POL vs ARG, Highlights: পোল্যান্ডকে ২-০ গোলে হারিয়ে শেষ-১৬তে আর্জেন্টিনা, জিতেও লাভ হল না মেক্সিকোর

| Edited By: | Updated on: Dec 01, 2022 | 3:09 AM

POL vs ARG, FIFA world Cup 2022 Live Score Updates: দেখুন ফিফা বিশ্বকাপ ২০২২, গ্রুপ সি-এর পোল্যান্ড বনাম আর্জেন্টিনা এবং সৌদি আরব বনাম মেক্সিকো, এই দুই ম্যাচের পুঙ্খানুপুঙ্খ লাইভ আপডেট।

POL vs ARG, Highlights: পোল্যান্ডকে ২-০ গোলে হারিয়ে শেষ-১৬তে আর্জেন্টিনা, জিতেও লাভ হল না মেক্সিকোর
আজ বিশ্বকাপে লিও মেসি বনাম লেওয়ানডস্কি

দোহা: কাতার বিশ্বকাপে (Qatar World Cup 2022) গ্রুপ সি-এর তৃতীয় ম্যাচে আজ একদিকে মুখোমুখি হয়েছিল পোল্যান্ড ও আর্জেন্টিনা (Poland vs Argentina)। একই সময়ে অন্য স্টেডিয়ামে সাক্ষাৎ হয়েছে মেক্সিকো ও সৌদি আরবের (Mexico vs Saudi Arabia)। স্টেডিয়াম ৯৭৪-এ পোল্যান্ডের বিরুদ্ধে নেমেছিল দু’বারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। অন্যদিকে লুসেইল স্টেডিয়ামে সি-গ্রুপের শেষ ম্যাচে নেমেছিল মেক্সিকো ও সৌদি আরব। পোল্যান্ডকে ২-০ গোলে হারিয়ে নক আউটে পৌঁছে গেল আর্জেন্টিনা। সি-গ্রুপের অপর ম্যাচে শেষ অবধি ২-১ গোলে জিতেছে মেক্সিকো। কিন্তু তার পরও মেক্সিকোর চলতি কাতার বিশ্বকাপের প্রি কোয়ার্টার ফাইনালে ওঠা হল না। কারণ, গোল ব্যবধানে এগিয়ে থেকে সি-গ্রুপের দ্বিতীয় দল হিসেবে আর্জেন্টিনার সঙ্গে শেষ-১৬-র যোগ্যতা অর্জন করল পোল্যান্ড।

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 01 Dec 2022 02:31 AM (IST)

    হেরেও শেষ-১৬-তে পোল্যান্ড

    আর্জেন্টিনার কাছে ২-০ ব্যবধানে সি-গ্রুপের শেষ ম্যাচে হেরেও প্রি-কোয়ার্টার ফাইনালে উঠল পোল্যান্ড। মেক্সিকো সৌদি আরবকে ২-১ গোলে হারিয়েছে। কিন্তু গোল ব্যবধানের কারণে, সি-গ্রুপ থেকে দ্বিতীয় দল হিসেবে পরের রাউন্ডে উঠল পোল্যান্ড।

  • 01 Dec 2022 02:28 AM (IST)

    গোওওলল..

    অ্যাডেড টাইমে মেক্সিকোকে ১ গোল শোধ করল সৌদি আরব।

  • 01 Dec 2022 02:26 AM (IST)

    শেষ-১৬-য় আর্জেন্টিনা

    পোল্যান্ডকে ২-০ গোলে হারিয়ে শেষ-১৬তে পৌঁছে গেল লিওনেল মেসির আর্জেন্টিনা।

  • 01 Dec 2022 02:21 AM (IST)

    পোল্যান্ড বনাম আর্জেন্টিনা ম্যাচে ৬ মিনিট অ্যাডেড টাইম

    ৯০ মিনিটে পোল্যান্ড বনাম আর্জেন্টিনা ম্যাচের স্কোরলাইন ২-০। ৬ মিনিটের অ্যাডেড টাইম দেওয়া হল

  • 01 Dec 2022 01:58 AM (IST)

    গোওওলল...

