পোর্তো: কাতার বিশ্বকাপ (Qatar World Cup 2022) আর ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর (Cristiano Ronaldo) মধ্যে দূরত্ব কতটা? ৯০ মিনিটে! রবিবার যদি প্লে-অফ ফাইনালে (World Cup Play-Off Final) নর্থ ম্যাসিডোনিয়াকে হারাতে পারে পর্তুগাল, তা হলে সিআর সেভেনের আর একটা বিশ্বকাপ খেলার স্বপ্নপূরণ হবে। আর তা যদি হয়, কাতারই হবে ৩৭ বছরের মেগাস্টারের শেষ বিশ্বকাপ। গোলের রেকর্ডে মোড়া তারকা এবং তাঁর টিম কি নর্থ ম্যাসিডোনিয়াকে হারাতে পারবে? ইতালিকে হারিয়ে যারা রীতিমতো চমকে দিয়েছে বিশ্ব ফুটবল, তাদের কিন্তু হালকা নিতে পারছে না ফের্নান্দো সান্তোসের টিম। তার আগে তুরস্ককে ৩-১ হারিয়ে প্লে-অফ ফাইনালে ওঠার রাস্তাটা পরিষ্কার করলেন রোনাল্ডোরা। প্রথমার্ধে ওতাভিও ও দিয়োগো জোতার গোলে ২-০ করে ফেলেছিল পর্তুগাল। ইনজুরি টাইমের ৪ মিনিটে মাথেউস নুনেসের গোল।
রোনাল্ডো গোল করলে টিম জেতে। তিনি গোল না পেলেই হার কিংবা ড্র। ক্লাব হোক আর জাতীয় টিম, এই ছবির খুব একটা ফারাক দেখা যায় না। সিআর সেভেন গোল না করলেও অনেক সময় টিম জয় পায়। তুরস্কের বিরুদ্ধে যেমন হল। তাতেও জয় পেতে অসুবিধা হল। ৩-১ স্কোরলাইন দেখলে হয়তো তেমনই মনে হবে। কিন্তু ঘটনা অন্য। তুরস্কের কাঁটায় ক্ষতবিক্ষত হতে পারতেন রোনাল্ডো। যদি না পেনাল্টিটা ক্রসপিসের উপর দিয়ে উড়িয়ে দিতেন বুরাক ইলমাজ। ৬৫ মিনিটে তাঁর গোলেই ১-২ করেছিল তুরস্ক। ম্যাচ শেষ হওয়ার ঠিক ৫ মিনিট আগে ইনাস উনালকে বক্সে ফাউল করেন জোস ফন্তে। ভিএআরে তা ধরা পড়ে। পেনাল্টিটা যদি গোলে রাখতে পারতেন ইলমাজ, তা হলে ২-২ হয়ে যেত তখন। শেষ কয়েক মিনিট কি চাপ সামলে জিততে পারত পর্তুগাল? হয়তো ইতালির মতোই ছিটকে যেতে পারতেন রোনাল্ডোরা।
রুবেন ডায়াস, হুবেন নাভাস, পেদ্রো নেতো, নেলসন সেমেদ্রো, রিনাতো সাঞ্চেসরা টিম ছিলেন না। কোভিডের কারণে পেপে, জোয়াও কান্সালোদেরও পাওয়া যায়নি। তাও পর্তুগাল তুরস্কের বাধা টপকাতে পারল। আর সেই কারণেই বলা হচ্ছে, নর্থ ম্যাসিডোনিয়া যতই ইতালিকে হারিয়ে আলোড়ন ফেলে দিক, তাদের হারিয়ে কাতারে পৌঁছতে অসুবিধা হবে না রোনাল্ডোদের। জোসে ফন্তে, দানিয়ালো, দিয়োগো দালোত, জোয়াও মোতিনহোরা চমৎকার খেলেছেন। সিআর সেভেন পরবর্তী যুগে একঝাঁক তরুণ যে উঠে আসছেন, তা নিয়ে কোনও সন্দেহ নেই।
আরও পড়ুন: FIFA World Cup 2022: ফের বিপর্যয়, কাতার বিশ্বকাপে নেই ইতালি