AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

POR vs URU FIFA WC Match Preview: উরুগুয়ের বিরুদ্ধে নামার আগে রোনাল্ডোর দলে চোট সমস্য়া

PORTUGAL vs URUGUAY FIFA world Cup 2022: পর্তুগাল কোচ ফার্নান্দো স্যান্টোস বলেন, 'এ ধরনের চোট বোঝানো সম্ভব নয়। আমরাও বুঝতে পারছি না, কীভাবে চোট লেগেছে। প্রাথমিক ভাবে ততটাও গুরুতর চোট মনে হয়নি। বেশ কিছু পরীক্ষা করা হয়। রিপোর্টে জানতে পেরেছি, অনেকটাই গুরুতর চোট।'

POR vs URU FIFA WC Match Preview: উরুগুয়ের বিরুদ্ধে নামার আগে রোনাল্ডোর দলে চোট সমস্য়া
Image Credit: twitter
| Edited By: | Updated on: Nov 28, 2022 | 10:00 AM
Share

লুসেইল : লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো নজর কাড়ছেন। প্রথম ম্যাচেই চোট পেয়ে গ্রুপ পর্ব থেকে ছিটকে গিয়েছেন নেইমার। লুসেইল স্টেডিয়ামে আজ নামছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। তবে নজর শুধু তাঁর দিকেই নয়। এ বারের বিশ্বকাপের অন্যতম আকর্ষণীয় ম্যাচ হতে পারে। কাতার বিশ্বকাপে আজ পর্তুগাল বনাম উরুগুয়ে (PORTUGAL vs URUGUAY)। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, ব্রুনো ফার্নান্ডেজ, লুইস সুয়ারেজ, এডিনসন কাভানি, দিয়েগো গডিন, বেন্তাঙ্কুর। ক্লাব ফুটবলে এক ঝাঁক পরিচিত নাম। আকর্ষণের কেন্দ্রে যদিও ক্রিশ্চিয়ানো রোনাল্ডোই। জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছে পর্তুগাল। অন্য দিকে, প্রথম ম্যাচে দক্ষিণ কোরিয়ার সঙ্গে গোল শূন্য ড্র করেছে উরুগুয়ে। ম্যাচ প্রিভিউ TV9Bangla-য়।

প্রথম ম্যাচে ঘানাকে ৩-২ গোলে হারিয়েছে পর্তুগাল। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো গোল করলেও তা নিয়ে নানা প্রশ্নও উঠেছিল। পেনাল্টি থেকে গোল করেছিলেন সিআর সেভেন। পেনাল্টি নিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই বিতর্ক থাকে। রোনাল্ডোর পেনাল্টির ক্ষেত্রেও ওয়েন রুনি, লুইস ফিগোর মতো প্রাক্তন ফুটবলাররা প্রশ্ন তুলেছেন। রুনির মতে, সেটি পেনাল্টি ছিল না, অভিজ্ঞতার জোরেই পেনাল্টি ‘আদায়’ করে নিয়েছেন রোনাল্ডো। তবে যাই হোক না কেন, শেষ অবধি পর্তুগাল তিন পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে, সেটাই বেশি গুরুত্বপূর্ণ। যদিও উরুগুয়ের বিরুদ্ধে নামার আগে পর্তুগাল শিবিরে চোট আশঙ্কা। ম্যাচের আগের দিন অনুশীলনে পাজরে চোট পেলেন পর্তুগালের সেন্ট্রাল ডিফেন্ডার দানিলো পেরেরা। পর্তুগাল কোচ ফার্নান্দো স্যান্টোস নিজেও বুঝতে পারছেন না কীভাবে চোট পেয়েছেন দানিলো। তবে পর্তুগাল দল সূত্রে খবর, পিএসজির এই তারকা ফুটবলার উরুগুয়ের বিরুদ্ধেই শুধু নয়, গ্রুপের বাকি আর একটি ম্যাচেও খেলতে পারবেন না।

পর্তুগাল কোচ ফার্নান্দো স্যান্টোস বলেন, ‘এ ধরনের চোট বোঝানো সম্ভব নয়। আমরাও বুঝতে পারছি না, কীভাবে চোট লেগেছে। প্রাথমিক ভাবে ততটাও গুরুতর চোট মনে হয়নি। বেশ কিছু পরীক্ষা করা হয়। রিপোর্টে জানতে পেরেছি, অনেকটাই গুরুতর চোট।’ অন্য দিকে, তারকা সমৃদ্ধ উরুগুয়ে প্রথম ম্যাচে গোলশূন্য ড্র করায় বেশ চাপে। পর্তুগাল জিতলেই তাদের নকআউট নিশ্চিত হয়ে যাবে। উরুগুয়ের ক্ষেত্রে রাস্তা কঠিন। তাদের শিবিরেও চোট সমস্যা রয়েছে। উরুগুয়ের সেন্টার-ব্যাক রোনাল্ড আরাউজোর সেপ্টেম্বরে উরুর অস্ত্রোপচার হয়েছিল। পর্তুগালের বিরুদ্ধেও তাঁকে পাওয়ার সম্ভাবনা নেই।