কলকাতা: মাঠে, মাঠের বাইরে কিংবা সোশ্যাল মিডিয়ায় (social media)। বিক্ষোভ, আন্দোলন জারি রাখছে সবুজ-মেরুন জনতা। দাবি একটাই, মোহনবাগান (Mohun Bagan) নামের আগে থেকে এটিকে-র নাম সরাতে হবে। সল্টলেক স্টেডিয়ামের (Salt Lake Stadium) ভিআইপি গেটের সামনে প্রায় শতাধিক মোহন সমর্থকের জমায়েত। একের পর এক স্লোগান উঠছে। ‘লেটস ফাইট টুগেদার, ব্রেক দ্য মার্জার’। স্মক বম্ব, ব্যানার, কুশপুত্তলিকায় একটাই বার্তা। মাঠের ভেতরেও চলল স্লোগানিং। ৪ নং গ্যালারির আপার টিয়ারে চলল ‘রিমুভ এটিকে’ স্লোগান।
তবে এই আন্দোলনের মুখ হয়ে উঠলেন ২০ বছরের এক যুবক। তিনি সুফল দাস (Sufal Das)। হুইল চেয়ারে আস্তে আস্তে ওই ভিড়ের মধ্যে থেকে সামনে এগিয়ে এল সে। জন্ম থেকেই পায়ের সমস্যায় হাঁটতে পারে না। কিছু বলার চেষ্টা করলেই জড়িয়ে যাচ্ছে কথা। প্রিয় ক্লাবের টানে যাবতীয় প্রতিবন্ধকতাকে দূরে সরিয়ে বিক্ষোভে সামিল হয়েছেন সুফলও। তাঁর কথায়, ‘মায়ের অপমান কখনও মেনে নেওয়া যায় না। সে গর্ভধারিনী হোক কিংবা ক্লাব। এই অপমান কোনও সন্তানই সহ্য করতে পারে না।’
গত সপ্তাহেই এএফসি কাপের (AFC Cup) প্রাক যোগ্যতা অর্জনের ম্যাচে শ্রীলঙ্কার ক্লাব ব্লু স্টারের বিরুদ্ধে গ্যালারিতে দেখা গিয়েছিল টিফো। যেখানে হুইল চেয়ারে বসে এক ছেলের হাতে ছিল ‘রিমুভ এটিকে’ পোস্টার। মঙ্গলবার আর টিফোয় নয়, সশরীরেই প্রতিবাদে সামিল হলেন সুফল। বিকাল সাড়ে পাঁচটা থেকে স্টেডিয়াম সংলগ্ন পাঁচতারা হোটেলের সামনে থেকে প্রায় শ’দুয়েক সমর্থক বিক্ষোভে পা মেলায়। সময়ের সঙ্গে সঙ্গে প্রতিবাদী সমর্থকদের সংখ্যাও বাড়তে শুরু করে। ভিআইপি গেটের সামনে পৌঁছতেই চওড়া হয় ভিড়, বাড়তে থাকে স্লোগানের স্বরও। যদিও এ দিনের গোটা বিষয়টাই চলল অত্যন্ত শান্তিপ্রিয় অবস্থাতে।
আরও পড়ুন : AFC Cup 2022: উইলিয়ামসের হ্যাটট্রিক, আবাহনীকে উড়িয়ে এএফসি কাপের মূলপর্বে মোহনবাগান