QAT vs ECU Live Score: আয়োজক কাতারের বিরুদ্ধে অনবদ্য জয় ইকুয়েডরের

| Edited By: | Updated on: Nov 21, 2022 | 12:03 AM

QATAR vs ECUADOR, FIFA world Cup 2022 Live Score Updates: দেখুন ফিফা বিশ্বকাপ ২০২২-এর উদ্বোধনী ম্যাচ, কাতার বনাম ইকুয়েডর (QATAR vs ECUADOR) ম্যাচের পুঙ্খানুপুঙ্খ লাইভ আপডেট।

QAT vs ECU Live Score: আয়োজক কাতারের বিরুদ্ধে অনবদ্য জয় ইকুয়েডরের
Image Credit source: OWN Photograph

আল খোর : ফুটবল সমর্থকদেরই শুধু নয়, অপেক্ষার ইতি হল কাতার ফুটবল দলেরও। বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পাওয়ার পর প্রস্তুতিতে কোনও খামতি রাখেনি কাতার। মাঠের বাইরেই শুধু নয়, কাতার ফুটবল দলও ধীরে ধীরে উন্নতি করেছে। বিশ্বকাপ অভিষেক সুখকর হল না কাতারের। মধ্যপ্রাচ্যের কোনও দেশে এ বারই প্রথম বসল বিশ্বকাপের (FIFA World Cup 2022) আসর। মাঠের খেলায় হারে নজির গড়ল কাতার। যা তাদের প্রত্যাশা ছিল না। প্রথম কোনও আয়োজক দেশ হার দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করল। মাঠের বাইরের যাবতীয় বিতর্ক সরিয়ে মাঠে বল গড়াল। ফুটবলপ্রেমীদের কাছে এটাই বড় প্রাপ্তি। রুদ্ধশ্বাস কিছু ম্যাচের অপেক্ষায়। বিশ্বকাপে এখনও ৬৩টি ম্যাচ বাকি। ফুটবল উৎসবের সবে শুরুয়াত। কাতারের জন্য হতাশার হলেও ইকুয়েডর ((QAT vs ECU) শিবিরে উচ্ছ্বাস। ভ্যালেন্সিয়ার জোড়া গোলে ২-০ ব্যবধানে জিতল তারা।

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 20 Nov 2022 11:56 PM (IST)

    এক নজরে

    • কাতার বিশ্বকাপে বল গড়াল।
    • উদ্বোধনী ম্যাচে আয়োজক কাতারের বিরুদ্ধে নেমেছিল ইকুয়েডর।
    • ম্যাচের মাত্র ৩ মিনিটেই অস্বস্তি কাতার শিবিরে।
    • ভ্যালেন্সিয়ার অনবদ্য গোল। যদিও ভিএআরে অফসাইডে বাতিল হয় সেটি।
    • ম্যাচের ১৬ মিনিটে পেনাল্টি থেকে ইকুয়েডরকে এগিয়ে দেন অধিনায়ক এনার ভ্যালেন্সিয়া।
    • ম্যাচের ৩১ মিনিটে অনবদ্য হেডারে ইকুয়েডরের ব্যবধান বাড়ান ভ্যালেন্সিয়া।
    • হেরেও নজির গড়ল কাতার। প্রথম বার আয়োজক দেশ হার দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করল।
  • 20 Nov 2022 11:21 PM (IST)

    উউউউউউউ…….

    কাতারের পরিবর্ত হিসেবে নামা মুন্তারির অনবদ্য শট। অল্পের জন্য গোলে বল জড়াল না। অনবদ্য একটা গোল হতে পারতো।

  • 20 Nov 2022 11:07 PM (IST)

    কাতারের জোড়া পরিবর্তন

    অধিনায়ক হাসান আল হেদোস এবং আলমোজ আলির পরিবর্তে মাঠে মহম্মদ ওয়াদ ও মহম্মদ মুন্তারি।

  • 20 Nov 2022 11:03 PM (IST)

    ইকুয়েডরের পরিবর্তন

    রোমারিও ইবারার পরিবর্তে মাঠে জেরেমি সারমিয়েন্তো।

  • 20 Nov 2022 10:51 PM (IST)

    দ্বিতীয়ার্ধের প্রথম সুযোগ, অনবদ্য আল সিব

    ইবারার দুর্দান্ত শট, বাঁচিয়ে দিলেন কাতার গোলরক্ষক আল সিব।

  • 20 Nov 2022 10:27 PM (IST)

    বিরতিতে হতাশা নিয়ে মাঠ ছাড়ল কাতার

    • প্রথমার্ধে দাপুটে ফুটবলে ২-০ এগিয়ে ইকুয়েডর।
    • পাঁচ ডিফেন্ডারের ফর্মেশনেও লাভ হয়নি।
    • এনার ভ্যালেন্সিয়ার চোট কিছুটা অস্বস্তি ইকুয়েডর শিবিরে।
    • জোড়া গোল করেছেন এনার ভ্যালেন্সিয়া।
    • কাতার কি ঘুরে দাঁড়াতে পারবে?
  • 20 Nov 2022 10:15 PM (IST)

