UEFA Champions League 2021-22: কোন ঘটনার বদলা নিতে চায় রিয়াল মাদ্রিদ?

TV9 Bangla Digital | Edited By: কৌস্তভ গঙ্গোপাধ্যায়

May 28, 2022 | 8:30 AM

রিয়ালের কোচ কার্লো আন্সেলোত্তি বললেন, 'লিভারপুল কি ৪ বছর আগের বদলা নিতে চায়? রিয়াল মাদ্রিদও বদলা নিতে মুখিয়ে আছে।'

UEFA Champions League 2021-22: কোন ঘটনার বদলা নিতে চায় রিয়াল মাদ্রিদ?
রিয়াল মাদ্রিদ। ছবি: টুইটার

Follow Us

প্যারিস: বদলার ম্যাচ কি শুধুই লিভারপুলের (Liverpool)? বদলার ম্যাচ তো রিয়াল মাদ্রিদেরও (Real Madrid)। শনিবার মধ্যরাতে চ্যাম্পিয়ন্স লিগের (UEFA Champions League) মেগা ফাইনাল। মুখোমুখি লিভারপুল-রিয়াল মাদ্রিদ। ২০১৮ চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে রিয়ালের কাছে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল লিভারপুলের। সেই দুঃসহ স্মৃতি এখনও দলগদে লিভারপুল সমর্থকদের মনে। মোহামেদ সালাহ খেলার শুরুতেই চোট পেয়ে মাঠ ছেড়েছিলেন। রিয়ালের সের্জিও ব়্যামোসের একটা কড়া ট্যাকলেই স্বপ্নভঙ্গ হয়েছিল মিশরের রাজপুত্রের। এ বার চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে রিয়ালকে হারিয়ে সেই বদলা নেওয়ার খোঁজে লিভারপুল। সালাহ-মানে থেকে কোচ ক্লপ, প্রত্যেকেই মুখিয়ে আছেন প্রতিশোধ নেওয়ার জন্য। ২০১৮ চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে লিভারপুলকে ৩-১ গোলে হারিয়েছিল রিয়াল মাদ্রিদ। তবে এ ম্যাচ শুধু লিভারপুলের বদলার ম্যাচ নয়, রিয়ালের কাছেও এই ম্যাচ বদলার।

 

৪১ বছর আগের স্মৃতি মুছে ফেলতে চায় রিয়াল মাদ্রিদ। ১৯৮১ চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে রিয়ালকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল লিভারপুল। আর সেই ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল প্যারিসে। ওই ঘা এখনও দগদগে রিয়াল সমর্থকদের মনে। যে ঘটনার কথা উস্কে দিয়ে রিয়ালের কোচ কার্লো আন্সেলোত্তি বললেন, ‘লিভারপুল কি ৪ বছর আগের বদলা নিতে চায়? রিয়াল মাদ্রিদও বদলা নিতে মুখিয়ে আছে। প্যারিসে ১৯৮১ চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে লিভারপুলের কাছে ০-১ গোলে হেরেছিল রিয়াল। আমি যদিও এ সব নিয়ে ভাবতে চাই না। দুটো সেরা দল একে অপরের মুখোমুখি হচ্ছে। শেষ পর্যন্ত একটা দল চ্যাম্পিয়ন হবে।’

 

 

 

 

একই সঙ্গে লিভারপুলের দরাজ সার্টিফিকেট দিয়ে আন্সেলোত্তি বলেন, ‘লিভারপুল অনেক সংগঠিত দল। ওদের দলে অনেক গুণমান ফুটবলাররা আছে। বিশ্বের অন্যতম সেরা দল। জুর্গেন ক্লপ মহান কোচ। ওর সঙ্গে আমার সম্পর্ক বেশ ভালো। ক্লপ এমন একজন কোচ, যে ফুটবলে নতুন কিছু নিয়ে আসার চেষ্টা করে। বিপক্ষকে সব সময় চাপে রাখে। দারুণ কাজ করে চলেছে ও।’ প্যারিসের স্তাদ দ্য ফ্রান্স স্টেডিয়ামে কোন দল শেষ হাসি হাসে সেটাই এখন দেখার।

 

 

আরও পড়ুন: Diego Maradona: ফুটবল রাজপুত্র দিয়েগো মারাদোনাকে শ্রদ্ধা জানাতে বিশেষ বিমান

Next Article