    পোল্যান্ড বনাম আর্জেন্টিনা

    ম্যাচের ৬৭ মিনিটের মাথায় এনজো ফার্নান্ডেজের পাস থেকে জুলিয়ান আলভারেজের গোলে ২-০ এগিয়ে গেল আর্জেন্টিনা

  • 01 Dec 2022 01:48 AM (IST)

    গোওওলল...

    মেক্সিকো-সৌদি আরব

    সৌদি আরবের বিরুদ্ধে ৫২ মিনিটের মাথায় সুইসের গোলে এগিয়ে গেল মেক্সিকো।

  • 01 Dec 2022 01:41 AM (IST)

    গোওওলল...

    মেক্সিকো-সৌদি আরব

    সৌদি আরবের বিরুদ্ধে ৪৭ মিনিটের মাথায় মন্টেসের পাস থেকে হেনরি মার্টিনের গোলে এগিয়ে গেল মেক্সিকো।

  • 01 Dec 2022 01:36 AM (IST)

    গোওওলল.....

    পোল্যান্ড বনাম আর্জেন্টিনা

    ৪৬ মিনিটের মাথায়, নহেল মোলিনার পাস থেকে দ্বিতীয়ার্ধের শুরুতেই আলেক্সিস ম্যাক আলিস্তারের গোলে এগিয়ে গেল আর্জেন্টিনা।

  • 01 Dec 2022 01:35 AM (IST)

    দ্বিতীয়ার্ধ শুরু

    পোল্যান্ড বনাম আর্জেন্টিনা ম্যাচের দ্বিতীয়ার্ধ শুরু হল। ফেল দুই দল নেমে পড়ল মাঠে।

  • 01 Dec 2022 01:33 AM (IST)

    দুরন্ত সেজনি

    প্রথমার্ধে পোলিশ দলের মূল নায়ক গোলকিপার ভয়চেক সেজনি।

  • 01 Dec 2022 01:19 AM (IST)

    সি-গ্রুপের দুই ম্যাচের প্রথমার্ধ শেষ

    • শেষ হল সি-গ্রুপের দুই ম্যাচের প্রথমার্ধ
    • গোলশূন্য অবস্থায় শেষ হয়েছে পোল্যান্ড-আর্জেন্টিনা ম্যাচ
    • ৩ মিনিট অ্যাডেড টাইম দেওয়া হয়েছিল
    • পোল্যান্ডের বিরুদ্ধে প্রথমার্ধে দাপট দেখা গিয়েছে আর্জেন্টিনার
    • একটি পেনাল্টি মিস করেছেন লিও মেসি
    • বেশ কয়েকটি দারুণ সেভ করেছেন পোলিশ গোলকিপার সেজনি
    • অন্যদিকে সৌদি-মেক্সিকো ম্যাচে ৬ মিনিট অ্যাডেড টাইম দেওয়া হয়েছিল
    • সেই ম্যাচের প্রথমার্ধও শেষ হল গোলশূন্য অবস্থায়
  • 01 Dec 2022 01:09 AM (IST)

    পেনাল্টি মিস মেসির

    ম্যাচের ৩৭ মিনিটের মাথায় পেনাল্টি মিস করলেন লিওনেল মেসি। পোল্যান্ডের গোলকিপার সেজনি দারুণ ভাবে মেসির ছোড়া বল আটকে দিলেন।

  • 01 Dec 2022 01:09 AM (IST)

    পেনাল্টি পেল আর্জেন্টিনা

    ভিএআরে চেক করার পর রেফারি পেনাল্টি দিলেন আর্জেন্টিনাকে।

  • 01 Dec 2022 01:00 AM (IST)

