Kylian Mbappe: ‘ফ্রান্সের থেকে ভারতে বেশি জনপ্রিয়’, প্যারিসে গিয়ে এমবাপের প্রশংসায় নরেন্দ্র মোদী

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Jul 14, 2023 | 12:02 PM

Narendra Modi on Kylian Mbappe: দু'দিনের জন্য ফ্রান্স সফরে গিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে প্রবাসী ভারতীয়দের সামনে ফরাসি তারকা স্ট্রাইকার কিলিয়ান এমবাপেকে প্রশংসায় ভরিয়েছেন মোদী।

Kylian Mbappe: ফ্রান্সের থেকে ভারতে বেশি জনপ্রিয়, প্যারিসে গিয়ে এমবাপের প্রশংসায় নরেন্দ্র মোদী
Kylian Mbappe: 'ফ্রান্সের থেকে ভারতে বেশি জনপ্রিয়', প্যারিসে গিয়ে এমবাপের প্রশংসায় নরেন্দ্র মোদী

Follow Us

প্যারিস: দু’দিনের জন্য ফ্রান্স (France) সফরে গিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। প্যারিসে গিয়ে প্রবাসী ভারতীয়দের এক সম্মেলনে যোগ দিয়েছিলেন মোদী। সেখানে তিনি ফরাসি তারকা স্ট্রাইকার কিলিয়ান এমবাপেকে (Kylian Mbappe) প্রশংসায় ভরিয়েছেন। ওই সম্মেলনে ভারত-ফ্রান্সের দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে কথা বলার পাশাপাশি মোদী জানান ফ্রান্সের থেকে ভারতের মাটিতে এমবাপের জনপ্রিয়তা বেশি। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

ফরাসি তারকা কিলিয়ান এমবাপের ফ্যান ছড়িয়ে রয়েছে সারা বিশ্বে। বর্তমানে ফ্রান্সের জনপ্রিয় ফুটবলারদের মধ্যে অন্যতম হলেন কিলিয়ান এমবাপে। ফ্রান্স সফরে গিয়ে মোদী জানান, ভারতের ফুটবল প্রেমীদের মধ্যে এমবাপেকে নিয়ে কতটা উত্তেজনা রয়েছে। তিনি বলেন, ‘ভারতের যুব সম্প্রদায়ের মধ্যে ফরাসি ফুটবলার কিলিয়ান এমবাপে খুবই জনপ্রিয়। ফ্রান্সের থেকেও হয়তো এমবাপে ভারতে বেশি জনপ্রিয়।’ মোদীর এই কথা শোনার পর একসঙ্গে হাততালি দিয়ে ওঠেন সেই সম্মেলনে থাকা প্রবাসী ভারতীয়রা।

উল্লেখ্য, ২০১৮ সালে বিশ্বকাপ জিতেছিল ফ্রান্স। সেই দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন কিলিয়ান এমবাপে। চার বছর পর, ২০২২ সালের বিশ্বকাপে ফ্রান্স ফাইনালে উঠেছিল। লিওনেল মেসির আর্জেন্টিনার বিরুদ্ধে কাতার বিশ্বকাপের ফাইনালে হ্যাটট্রিক করেছিলেন এমবাপে। যদিও কাতার বিশ্বকাপ জিততে পারেনি এমবাপের দেশ। বর্তমানে প্যারিসের ক্লাব পিএসজির হয়ে খেলছেন এমবাপে। যদিও তাঁর পিএসজি ছাড়া নিয়ে নানা জল্পনা চলছে।

প্রসঙ্গত, আজ, শুক্রবার ১৪ জুলাই বাস্তিল দিবস। ফ্রান্সের জাতীয় দিবসের আগে সে দেশের জনগণকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী মোদী। প্যারিসে থাকা প্রবাসী ভারতীয়দের উদ্দেশে ভাষণ দিয়ে মোদী দুই দেশের বন্ধুত্বের কথা, দুই দেশের আমজনতার মেলবন্ধনের কথা তুলে ধরেছেন।

Next Article