ব্রাজিল-২ : প্যারাগুয়ে-০
(নেইমার ৪, লুকাস পাকুয়েতা ৯০+৩)
কোপা আমেরিকা আয়োজন নিয়ে নানা বিতর্কের মধ্যে দিয়ে যাচ্ছে ব্রাজিল (Brazil)। কিন্তু তার বিন্দুমাত্র ছাপ পড়েনি নেইমারদের খেলায়। বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের (World Cup Qualifier) ম্যাচে প্যারাগুয়েকে (Paraguay) ২-০ গোলে হারাল ব্রাজিল। শুরুতে নেইমারের (Neymar) গোল ও ম্যাচের শেষের দিকে লুকাস পাকুয়েতার (Lucas Paqueta) গোলে ভর করেই এ দিনের ম্যাচ জিতেছে ব্রাজিল। বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে এই নিয়ে টানা ছয় ম্যাচ জিতল ব্রাজিল।
ACABOU! Com gols de Neymar Jr. e Paquetá, #SeleçãoBrasileira derruba jejum histórico em vence o Paraguai fora de casa. Mais um passo dado rumo à Copa do Mundo!
?? 2×0 ?? | #BRAxPAR #Eliminatorias
Foto: @lucasfigfoto / CBF pic.twitter.com/t5CkbHzZ5h
— CBF Futebol (@CBF_Futebol) June 9, 2021
১৯৮৫ সালের পর থেকে ব্রাজিল ঘরের মাঠের বাইরে প্যারাগুয়েকে হারাতে পারেনি। তবে এ দিনের ম্যাচের ভাগ্য যেন শুরুর চার মিনিটেই বদলে দেন পিএসজির স্ট্রাইকার। ব্রাজিলের হয়ে নেইমার প্রথম গোলটি করেন যখন ম্যাচের বয়স মাত্র ৪ মিনিট। গ্যাব্রিয়েল জেসুসের ক্রস পেয়ে ৮ মিটার দূর থেকেই বল জালে জড়ান নেইমার। তবে প্যারাগুয়ে গোল খেয়েও থেমে থাকেনি। লড়াই চালিয়ে গিয়েছিল বেরিজোর ছেলেরা। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে ব্রাজিলের ব্যবধান বাড়ানোর সুযোগ তৈরি হয়েছিল। কিন্তু ব্রাজিলের রিচার্লসনের গোল অফসাইডের কারণে বাতিল হয়ে যায়।
দ্বিতীয়ার্ধেও হাড্ডাহাড্ডি লড়াই চলে দুই দলের মধ্যে। কিন্তু প্যারাগুয়ে খাতা খুলতে ব্যর্থ হয়। অতিরিক্ত সময়ে নেইমারের পাস থেকে ব্রাজিলের হয়ে জয় নিশ্চিত করেন লুকাস পাকুয়েতা।
Nice finish from Lucas Paquetá for Brazil's second goal vs Paraguay in World Cup qualifying last night. Neymar with the assist ??⚽️ pic.twitter.com/fXcjCvI7Fw
— James Nalton (@JDNalton) June 9, 2021
এ দিনের ম্যাচে নীল জার্সি পরে খেলতে নেমেছিলেন নেইমাররা। ব্রাজিলের জার্সিতে ১০৫ ম্যাচে ৬৬ গোল করে ফেললেন নেইমার। এই ম্যাচে যেন ইকুয়েডরের ম্যাচের পুনরাবৃত্তি দেখা গেল। সেই ম্যাচেও নেইমার এক গোল করে ও এক গোল করিয়ে দলকে জিতিয়েছিলেন। প্যারাগুয়ের বিরুদ্ধেও সেই একই নেইমারকে দেখা গেল। ছয় ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে লিগ তালিকার শীর্ষে রইল ব্রাজিল। সমসংখ্যক ম্যাচ খেলে দু’নম্বরে থাকা আর্জেন্তিনার পয়েন্ট ১২।
আরও পড়ুন: ফরাসি ওপেনের সেমিফাইনালে সিসিপাস