Mohun Bagan: ডার্বির আগে জয়ে ফিরতে মরিয়া মোহনবাগান

কৌস্তভ গঙ্গোপাধ্যায় | Edited By: দীপঙ্কর ঘোষাল

Jul 05, 2024 | 8:51 PM

Mohun Bagan CFL 2024: রেনবোর বিরুদ্ধে প্রথম একাদশে বদল আনতে পারেন বাগান কোচ। ভবানীপুরের বিরুদ্ধে বাগানের সাপ্লাই লাইন বন্ধ করে দেন সৈয়দ রমন। সেই স্ট্র্যাটেজি দেখেই বাগানকে রোখার ছক কষছে রেনবো। মোহনবাগানের কোচ ডেগি কার্ডোজোও প্রথম জয়ের মুখ দেখতে চান।

Mohun Bagan: ডার্বির আগে জয়ে ফিরতে মরিয়া মোহনবাগান
Image Credit source: X

Follow Us

কলকাতা: ঘরোয়া লিগের প্রথম ম্যাচেই আটকে গিয়েছে মোহনবাগান। ভবানীপুরের কাছে আটকে যায় সবুজ-মেরুন শিবির। নতুন কোচ ডেগি কার্ডোজোর অধীনে শুরুটা ভালো হয়নি মোহনবাগানের। শনিবার ব্যারাকপুরের বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় স্টেডিয়ামে আবার মাঠে নামছে গঙ্গাপারের ক্লাব। মোহনবাগানের প্রতিপক্ষ রেনবো এফসি। বিপক্ষ রেনবোও লিগের শুরুটা ভালো করেনি। দুই ম্যাচে এক পয়েন্ট নিয়ে দশ নম্বরে আছে রেনবো। ১৩ জুলাই কলকাতা লিগের বড় ম্যাচ। ডার্বির আগে জয়ে ফিরতে মুখিয়ে মোহনবাগান।

রেনবোর বিরুদ্ধে প্রথম একাদশে বদল আনতে পারেন বাগান কোচ। ভবানীপুরের বিরুদ্ধে বাগানের সাপ্লাই লাইন বন্ধ করে দেন সৈয়দ রমন। সেই স্ট্র্যাটেজি দেখেই বাগানকে রোখার ছক কষছে রেনবো। মোহনবাগানের কোচ ডেগি কার্ডোজোও প্রথম জয়ের মুখ দেখতে চান। রেনবোর বিরুদ্ধে মাঠে নামার আগে তিনি বলছেন, ‘আমাদের প্রথম ম্যাচ ভালো হয়নি। ছেলেদের মধ্যে সেভাবে বোঝাপড়ে গড়ে না ওঠায় সমস্যা হয়েছিল। আমি যে ফর্মেশনে খেলিয়ে অভ্যস্ত, সেটায় এখনও মানিয়ে নিতে পারেনি ছেলেরা। কিছুটা সময় দরকার। এখন দল অনেকটা উন্নতি করেছে। রেনবোর বিরুদ্ধে মাঠে নামার জন্য আমরা পুরোদমে প্রস্তুত।’

এরই সঙ্গে কার্ডোজো বলেন, ‘লিগে রেনবোর দুটো ম্যাচই দেখেছি। বেশ কয়েকজন অভিজ্ঞ ফুটবলার আছে ওই দলে। তবে আমার ছেলেরাও তৈরি। বাগান জার্সিতে যারা খেলছে তারা সবাই নিজেদের প্রমাণ করতে চায়। বিপক্ষকে হালকা ভাবে দেখছি না। আমরা নিজেদের সেরাটা দিতে তৈরি।’ বড় ম্যাচের আগে রেনবোর বিরুদ্ধে জয় তুলে নিয়ে দলের আত্মবিশ্বাস বাড়িয়ে রাখতে চান কার্ডোজো। তিনি বলছেন, ‘আমার কাছে সব ম্যাচই ভীষণ গুরুত্বপূর্ণ। আপাতত রেনবো ম্যাচেই ফোকাস করছি। এরপর ডার্বির জন্য হাতে বেশ কয়েকদিন সময় পাব।’

চোট সারিয়ে অনেকটাই ফিট অভিষেক সূর্যবংশী। শনিবার তাঁর খেলার সম্ভাবনা প্রবল। এদিকে দীপেন্দু বিশ্বাসকে নিয়ে এখনও অস্বস্তি রয়েছে বাগান শিবিরে। রিহ্যাবে আছেন তিনি। মেডিক্যাল টিমের সবুজ সংকেত পেলেই দীপেন্দুকে মাঠে নামাবেন কার্ডোজো।

Next Article