    পোল্যান্ডের ওপর চাপ বাড়াচ্ছে আর্জেন্টিনা

    ২৭ মিনিটের মাথায় অল্পের জন্য মার্কোস আকুনার শট গোলপোস্টের পাস দিয়ে চলে গেল। আক্রমণে আর্জেন্টিনা, রক্ষণ সামলাচ্ছে পোল্যান্ড। পোল্যান্ডের বক্সে একের পর এক আক্রমণ আর্জেন্টিনার। তবে গোলমুখ খুলতে পারছেন না মেসিরা। দারুণ শট নিয়েছিলেন আকুনা। কিন্তু টার্গেটে রাখতে পারেননি। মরণ বাঁচন ম্যাচে দ্রুত গোল তুলে নেওয়ার চেষ্টায় আর্জেন্টিনা।

  • 01 Dec 2022 12:52 AM (IST)

    ২০ মিনিট অতিক্রান্ত

    দুই ম্যাচের স্কোরলাইন আপাতত ০-০

    • পোল্যান্ড বনাম আর্জেন্টিনা ম্যাচের প্রথম ২০ মিনিট গোলশূন্য। শুরুর ২০ মিনিটের মধ্যে আর্জেন্টিনার কাছে সুযোগ ছিল ব্যবধান বাড়ানোর। কিন্তু পোল্যান্ডের জালে বল ফাঁসাতে পারেননি মেসিরা।
    • মেক্সিকো বনাম সৌদি আরব ম্যাচের প্রথম ২০ মিনিট পার হয়ে গিয়েছে। ওই ম্যাচেও দুই দলের কোনও ফুটবলার গোলের দেখা পায়নি।
  • 01 Dec 2022 12:41 AM (IST)

    ১১ মিনিটে কর্নার পেল আর্জেন্টিনা

    ১১ মিনিটের মাথায় ফের কর্নার পেল আর্জেন্টিনা। প্রথম ১০ মিনিটের মাথায় ৩টি গোলমুখী শট নিয়েছে আর্জেন্টিনা।

  • 01 Dec 2022 12:33 AM (IST)

    প্রথম কর্নার পেল আর্জেন্টিনা

    আজকের ম্যাচে প্রথম কর্নার পেল আর্জেন্টিনা। মেসি সহজ সুযোগ নষ্ট করলেন। অল্পের জন্য পোল্যান্ডের জালে ওটামেন্ডি বল জালে জড়াতে পারলেন না। ম্যাচের ২ মিনিটের মাথায় এগিয়ে যাওয়ার সুযোগ ছিল মেসিদের কাছে।

  • 01 Dec 2022 12:31 AM (IST)

    কিক অফ

    • শুরু হল আর্জেন্টিনা বনাম পোল্যান্ড ম্যাচ।
    • ৪-২-৩-১ ফর্মেশনে খেলছে আর্জেন্টিনা।
    • ৪-৪-২ ফর্মেশনে খেলছে পোল্যান্ড।
  • 01 Dec 2022 12:28 AM (IST)

    রেকর্ড অ্যালার্ট

    আর্জেন্টাইন কিংবদন্তি দিয়েগো মারাদোনা দেশের জার্সিতে বিশ্বকাপে মোট ২১টি ম্যাচে খেলেছিলেন। আজ কাতারে ৯৭৪ স্টেডিয়ামে নামলেই মেসি ছাপিয়ে যাবেন ফুটবল রাজপুত্রকে। বিশ্বকাপে আজকের ম্যাচের পর মোট ২২টি ম্যাচে খেলার রেকর্ড গড়বেন মেসি। দেশের জার্সিতে মেসির নামের পাশে আজকের ম্যাচের আগে পর্যন্ত রয়েছে ১৬৭টি ম্যাচে ৯৩ গোল।

  • 01 Dec 2022 12:23 AM (IST)

    গ্যালারি কাঁপাচ্ছে চার দলের সমর্থকরা

    এক ঝলকে দেখে নিন সৌদি আরব, মেক্সিকো, পোল্যান্ড এবং আর্জেন্টিনার ফ্যানেদের। যারা আজ কাতারের স্টেডিয়াম কাঁপাবে।

  • 01 Dec 2022 12:22 AM (IST)

    ওয়ার্ম আপে মেসিরা

    পোল্যান্ডের বিরুদ্ধে নামার আগে ওয়ার্ম আপ করছেন লিওনেল মেসিরা।

  • 01 Dec 2022 12:17 AM (IST)

    সৌদি আরব-মেক্সিকো ম্যাচের প্রথম একাদশ

    এক নজরে দেখে নিন সৌদি আরব বনাম মেক্সিকো ম্যাচের দুই দলের প্রথম একাদশ

  • 01 Dec 2022 12:16 AM (IST)

    মেসি নাকি লেওয়ানডস্কি?

