কলকাতা : সকাল থেকে বাইপাসে তুমুল ভিড়। বিশ্বকাপ জয়ী গোলকিপার এসেছেন যে। লিওনেল মেসি সতীর্থকে দেখার জন্য মিলন মেলায় হামলে পড়েছিল শহর। এই কলকাতা চিরকালই যতটা ব্রাজিলের ততটাই আর্জেন্টিনার। পেলে, মারাদোনা, মেসি চাক্ষুস করেছে আগেই। এ শহর এ বার ছুঁয়ে দেখতে চেয়েছিল এমি মার্টিনেজকে। কাতার বিশ্বকাপ ফাইনালে যিনি ছিলেন অপ্রতিরোধ্য। আর এই এমিকে ছুঁতে গিয়ে লন্ডভন্ড হয়ে গেল মিলনমেলা। বিশ্বকাপার গোলকিপারের জন্য আয়োজনের খামতি ছিল না। মোতায়েন ছিল পুলিশও। আর্জেন্টাইন কিপার যখন মিলনমেলায় পা রাখেন তখন বেশ খোশমেজাজে ছিলেন। সেই তাঁরই পরের সময়টুকু কাটল দুঃস্বপ্নের মতো। বিস্তারিত রইল TV9 Bangla Sports -র এই প্রতিবেদনে।
কলকাতায় যখনই কোনও নায়ক পা রেখেছেন তাঁকে সাদরে গ্রহণ করেছে শহরবাসী। সোমবার বিকেলে যখন ঢাকা ছুঁয়ে কলকাতায় এসেছেন এমি, বিমানবন্দরে তখন বিপুল ভিড়। এমন জনতার ঘেরাটোপে হাসতে দেখা গিয়েছিল তাঁকে। সেই এমির হাসি মুছে যেতে সময় লাগল না। মিলনমেলার বর্ণাঢ্য অনুষ্ঠানের পরই মহা বিপত্তি। মেলা তখন সবে ভেঙেছে। হোটেল ফেরার জন্য গাড়িতে উঠতে যাচ্ছিলেন মেসির সতীর্থ। সেইসময় এক দঙ্গল সমর্থক তাঁকে ছুঁয়ে দেখতে, অটোগ্রাফ, সেলফি নিতে হামলে পড়েছিল। যথেষ্ট পুলিশ থাকলেও পরিস্থিতি সামাল দেওয়া যায়নি। ভিড়ের চাপ এতটাই বেড়ে যায় যে গাড়ির কাচ পর্যন্ত ভেঙে যায়। বাধ্য হয়ে পুলিশকে নামতে হয় আসরে। দ্রুত পরিস্থিতি সামাল দেওয়া যায় ঠিকই, তবে এমির মনে ততক্ষণে ভয় ধরে গিয়েছে। তিনি বিধ্বস্ত মুখে দেখছিলেন পরিস্থিতি। পুলিশ অবশ্য দেরি করেনি। পুলিশের গাড়িতেই মিলন মেলা থেকে হোটেলে ফেরেন এমি। অবশ্য এই ঘটনার পরও নির্ঘণ্টে কোনও বদল আনেননি আর্জেন্টাইন। বিকেলে মোহনবাগান ক্লাবে গিয়েছেন। সমর্থকদের ভিড়ের মাঝে হাসিমুখ দেখা গিয়েছে তাঁর। তবে সবুজ মেরুন তাঁবু কিন্তু নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছিল।
কাতার বিশ্বকাপ জেতার পর এমি মার্টিনেজের কেরিয়ার এক লহমায় পাল্টে গিয়েছে। সারা বিশ্বে তারকা গোলকিপার হয়ে উঠেছেন তিনি। সেই এমির কলকাতা সফরের কথা শোনার পর থেকে ফুটবল ভক্তদের আগ্রহের শেষ ছিল না। এমিও নিরাশ করেননি। মিলনমেলায় নিজের বক্তব্যে অচেনা শহরের প্রতি ভালোবাসাই তুলে ধরেছিলেন। সেই চিরাচরিত প্রশ্ন রোনাল্ডো না মেসি, কে বড়? এমি যে জাতীয় টিমের ক্যাপ্টেনকেই ভোট দেবেন তাতে আশ্চর্য ছিল না। বিশ্বকাপের সময় ড্রেসিংরুমের আবহ কেমন ছিল, মেসি টিমমেটদের সঙ্গে কীভাবে মিশতেন, কাপ জেতার পরিকল্পনা কীভাবে তৈরি হয়েছিল, স্কালোনির স্ট্যাটেজি—কাতারের টুকিটাকি এমন অনেক অজানা গল্প শুনিয়েছেন তিনি। কে জানত এইসব গল্পের পরই তাঁকে ছুঁয়ে দেখার উন্মাদনা আকাশ ছোঁবে!