Mohun Bagan Election: মনোনয়ন প্রত্যাহারে বিরোধীশূন্য মোহনবাগান

TV9 Bangla Digital | Edited By: কৌস্তভ গঙ্গোপাধ্যায়

Mar 22, 2022 | 1:15 PM

মনোনয়ন প্রত্যাহারের কারণ অবশ্য জানাননি বিরোধী গোষ্ঠীর সেই কর্তা। তবে মনোনয়ন প্রত্যাহার করার সিদ্ধান্ত স্বীকার করেন তিনি। কয়েকদিন আগেই শাসক গোষ্ঠীর বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন সেই কর্তা।

Mohun Bagan Election: মনোনয়ন প্রত্যাহারে বিরোধীশূন্য মোহনবাগান
নতুন কমিটির হাত ধরে পথ চলা শুরু বাগানের। ছবি: টুইটার

Follow Us

কলকাতা: ইলেকশন নয়, সিলেকশনই হচ্ছে মোহনবাগানে (Mohun Bagan)। কার্যকরী কমিটিতে নির্বাচন হওয়ার সম্ভাবনা থাকলেও, তা আর হচ্ছে না। বিরোধী গোষ্ঠীর কর্তা মনোনয়ন প্রত্যাহার করার সিদ্ধান্ত নেওয়ায় আর কোনও ভাবেই গঙ্গাপারের ক্লাবে নির্বাচন হচ্ছে না। বিনা প্রতিদ্বন্দ্বিতায় ক্ষমতায় আসছেন দেবাশিস দত্তদের শাসক গোষ্ঠী। বিভাগীয় পদে বিরোধী গোষ্ঠীর কর্তা সুশীল বন্দ্যোপাধ্যায়ের মনোনয়ন আগেই বাতিল হয়েছিল। মনোনয়ন পত্রে ত্রুটি থাকায় তাঁর মনোনয়ন বাতিল করা হয়। কার্যকরী কমিটিতে দেবাশিস দত্তদের প্যানেলের বিরুদ্ধে মাত্র একটা নামই জমা পড়েছিল। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে বিরোধী গোষ্ঠীর সেই কর্তা নাম প্রত্যাহার করে নেওয়ায় নির্বাচনের আর কোনও রাস্তাই থাকল না। ফলে দেবাশিস দত্তদের পুরো ২২ জনের প্যানেলই বিনা প্রতিদ্বন্দ্বিতায় ক্ষমতায় আসছেন।

 

মনোনয়ন প্রত্যাহারের কারণ অবশ্য জানাননি বিরোধী গোষ্ঠীর সেই কর্তা। তবে মনোনয়ন প্রত্যাহার করার সিদ্ধান্ত স্বীকার করেন তিনি। কয়েকদিন আগেই শাসক গোষ্ঠীর বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন সেই কর্তা। তাঁর অভিযোগ ছিল, ‘মনোনয়ন প্রত্যাহারের জন্য আমাকে বারবার চাপ দেওয়া হয়। ফোন করে বিভিন্ন ভাবে অনেক কথা শোনায়। তবে আমি মনোনয়ন প্রত্যাহার করব না। আমি মনে করি, স্বচ্ছ ভাবে নির্বাচন হওয়া উচিত। আমার পরিবারও ভীত সন্ত্রস্ত। পুরো বিষয়টি নির্বাচনী বোর্ডের চেয়ারম্যানকে জানিয়েছি। ময়দান থানাকেও বিষয়টা অবগত করেছি।’ মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনেই সুর বদল সেই কর্তার।

 

কবে থেকে সরকারি ভাবে ক্ষমতায় আসবেন দেবাশিস দত্তরা, তা প্রাক্তন বিচারপতি অসীম কুমার রায়ের নেতৃত্বাধীন মোহনবাগানের নির্বাচনী বোর্ডই জানাবে। একনজরে দেখে নেওয়া যাক, মোহনবাগানের নতুন কমিটির তালিকা-

 

  • দেবাশিস দত্ত- সচিব
  • সত্যজিৎ চট্টোপাধ্যায়- সহসচিব
  • স্বপন বন্দ্যোপাধ্যায়- ফুটবল সচিব
  • মহেশ টেকরিওয়াল- ক্রিকেট সচিব
  • উত্তম সাহা- কোষাধ্যক্ষ
  • মুকুল সিনহা- অর্থসচিব
  • শুভাশিস পাল- হকি সচিব
  • সন্দীপন বন্দ্যোপাধ্যায়- টেনিস সচিব
  • তন্ময় চট্টোপাধ্যায়- মাঠ সচিব
  • দেবাশিস মিত্র- অ্যাথলেটিক সচিব
  • মানস ভট্টাচার্য- যুব ফুটবল সচিব

কার্যকরী কমিটি-

  • সম্রাট ভৌমিক
  • রঞ্জন বসু
  • সমীর চট্টোপাধ্যায়
  • পার্থজিৎ দাস
  • দেবাশিস চট্টোপাধ্যায়
  • চিন্ময় চট্টোপাধ্যায়
  • পিনাকি রঞ্জন দাস
  • দেবাশিস রায়
  • সোমেশ্বর বাগুই
  • দেবপ্রসাদ মুখোপাধ্যায়
  • সাত্যকি দে

 

আরও পড়ুন: IPL 2022: কেকেআরের বিরুদ্ধে প্রথম একাদশ বাছতে হিমশিম খাচ্ছেন ধোনি

Next Article
El Clasico: রিয়ালকে ঘরের মাঠে ৪-০ হারিয়ে নতুন যুগ শুরু বার্সেলোনার
East Bengal: সদ্য প্রয়াত ফুটবলার দেবজ্যোতি অভিনব ‘সম্মান’ ইস্টবেঙ্গলের