    ফের চোট ভ্যালেন্সিয়ার

    কিছুক্ষণ আগেই মাঠে পড়েছিলেন। ফের হাঁটুতে চোট ইকুয়েডর অধিনায়ক এনার ভ্যালেন্সিয়ার। মাঠ ছাড়ছেন তিনি। বিরতির আর কিছু সময় বাকি। তাই কোনও পরিবর্ত নামায়নি ইকুয়েডর। ৫ মিনিট অ্যাডেড টাইম।

  • 20 Nov 2022 10:10 PM (IST)

    ভ্যালেন্সিয়াকে কড়া ট্যাকল

    পাঁচ ডিফেন্ডার নামিয়েও হিমসিম পরিস্থিতি কাতারের। এনার ভ্যালেন্সিয়াকে কড়া ট্যাকল। তবে ইকুয়েডর শিবিরে স্বস্তি, তিনি গুরুতর চোট পাননি।

  • 20 Nov 2022 10:07 PM (IST)

    অধি-নায়ক ভ্যালেন্সিয়া

    প্রথম গোলটি অফসাইডে বাতিল হয়েছিল। পেনাল্টি থেকে দলকে এগিয়ে দিয়েছিলেন এনার ভ্যালেন্সিয়া। ৩২ মিনিটে তাঁর হেডারেই ব্যবধান বাড়াল ইকুয়েডর।

  • 20 Nov 2022 09:48 PM (IST)

    পেনাল্টি এবং গোল

    প্রথম গোলটি অফসাইডে বাতিল হয়েছিল। এ বার কোনও বিতর্ক নেই। গোল কিপার অবৈধ ফাউল করেন বক্সের মধ্যে। এনার ভ্যালেন্সিয়া পেনাল্টি থেকে এগিয়ে দিলেন দলকে। ম্যাচের ১৬ মিনিটে অধিনায়ক ভ্যালেন্সিয়ার গোলে ইকুয়েডর ১-০ এগিয়ে কাতারের বিরুদ্ধে।

  • 20 Nov 2022 09:40 PM (IST)

    ভিএআরে গোল বাতিল

    স্বস্তিতে কাতার। ভিডিয়ো অ্যাসিস্ট্যান্ট রেফারি অফসাইড চেক করেন। মাঠের রেফারিও পুনরায় দেখেন। সিদ্ধান্ত বদলান। গোল বাতিল ইকুয়েডরের। অভিষেকেই বড় অস্বস্তিতে থেকে রক্ষা পেল কাতার।

  • 20 Nov 2022 09:35 PM (IST)

    গোওওওওওওওওওওওওওওওওওল

    তিন মিনিটেই ম্যাচের এ বারের বিশ্বকাপের প্রথম গোল। মাঝ মাঠ থেকে ফ্রি কিক। গোলরক্ষক বেরিয়ে আসেন। এনার ভ্যালেন্সিয়ার গোলে এগিয়ে গেল ইকুয়েডর। অধিনায়ক গোল করলেন।

  • 20 Nov 2022 09:10 PM (IST)

    ফর্মেশন

    গত কয়েকটি প্রীতি ম্যাচে ৪-৪-২ ফর্মেশনেই খেলাতে দেখা গিয়েছিল কাতার কোচ ফেলিক্স স্যাঞ্চেজকে। তবে বিশ্বকাপের প্রথম ম্যাচে ঘর সামলানোতেই বেশি জোর। ৫-৩-২ ফর্মেশনে শুরু করতে চলেছে তারা। অন্যদিকে, ইকুয়েডর নামছে ৪-৪-২ ফর্মেশনে।

  • 20 Nov 2022 08:59 PM (IST)

    এক নজরে লাইন আপ

    কাতার একাদশ : সাদ আল সিব, পেদ্রো মিগুয়েল (রো-রো), আব্দুল করিম হাসান, হামাম আল-আমিন, বোয়ালেম খোকি, বসম আল-রাবি, করিম বদিয়াফ, আব্দুলআজিজ হাতিম, হাসান আল হেদোস, আলমোজ আলি, আক্রম আফিফ।

    ইকুয়েডরের প্রথম একাদশ :  আলেকাজান্ডার ডমিনগেজ, অ্যাঞ্জেলো প্রেসিয়াদো, ফেলিক্স তোরেস, পিয়েরো হিনক্য়াপি, পার্ভিস এস্তাপিনান, গঞ্জালো প্লাতা, হেগসন মেন্ডেজ, মোজেস কাইসাদো, রোমারিও ইবারা, এনার ভ্যালেন্সিয়া, মাইকেল এস্ত্রাদা

  • 20 Nov 2022 08:43 PM (IST)

    ম্যাচের অপেক্ষা

    গ্রেটেস্ট ফুটবল শো অন আর্থ। অপেক্ষায় সমর্থকরা। নিজেদের দলকে সমর্থন জানাতে হাজির ইকুয়েডর সমর্থকরা।

  • 20 Nov 2022 08:39 PM (IST)

    চলছে উদ্বোধনী অনুষ্ঠান

    উদ্বোধনী অনুষ্ঠান শেষ হলেও বল গড়াবে মাঠে। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি আয়োজক কাতার ও ইকুয়েডর।

Published On - Nov 20,2022 8:30 PM

Follow Us: