Mohun Bagan: দশ মিনিটেই ঝলক রবসনের, রক্ষণে ভরসা দিলেন মেহতাব
Mohun Bagan Footballer Robson: এক সপ্তাহ বাদে গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে নামবে হোসে মোলিনার দল। তার আগে এফসি গোয়ার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলে ফেলল মোহনবাগান। এসিএল-২ তে খেলবে গোয়াও। কিশোরভারতী স্টেডিয়ামে ক্লোজড ডোর অনুশীলন ম্যাচ খেলে দুই দল।

কলকাতা: মঙ্গলবার এএফসি চ্যাম্পিয়ন্স লিগ-২ অভিযান শুরু করবে মোহনবাগান। যুবভারতী ক্রীড়াঙ্গনে সবুজ-মেরুনের প্রতিপক্ষ তুর্কমেনিস্তানের ক্লাবে আহাল ফুটবল ক্লাব। ফিফা ক্রমতালিকায় ভারতের চেয়ে পিছনেই আছে তুর্কমেনিস্তান। এক সপ্তাহ বাদে গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে নামবে হোসে মোলিনার দল। তার আগে এফসি গোয়ার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলে ফেলল মোহনবাগান। এসিএল-২ তে খেলবে গোয়াও। কিশোরভারতী স্টেডিয়ামে ক্লোজড ডোর অনুশীলন ম্যাচ খেলে দুই দল।
অনুশীলন ম্যাচে রিজার্ভ বেঞ্চকে এদিন পরখ করে নিলেন মোহনবাগান কোচ। কিয়ান নাসিরি, অভিষেক সূর্যবংশী, সুহেল ভাট- ঘুরিয়ে ফিরিয়ে প্রত্যেককেই খেলিয়ে দেখে নিলেন। আলবার্তো রডরিগেজ আর মনবীর সিংকে খেলাননি। চোটমুক্ত হয়ে এদিন মাঠে নামলেন শুভাশিস বসু। দীপেন্দু বিশ্বাসকেও খেলালেন মোলিনা। রক্ষণে টম অলড্রেডের সঙ্গে জুটি বেঁধেছিলেন মেহতাব সিং। অভিষেক টেকচাম, দীপক টাঙরি, আপুইয়া, লিস্টন কোলাসো,সাহাল খেললেন প্রথম থেকে। শুরু থেকে আক্রমণে খেললেন জেসন কামিংস। ম্যাচ শেষ হওয়ার ১০ মিনিট আগে বাকি তিন বিদেশি দিমিত্রি পেত্রাতোস, জেমি ম্যাকলারেন আর রবসন রোবিনহোকে মাঠে নামান মোলিনা। মোহনবাগান আর গোয়ার প্রস্তুতি ম্যাচ অবশ্য শেষ হয় গোলশূন্য ভাবে।
এখনও পুরোপুরি ফিট নন রবসন। তবে ১০ মিনিট ঝলক দেখালেন ব্রাজিলিয়ান তারকা। তাঁকে ঘিরে স্বপ্ন দেখছে সবুজ-মেরুন জনতা। মাঝমাঠ থেকে একার কৃতিত্বে বল নিয়ে গোলের ঠিকানা লেখা পাস বাড়িয়েছিলেন সুহেল ভাটকে। যদিও সেখান থেকে আর গোল হয়নি। বাগান রক্ষণকে এদিন ভরসা দিলেন মেহতাব সিং। প্রস্তুতি ম্যাচ হওয়ায় যদিও দুই দলই সতর্কতামূলক পদক্ষেপ নিয়েই খেলছিল। মূলত দলের ফিটনেস লেভেল ঝালিয়ে নিলেন মোলিনা।
এসিএল-২ অভিযান শুরু করতে এখনও হাতে ৭দিন সময় রয়েছে। তার আগে ফুটবলারদের আরও ফিক করে তোলাই লক্ষ্য বাগানের স্প্যানিশ কোচের।