    আজ বাজিমাত করবেন কে?

  • 01 Dec 2022 12:14 AM (IST)

    মেসি, মেসি...

    লা আলবিসেলেস্তের সমর্থকদের মুখে এখন একটাই নাম মেসি, মেসি...

  • 01 Dec 2022 12:11 AM (IST)

    স্টেডিয়াম ভরাতে হাজির আর্জেন্টিনার সমর্থকরা

    আর কিছুক্ষণের মধ্যে শুরু হবে আর্জেন্টিনা বনাম পোল্যান্ড ম্যাচ। স্টেডিয়াম ৯৭৪-এ ভিড় জমাচ্ছেন আর্জেন্টিনার সমর্থকরা।

  • 01 Dec 2022 12:05 AM (IST)

    স্টেডিয়ামের পথে লিও মেসিরা

    আজ রাত ১২.৩০ মিনিটে পোল্যান্ডের বিরুদ্ধে নামতে চলেছে লিও মেসির আর্জেন্টিনা।

  • 01 Dec 2022 12:04 AM (IST)

    আর্জেন্টিনার প্রথম একাদশ

    দেখে নিন আর্জেন্টিনার প্রথম একাদশ - এমিলিয়ানো মার্তিনেজ, নহেল মোলিনা, ক্রিশ্চিয়ান রোমেরো, নিকোলাস ওটামেন্ডি, মার্কোস আকুনা, রড্রিগো ডি পল, এনজো ফার্নান্ডেজ, আলেক্সিস ম্যাক আলিস্তার, লিওনেল মেসি (অধিনায়ক), জুলিয়ান আলভারেজ, অ্যাঞ্জেল ডি মারিয়া।

  • 30 Nov 2022 11:55 PM (IST)

    মাঝরাতে আর্জেন্টিনা বনাম পোল্যান্ড ম্যাচ পরিচালনার দায়িত্বে থাকছেন কে জানেন?

    মাঝরাতে আর্জেন্টিনা বনাম পোল্যান্ড ম্যাচ পরিচালনার দায়িত্বে থাকছেন কে জানেন?

    উত্তরটা জানতে হলে এই হাড্ডাহাড্ডি ম্যাচ শুরু হওয়ার আগে পড়ুন বিস্তারিত - Argentina vs Poland: এক ম্যাচে ১৩ হলুদ কার্ড! আর্জেন্টিনা-পোল্যান্ড ম্যাচের রাশ কড়া পুলিশম্যানের হাতে

  • 30 Nov 2022 11:40 PM (IST)

    গ্রুপ-সি এর জমজমাট লড়াই শুরু হবে আর কিছুক্ষণ পর

    আজ গ্রুপ-সি- এর দুই জমজমাট লড়াই। পড়ুন প্রিভিউ - POL vs ARG, KSA vs MEX FIFA WC Match Preview: মিশন নকআউট: কোন অঙ্কে দাঁড়িয়ে আর্জেন্টিনা?

  • 30 Nov 2022 11:35 PM (IST)

    হাড্ডাহাড্ডি লড়াইয়ের আগে মেসিকে নিয়ে কী বললেন লেওয়ানডস্কি?

    আর্জেন্টিনার বিরুদ্ধে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আগে মেসিকে নিয়ে কী বললেন পোলিশ তারকা লেওয়ানডস্কি? দেখে নিন ভিডিয়ো

Published On - Nov 30,2022 11:30 PM

Follow Us: