সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী | Edited By: sushovan mukherjee
Dec 31, 2020 | 1:38 PM
ম্যাচে একাধিক সুযোগ তৈরি হলেও দুই দলের কেউই গোল করতে পারেনি।
নিউক্যাসলের গোলরক্ষক কার্ল ডারলো বেশ কয়েকটা দুরন্ত সেভ করেন।
৯০ মিনিট মাঠে থাকলেও গোল পাননি মহম্মদ সালাহ।
১৬ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে লিগ শীর্ষে থেকেই বছর শেষ করল লিভারপুল।
সোমবার ২০২১ সালের প্রথম ম্যাচে সাউদাম্পটনের বিরুদ্ধে মাঠে নামবে লিভারপুল। (ছবি-টুইটার)