কলকাতা: হারের ধাক্কা কাটিয়ে অবশেষে ঘুরে দাঁড়াল মহমেডান স্পোর্টিং (Mohammedan Sporting)। ডুরান্ডে (Durand Cup) গ্রুপ পর্বের শেষ ম্যাচে হারের মুখ দেখেছিল সাদা-কালো। এরপর কলকাতা লিগের পরপর দুটো ম্যাচেও হারতে হয় মহমেডানকে। ডুরান্ডের কোয়ার্টার ফাইনালে অবশেষে হারের ধাক্কা কাটাল আন্দ্রে চের্নিশভের (Andrey Chernyshov) ছেলেরা। গতবারের ডুরান্ড চ্যাম্পিয়ন গোকুলম কেরালা এফসিকে (Gokulam Kerala FC) হারিয়ে শেষ চারে মহমেডান।
কাঁটা দিয়ে কাঁটা তুললেন চের্নিশভ। গতবারের ডুরান্ডে গোকুলমকে চ্যাম্পিয়ন করার পিছনে গুরুত্বপূর্ণ অবদান ছিল মার্কাস যোশেফের (Marcus Joseph)। সেই মার্কাস এ বার সাদা-কালোয়। খেলার ৪৪ মিনিটে জয়সূচক গোল করে মহমেডানকে শেষ চারে তুললে মার্কাস। যুবভারতীতে ডুরান্ডের ম্যাচে এ দিন ৫০ শতাংশ দর্শক প্রবেশের অনুমতি দেয় ডুরান্ড কমিটি। প্রিয় দলের ম্যাচ দেখতে গ্যালারিতে ভিড় জমিয়েছিলেন সাদা-কালো সমর্থকেরা। মার্কাস তাঁদের নিরাশ করলেন না। জিতেই বাড়ি ফিরলেন তাঁরা। ত্রিনিদাদের ফুটবলারের করা গোলে রেড রোডের পাশের ক্লাবে উঁকি দিচ্ছে ট্রফির স্বপ্ন।
Enthralled with the return of their fans, Mohammedan SC coach is all smiles as they secure their spot in the Semi-Finals ⚫⚪@MohammedanSC#DurandCup2021 #130thedition #Kolkata #Football #aiff #cherrytree #MSC #GKFC #JaanJaanMohammedan #BlackPanthers #Malabarians #GKFCMSC pic.twitter.com/ecCtPEgmOd
— Durand Cup (@thedurandcup) September 23, 2021
২৭ তারিখ যুবভারতী ক্রীড়াঙ্গনে শেষ চারের ম্যাচে বেঙ্গালুরু ইউনাইটেডের মুখোমুখি হবে মহমেডান স্পোর্টিং। আই লিগ দ্বিতীয় ডিভিশনের ক্লাব বেঙ্গালুরু ইউনাইটেড বাই পেয়ে সেমিফাইনালে উঠেছে। কোয়ার্টার ফাইনালে সেনাবাহিনীর বিরুদ্ধে ম্যাচ থাকলেও, আর্মি শিবিরে করোনা ধরা পড়ে। টুর্নামেন্ট থেকেই নাম প্রত্যাহার করে নেয় সেনাবাহিনী। ফলে বাই পেয়ে শেষ চারে উঠে যায় বেঙ্গালুরু ইউনাইটেড। আরেকটা সেমিফাইনাল হবে ২৯ তারিখ। সেমিফাইনাল, ফাইনালের জন্য ৫০ শতাংশ দর্শক প্রবেশের অনুমতি দিয়েছে ডুরান্ড কমিটি। যুবভারতী ক্রীড়াঙ্গন ছাড়াও টিকিট পাওয়া যাবে ইস্টবেঙ্গল, মোহনবাগান ও মহমেডান মাঠে।
আরও পড়ুন: IPL 2021: রোহিতদের ওয়ার্কলোড কমাতে ফ্র্যাঞ্চাইজিগুলোকে চিঠি বোর্ডের