জয় দিয়ে বছর শেষ ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের

Dec 30, 2020 | 12:56 PM

মঙ্গলবার প্রিমিয়ার লিগে (Premier League) উলভসের (Wolves) বিরুদ্ধে ১-০ গোলে জয় ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের (Manchester United)। ১৫ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগ টেবিলের দ্বিতীয় স্থানে স্লোকজারের দল।

1 / 5
ম্যাচের প্রথমার্ধ গোলশুন্য। একাধিক সুযোগ তৈরি হলেও গোলের দরজা খুলতে পারেনি দুই দল।

ম্যাচের প্রথমার্ধ গোলশুন্য। একাধিক সুযোগ তৈরি হলেও গোলের দরজা খুলতে পারেনি দুই দল।

2 / 5
ইনজুরি টাইমে ম্যাচের একমাত্র গোল মার্কোস রাশফোর্ডের।

ইনজুরি টাইমে ম্যাচের একমাত্র গোল মার্কোস রাশফোর্ডের।

3 / 5
গোল করে সতীর্থ পোগবার সঙ্গে উচ্ছাস রাশফোর্ডের।

গোল করে সতীর্থ পোগবার সঙ্গে উচ্ছাস রাশফোর্ডের।

4 / 5
জয় দিয়ে বছর শেষ করল স্লোকজারের দল।

জয় দিয়ে বছর শেষ করল স্লোকজারের দল।

5 / 5
 শনিবার ২০২১ সালের প্রথম ম্যাচে অ্যাস্টন ভিলার বিরুদ্ধে মাঠে নামবে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। (ছবি-টুইটার)

শনিবার ২০২১ সালের প্রথম ম্যাচে অ্যাস্টন ভিলার বিরুদ্ধে মাঠে নামবে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। (ছবি-টুইটার)

Next Photo Gallery