সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী
Jan 14, 2021 | 4:44 PM
ম্যাচের ৪৪ মিনিটে একমাত্র গোল ফিল ফডেনের।
গোলের পর সতীর্থদের সঙ্গে ফডেনের উচ্ছাস।
রাহিম স্টার্লিংয়ের পেনাল্টি মিস। ম্যাঞ্চেস্টার সিটির কাছে এগিয়ে যাওয়ার সুযোগ অল্পের জন্য হাতছাড়া।
দ্বিতীয়ার্ধে দুই দলের কেউই গোল করতে পারেননি।
লিগে টানা ৪ ম্যাচে জয় ম্যাঞ্চেস্টার সিটির। (সৌজন্যে-টুইটার)