সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী
Dec 30, 2020 | 12:56 PM
ম্যাচের প্রথমার্ধ গোলশুন্য। একাধিক সুযোগ তৈরি হলেও গোলের দরজা খুলতে পারেনি দুই দল।
ইনজুরি টাইমে ম্যাচের একমাত্র গোল মার্কোস রাশফোর্ডের।
গোল করে সতীর্থ পোগবার সঙ্গে উচ্ছাস রাশফোর্ডের।
জয় দিয়ে বছর শেষ করল স্লোকজারের দল।
শনিবার ২০২১ সালের প্রথম ম্যাচে অ্যাস্টন ভিলার বিরুদ্ধে মাঠে নামবে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। (ছবি-টুইটার)