কলকাতা: ‘যতবার ডার্বি, ততবার হারবি।’ স্টেডিয়াম ছাড়ার সময়ে স্লোগান তুলছেন মোহনবাগান সমর্থকরা। বড় ম্যাচ এখন মোহনবাগানের। একতরফা হয়ে গিয়েছে ইস্টবেঙ্গল-মোহনবাগান ম্যাচ। টানা আট ডার্বিতে জয় সবুজ মেরুনের। গোয়া হোক বা কলকাতা, রেজাল্ট পাল্টাচ্ছে না। ৪ বছর আগে ২৭ জানুয়ারি, ২০১৯ সালে শেষবার ডার্বি জিতেছিল ইস্টবেঙ্গল। এরপর আর বিজয়ী দলের নামে থেকেছে শুধুই মোহনবাগান। বাগান সমর্থকদের জয়ধ্বনির সামনে কান্না ভেজা মুখেই গ্যালারি ছাড়ল লাল-হলুদ জনতা। আগের ম্য়াচে মুম্বইয়ের ডেরায় মুম্বই সিটি এফসিকে হারিয়ে এসেছিল ইস্টবেঙ্গল। হয়তো সে কারণেই প্রত্য়াশা বেড়েছিল ইস্টবেঙ্গল সমর্থকদের। হয়তো ভেবেছিলেন, পরিসংখ্য়ান যদি বদলায়! কিন্তু তা হল না। বিস্তারিত TV9Bangla-য়।
ম্যাচ শেষে একতরফা ডার্বি জয়ের অন্যতম সাক্ষী প্রীতম কোটাল বলেই দিলেন, ‘ইস্টবেঙ্গল প্রতি বছর দলে ব্যাপক বদল আনে বলেই হয়তো সাফল্য নেই। যদি দল ধরে রাখতে পারে টানা কয়েক বছর, তাহলে হয়তো ছবিটা পাল্টাতে পারে।’ বাগান অধিনায়কের কথা কি আদৌ শুনলেন ইস্টবেঙ্গল কর্তারা? টানা ৭টা ডার্বি জয়ের অধিনায়ক প্রীতম। কলকাতা ময়দানে যে রেকর্ড বিরল। অভিনব কৃতিত্বের দিনেও প্রীতমের গলায় টিম এটিকে মোহনবাগানের কথা। সতীর্থদের পুরো মাত্রায় কৃতিত্ব দিলেন বাগান অধিনায়ক। একই সঙ্গে সংযত বাগান ডিফেন্ডার। ৪ তারিখ ঘরের মাঠে প্লে অফ ম্যাচে ওড়িশার সামনে মোহনবাগান। তাই লক্ষ্য স্থির রাখছেন। সমর্থকদেরও ধৈর্য্য ধরতে বলছেন বাগান অধিনায়ক। লিগ শিল্ড হাতছাড়া হলেও, আইএসএলের খেতাব জিততে ফোকাসড মোহনবাগান দল।
টানা ডার্বি জয়ের নজির গড়ে চলেছেন বাগান কোচ হুয়ান ফেরান্দোও। যদিও ডার্বি জেতার যাবতীয় কৃতিত্ব দিচ্ছেন ফুটবলারদের। স্কোয়াডে দুই বিদেশি ছাড়াও যে ভাবে ডার্বি জিতলেন ফেরান্দো, তা অবশ্যই প্রশংসনীয়। বড় ম্যাচ জেতার পর চওড়া হাসি নিয়ে হোটেলে ফিরলেন হুগো বোমাস, স্লাভকো দামিয়ানোভিচ, দিমিত্রি পেত্রাতোসরা।
ম্যাচ শেষে ভাঙা ভাঙা ইংরেজিতে সার্বিয়ান ডিফেন্ডার স্লাভকো বললেন, ‘এই রকম পরিবেশে খেলে এবং গোল করতে পেরে বেশ ভালো লাগছে। এই জয় সমর্থকদের উপহার দিতে চাই। ভারতে আসার পর বড় ম্যাচের আগে সে ভাবে ম্যাচ খেলার সুযোগ না পেলেও, ডার্বিতে নামার জন্য মুখিয়ে ছিলাম। ওদের আক্রমণকে রোখাই ছিল আমার আসল কাজ। গোল করে দলকে জেতাতে পেরে অবশ্যই ভালো লাগছে।’