডুরান্ড চ্যাম্পিয়ন
Image Credit source: Mohammedan Sporting Club
Follow Us:
| Updated on: Sep 16, 2024 | 12:29 AM

অবশেষে সেই দিন। ইন্ডিয়ান সুপার লিগে অভিষেক হতে চলেছে মহমেডান স্পোর্টিংয়ের। আইএসএল খেলার সম্ভাবনা অনেক আগেই তৈরি হয়েছিল। যোগ্যতা অর্জনের পরও আশঙ্কা তৈরি হয়েছিল মহমেডান স্পোর্টিংকে নিয়ে। স্পনসর সমস্যা চলছিল। সব বাধা বিপত্তি কাটিয়ে অবশেষে ইন্ডিয়ান সুপার লিগে। কলকাতা ফুটবলেও আজ বড় দিন। দুই প্রধান আগেই ছিল ইন্ডিয়ান সুপার লিগে। এ বার কলকাতার তিন বড় দলই দেশের শীর্ষ লিগে খেলবে। আইএসএল অভিষেক ম্যাচে মহমেডান স্পোর্টিংয়ের সামনে ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন নর্থ ইস্ট ইউনাইটেড।

মহমেডান স্পোর্টিংয়ের হোম ম্যাচ। কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে সন্ধে ৬.৩০টায় মুখোমুখি মহমেডান স্পোর্টিং ও নর্থ ইস্ট ইউনাইটেড। সমর্থনের দিক থেকে মহমেডান স্পোর্টিংও খুব একটা পিছিয়ে নেই ইস্টবেঙ্গল, মোহনবাগানের থেকে। ফলে গ্যালারিতে সাদা-কালো ব্রিগেডের প্রচুর সমর্থন থাকবে প্রত্যাশা করাই যায়। এই দিনটার জন্যই দীর্ঘ অপেক্ষায় ছিলেন মহমেডান স্পোর্টিংয়ের সমর্থকরাও।

এই খবরটিও পড়ুন

মহমেডান স্পোর্টিংয়ের হেড কোচ আন্দ্রে চের্নিশভও মুখিয়ে রয়েছেন ভারতের শীর্ষ লিগে কোচিংয়ের অভিষেকের জন্য। অধিনায়ক সামাদ আলি মল্লিক আশাবাদী, ইন্ডিয়ান সুপার লিগে শুরুটা দুর্দান্ত করতে। যদিও ম্যাচটা যে সহজ হবে না বলাই যায়। সদ্য ডুরান্ড কাপে চ্যাম্পিয়ন হয়েছে নর্থ ইস্ট ইউনাইটেড। তাও আবার ফাইনালে মোহনবাগানের মতো শক্তিশালী প্রতিপক্ষকে হারিয়ে। দু-দলই মরিয়া এ বার আইএসএলের শুরুটা ভালো করতে।