Mohun Bagan: সবুজ মেরুনে ফের কোচ বদল! নতুন মরসুমে দেখা যাবে আইএসএল জয়ী প্রাক্তনকেই

Mohun Bagan New Coach: মরসুমের শুরুতেই ডুরান্ড কাপ জিতেছিল ফেরান্দোর টিম। যদিও পারফরম্যান্সে ক্রমশ অবনতি হতে থাকে। হুয়ান ফেরান্দোকে সরিয়ে আন্তোনিও লোপেজ হাবাসকে দায়িত্ব দেওয়া হয়। কলিঙ্গ সুপার কাপেও ভালো পারফর্ম করতে পারেনি মোহনবাগান। যদিও হাবাসের কোচিংয়ে লিগ শিল্ড জেতে।

Mohun Bagan: সবুজ মেরুনে ফের কোচ বদল! নতুন মরসুমে দেখা যাবে আইএসএল জয়ী প্রাক্তনকেই
Image Credit source: ISL
Follow Us:
| Edited By: | Updated on: Jun 11, 2024 | 7:28 PM

ইন্ডিয়ান সুপার লিগের ইতিহাসে প্রথম বার লিগ শিল্ড জিতেছে মোহনবাগান। গত মরসুমে টার্গেট ছিল এএফসি কাপে দুর্দান্ত পারফর্ম করা। হুয়ান ফেরান্দোর কোচিংয়ে শুরুটা ভালো হলেও এএফসি কাপের গ্রুপ পর্বেই ছিটকে গিয়েছিল সবুজ মেরুন। মরসুমের শুরুতেই ডুরান্ড কাপ জিতেছিল ফেরান্দোর টিম। যদিও পারফরম্যান্সে ক্রমশ অবনতি হতে থাকে। হুয়ান ফেরান্দোকে সরিয়ে আন্তোনিও লোপেজ হাবাসকে দায়িত্ব দেওয়া হয়। কলিঙ্গ সুপার কাপেও ভালো পারফর্ম করতে পারেনি মোহনবাগান। যদিও হাবাসের কোচিংয়ে লিগ শিল্ড জেতে। আইএসএল নকআউট ট্রফি অবশ্য ধরে রাখতে পারেনি সবুজ মেরুন। নতুন মরসুমে ফিরছেন হোসে মোলিনা।

ইন্ডিয়ান সুপার লিগে অতীতেও কোচিং করিয়েছেন হোসে মোলিনা। কলকাতার এই টিমকেই কোচিং করিয়েছিলেন। যদিও সে সময় মোহনবাগানের সঙ্গে যুক্ত ছিল না। এটিকের কোচ ছিলেন মোলিনা। তাঁর কোচিংয়ে আইএসএল চ্যাম্পিয়নও হয়েছিল এটিকে। কলকাতায় এ বার মোহনবাগান সুপার জায়ান্টসের দায়িত্বে।

স্প্যানিশ ফুটবল সংস্থার টেকনিক্যাল ডিরেক্টরও ছিলেন মোহনবাগান সুপার জায়ান্ট দলের নতুন কোচ হোসে মোলিনা। সবুজ মেরুনের দায়িত্ব নিয়ে স্প্যানিশ কোচ বলেন, ‘মোহনবাগান সুপার জায়ান্ট দলের মতো ঐতিহ্যশালী ক্লাবের কোচ হতে পেরে সম্মানিত। চেষ্টা করব ক্লাবকে আরও বেশি সাফল্য দেওয়ার।’