Mohun Bagan: লিগ শিল্ডের ম্যাচে মোহনবাগানের ভরসা হাবাসের ‘মগজাস্ত্র’

ISL 2023-24, Mohun Bagan Super Giant vs Mumbai City FC: ঘরের মাঠে বিপুল সমর্থন। মোহনবাগান সমর্থকদের বাড়তি তাগিদ। পয়েন্ট টেবলের যা পরিস্থিতি, মোহনবাগান বনাম মুম্বই ম্যাচকে লিগ শিল্ডের 'ভার্চুয়াল' ফাইনাল বলাই যায়। তবে মোহনবাগানের কাছে জয় ছাড়া বিকল্প নেই। জিতলেই লিগ শিল্ড। পরবর্তী লক্ষ্য দাঁড়াবে আইএসএল খেতাব ধরে রাখা। এই ম্যাচের গুরুত্ব কতটা, প্লেয়াররা খুব ভালো ভাবেই জানে।

Mohun Bagan: লিগ শিল্ডের ম্যাচে মোহনবাগানের ভরসা হাবাসের 'মগজাস্ত্র'
Image Credit source: X
Follow Us:
| Edited By: | Updated on: Apr 15, 2024 | 9:00 AM

কলকাতা: ইন্ডিয়ান সুপার লিগে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মোহনবাগান। এ বারও দুর্দান্ত শুরু হয়েছিল। মাঝ পথে খেই হারিয়েছিল সবুজ মেরুন। কোচও বদল হয়েছে। দুর্দান্ত ভাবে ঘুরে দাঁড়িয়েছে মোহনবাগান। এখন জোড়া লক্ষ্য মোহনবাগানের সামনে। প্রথমত, লিগ শিল্ড জয়, দ্বিতীয়ত ট্রফি ধরে রাখা। আপাতত আজকের ম্যাচেই নজর। গত মরসুমে ইন্ডিয়ান সুপার লিগ চ্যাম্পিয়ন হলেও লিগ শিল্ড জিততে পারেনি মোহনবাগান।

ঘরের মাঠে বিপুল সমর্থন। মোহনবাগান সমর্থকদের বাড়তি তাগিদ। পয়েন্ট টেবলের যা পরিস্থিতি, মোহনবাগান বনাম মুম্বই ম্যাচকে লিগ শিল্ডের ‘ভার্চুয়াল’ ফাইনাল বলাই যায়। তবে মোহনবাগানের কাছে জয় ছাড়া বিকল্প নেই। জিতলেই লিগ শিল্ড। পরবর্তী লক্ষ্য দাঁড়াবে আইএসএল খেতাব ধরে রাখা। এই ম্যাচের গুরুত্ব কতটা, প্লেয়াররা খুব ভালো ভাবেই জানে। যত বার পিছিয়ে পড়েছে, দুর্দান্ত ভাবে ঘুরে দাঁড়িয়েছে। এ বারও প্রস্তুত।

কোচ আন্তোনিও হাবাসের শারীরীক অসুস্থতায় কিছুটা সমস্যায় পড়েছিল মোহনবাগান। কোচ অনুশীলনে ফিরেছেন। গত ম্যাচগুলিতে বেঞ্চে না থাকলেও হাবাসের পরামর্শ মতোই খেলিয়েছেন সহকারী কোচ। এই ম্যাচের আগে হাবাস অনুশীলনে থাকলেও বেঞ্চে থাকবেন কিনা নিশ্চিত নয়। তাঁর সহকারী কোচ ম্যানুয়েল পেরেজ যেমন বলছেন, ‘হাবাস ডাগ আউটে থাকুন কি না থাকুন, তাঁর মস্তিষ্ক সব সময় সঙ্গে থাকে। ওনার ট্যাকটিক্সেই খেলা হবে। ঘরের মাঠে আমরাই ফেভারিট। ৬০ হাজার দর্শক আমাদের সমর্থনে থাকবে। এটা অবশ্যই অ্যাডভান্টেজ।’

টিমের অন্যতম ভরসা জনি কাউকো উত্তেজিত এই ম্যাচ নিয়ে। পরিষ্কার বলছেন, ‘আমরা হাবাসের জন্যই জিততে চাই। ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে চাই। জয়ের ব্যাপারে আমরা আত্মবিশ্বাসী।’ মাঠেও এই আত্মবিশ্বাস কাজে লাগাতে মরিয়া মোহনবাগান।