Mohun Bagan: লিগের গুরুত্বপূর্ণ সময়ে আচমকাই মোহনবাগানের চিন্তা বাড়ালেন কোচ হাবাস

ISL 2023-24, Mohun Bagan Super Giant: জাতীয় দল থেকে ফিরে দু'দিন আগেই বাগান দলে যোগ দিয়েছেন মনবীর, লিস্টনরা। আফগানিস্তান ম্যাচের হারের রেশ এখনও আছে সেই ফুটবলারদের মধ্যে। দীপক টাংরি যদিও বলছেন, দুটো ক্ষেত্র সম্পূর্ণ আলাদা। চোটের জন্য চেন্নাই ম্যাচে নেই সাহাল আব্দুল সামাদ। এমনকি বাগানের নির্ভরযোগ্য মিডফিল্ডার জনি কাউকোকে পাওয়া নিয়েও রয়েছে সংশয়।

Mohun Bagan: লিগের গুরুত্বপূর্ণ সময়ে আচমকাই মোহনবাগানের চিন্তা বাড়ালেন কোচ হাবাস
Image Credit source: X
Follow Us:
| Edited By: | Updated on: Mar 31, 2024 | 6:00 AM

কলকাতা: ১৮ দিনের ব্যবধানে আবার মাঠে নামছে মোহনবাগান। রবিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে বাগানের প্রতিপক্ষ চেন্নায়িন এফসি। ওয়েন কলের দল লিগ টেবিলের এগারো নম্বরে। ১৮ ম্যাচে চেন্নাইয়ের ঝুলিতে ১৮ পয়েন্ট। সমসংখ্যক ম্যাচে ৩৯ পয়েন্ট সংগ্রহ করে দুই নম্বরে মোহনবাগান। এক ম্যাচ বেশি খেলে ৪১ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে মুম্বই। রবিবার জিতলেই আবার টেবিলের শীর্ষে পৌঁছে যাবে মোহনবাগান। সব দিক থেকে রবিবারের এই ম্যাচ সবুজ-মেরুনের কাছে বেশ গুরুত্বপূর্ণ। ঘরের মাঠে কোনও ভাবেই পয়েন্ট নষ্ট করতে চায় না বাগান। কিন্তু তার আগে খানিকটা হলেও চাপে টিম। কোথায় গেলেন হাবাস?

জাতীয় দল থেকে ফিরে দু’দিন আগেই বাগান দলে যোগ দিয়েছেন মনবীর, লিস্টনরা। আফগানিস্তান ম্যাচের হারের রেশ এখনও আছে সেই ফুটবলারদের মধ্যে। দীপক টাংরি যদিও বলছেন, দুটো ক্ষেত্র সম্পূর্ণ আলাদা। চোটের জন্য চেন্নাই ম্যাচে নেই সাহাল আব্দুল সামাদ। এমনকি বাগানের নির্ভরযোগ্য মিডফিল্ডার জনি কাউকোকে পাওয়া নিয়েও রয়েছে সংশয়। টিম ম্যানেজমেন্ট ম্যাচের দিন সকালে কাউকোকে দেখার কথা বললেও ইউরো কাপারকে নিয়ে সংশয় রয়েই গেছে।

এ দিকে, মোহনবাগানের চিন্তা বাড়ালেন কোচ আন্তোনিও লোপেজ হাবাস। অনুশীলনে গরহাজির স্প্যানিশ কোচ। দুদিন ধরেই তাঁকে অনুশীলনে দেখা যাচ্ছে না। হঠাৎ করে গরম পড়ে যাওয়ায় শরীর খারাপ হয়েছে বাগান কোচের। টিম ম্যানেজমেন্টের তরফ থেকে যদিও জানানো হয়, ম্যাচের দিন ডাগ আউটে থাকবেন হাবাস।