Mohun Bagan: ডুরান্ডে আজ টেবল টপারের লড়াই, মোহনবাগানের সামনে চ্যালেঞ্জ
Durand Cup 2025: গ্রুপে নিজেদের প্রথম দুটি ম্যাচেই জিতেছে মোহনবাগান ও ডায়মন্ডহারবার এফসি। মোহনবাগানের থেকে এই পারফরম্যান্স অপ্রত্যাশিত নয়। কিন্তু তাক লাগিয়ে দিয়েছে ডায়মন্ডহারবার এফসি।

ডুরান্ড কাপে আজ টেবল টপারের লড়াই। একই গ্রুপে রয়েছে মোহনবাগান, মহমেডান ও ডায়মন্ডহারবার এফসি। তিন শক্তিশালী দলের মধ্যে প্রথম দু-দলের ঐতিহ্য অনেক বেশি। কিন্তু মহমেডান স্পোর্টিংয়ের ইতিমধ্যেই বিদায় হয়ে গিয়েছে। গ্রুপে নিজেদের প্রথম দুটি ম্যাচেই জিতেছে মোহনবাগান ও ডায়মন্ডহারবার এফসি। মোহনবাগানের থেকে এই পারফরম্যান্স অপ্রত্যাশিত নয়। কিন্তু তাক লাগিয়ে দিয়েছে ডায়মন্ডহারবার এফসি।
এ বারই প্রথম ডুরান্ড কাপে অংশ নিয়েছে কলকাতার অন্যতম ক্লাব ডায়মন্ডহারবার এফসি। দু-ম্যাচেই বিশাল ব্যবধানে জিতেছে তারা। গোল খেয়েছে মাত্র দুটি। গোল করেছে ১০টি। সুতরাং তাদের হেলাফেলা করার কোনও জায়গা নেই। ডায়মন্ডহারের আক্রমণ ভাগ যেমন শক্তিশালী তেমনই বলা ভালো কমপ্লিট পারফরম্যান্স করছে। অন্য দিকে, সবচেয়ে বেশি বার ডুরান্ড কাপ জেতা মোহবাগানও দুরন্ত ছন্দে।
কলকাতা মিনি ডার্বিতে মহমেডানের বিরুদ্ধে জিতেই অভিযান শুরু করেছিল মোহনবাগান। দ্বিতীয় ম্যাচেও তারা বড় ব্য়বধানে জিতেছে। দু-ম্যাচেই জোড়া গোল করেছেন লিস্টন কোলাসো। চোট সারিয়ে দীর্ঘ দিন পর মাঠে ফিরেই গোল করেছিলেন মনবীর সিং। হেড কোচ হোসে মোলিনার পাশাপাশি বিদেশি তারকাদের অনেকেই যোগ দিয়েছেন। আজ যে জিতবে কোয়ার্টার ফাইনাল নিয়ে কোনও সন্দেহ নেই। হারলেও অবশ্য কোয়ার্টার ফাইনাল কার্যত নিশ্চিত বলা যায়। ডায়মন্ডহারবার এফসির ক্ষেত্রে ড্র করলেও গ্রুপ সেরা হয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেবে। দু-দল যে ছন্দে রয়েছে, যুবভারতী ক্রীড়াঙ্গনে রোমাঞ্চকর লড়াইয়ের অপেক্ষা।
মোহনবাগান বনাম ডায়মন্ডহারবার এফসি, সন্ধে ৭টা, সোনি স্পোর্টসে সম্প্রচার, সোনি লিভে লাইভ স্ট্রিমিং
