East Bengal FC: মাইলফলকের ম্যাচ, ঘরের মাঠেও ইস্টবেঙ্গলের মিশন ইমপসিবল
ISL 2022-23 : আইএসএলে চার বার মুখোমুখি হয়েছে ইস্টবেঙ্গল-মুম্বই সিটি এফসি। তিন বার জিতেছে মুম্বই। একবার ড্র। তবে ইস্টবেঙ্গল শিবিরে কিছুটা আত্মবিশ্বাসের জায়গা, এ বারের ডুরান্ড কাপের ফল। ডুরান্ডে মুম্বইকে ৪-৩ ব্য়বধানে হারিয়েছে ইস্টবেঙ্গল। তবে সে সময় মরসুমের শুরু ছিল। এখন মুম্বই অনেক গোছানো দল।
কলকাতা : ধারাবাহিকতার অভাবে ভুগছে ইস্টবেঙ্গল। মরসুমের শুরু থেকেই চলছে। ইন্ডিয়ান সুপার লিগেও সেই ধারা বজায় রয়েছে। আইএসএলে এ মরসুমে ৯ ম্যাচ খেলে মাত্র ৬ পয়েন্ট লাল-হলুদের। আজ মাইলফলকের ম্যাচে নামছে ইস্টবেঙ্গল। আইএসএলে ৫০তম ম্যাচ খেলতে চলেছে তারা। প্রতিপক্ষ মুম্বই সিটি এফসি। কলকাতার দুই প্রধানের কাছেই কঠিন প্রতিপক্ষ মুম্বই। যুবভারতী ক্রীড়াঙ্গনে মাইলফলকের ম্যাচে কার্যত মিশন ইমপসিবল-এ নামছে ইস্টবেঙ্গল। এক দিকে, ধারাবাহিকতার অভাব। অন্য দিকে, মুম্বই সিটি এফসির বিরুদ্ধে পরিসংখ্য়ান। ম্যাচ প্রিভিউ TV9Bangla-য়।
আইএসএল মরসুমের প্রায় মাঝপথে। ঘরের মাঠে এখনও অবধি তিন ম্যাচ খেলেছে। এর মধ্যে তিনটিই হার। গোল করেছে মাত্র তিনটি গোল। সাত গোল খেয়েছে লাল-হলুদ শিবির। গত ম্য়াচে হায়দরাবাদের বিরুদ্ধে ০-২ ব্য়বধানে হার। ক্লেটন সিলভা শুরুর দিকে সে ভাবে সাফল্য় না পেলেও ক্রমশ দায়িত্ব নিচ্ছেন। তবে একার দক্ষতায় ধারাবাহিকতা ধরে রাখা কঠিন। ৯ ম্যাচে পাঁচ গোল করেছেন ক্লেটন। তাঁকে দারুণ সহযোগিতা করেছেন নাওরেম মহেশ। ইস্টবেঙ্গলের গোলের ক্ষেত্রে বড় ভূমিকা নিয়েছেন নাওরেম। মুম্বই এফসি ম্যাচ প্রসঙ্গে ইস্টবেঙ্গল কোচ স্টিফেন কনস্ট্যান্টাইন বলছেন, ‘ওরা খুবই শক্তিশালী দল। ভালো ছন্দে রয়েছে। অন্যান্য দলের বিরুদ্ধে যেমন লড়াই করি, এই ম্যাচেও করব। আমার মনে হয় না, লিগে কোনও দল আমাদের এক তরফা হারিয়েছে। আমাদের ভাগ্য সঙ্গ দেয়নি। কিছু ম্যাচে ছোট্ট ভুলের খেসারত দিয়েছি। আশা করি, আমরা প্রতিনিয়ত উন্নতি করব।’
এ বারের মরসুমে একমাত্র অপরাজিত দল মুম্বই সিটি এফসি। ৯ ম্যাচের মধ্যে ৬টি জয়, তিনটি ড্র। অ্যাওয়ে ম্যাচে অনবদ্য ট্র্য়াক রেকর্ড। চারটি অ্যাওয়ে ম্যাচের মধ্যে তিনটি জয় এবং একটি ড্র। গত ম্যাচের মাঝে অনেকটা গ্য়াপ থাকায় তরতাজা হয়ে নামছেন মুম্বই ফুটবলাররা। মুম্বই সিটি এফসি কোচ ডেস বাকিংহ্য়াম বলছেন, ‘স্টিফেন কনস্ট্যান্টাইন খুবই ভালো কোচ। ভারতে কোচিং করানোর দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। সকলের মধ্যে সেরাটা বের করে নিতে পারেন। এখনও অবধি ওরা খুবই ভালো খেলছে। আমাদের কাছে কঠিন পরীক্ষা হতে চলেছে। সর্বস্ব দিয়ে লড়াই করতে হবে। তিন পয়েন্টের লক্ষ্য নিয়ে এসেছি, সেই লক্ষ্য়ই পূরণ করতে চাই।’
আইএসএলে চার বার মুখোমুখি হয়েছে ইস্টবেঙ্গল-মুম্বই সিটি এফসি। তিন বার জিতেছে মুম্বই। একবার ড্র। তবে ইস্টবেঙ্গল শিবিরে কিছুটা আত্মবিশ্বাসের জায়গা, এ বারের ডুরান্ড কাপের ফল। ডুরান্ডে মুম্বইকে ৪-৩ ব্য়বধানে হারিয়েছে ইস্টবেঙ্গল। তবে সে সময় মরসুমের শুরু ছিল। এখন মুম্বই অনেক গোছানো দল।