Ronaldo: করোনা আক্রান্ত ব্রাজিলের কিংবদন্তি রোনাল্ডো

TV9 Bangla Digital | Edited By: কৌস্তভ গঙ্গোপাধ্যায়

Jan 03, 2022 | 3:15 PM

৪৫ বছরের ব্রাজিলিয়ান কিংবদন্তি কোভিড পজিটিভ হলেও সুস্থ আছেন। নিজেই জানিয়েছেন সেই কথা। তবে মৃদু উপসর্গ রয়েছে । আপাতত ঘরেই আইসোলেশনে আছেন বড় রোনাল্ডো (Ronaldo)। ১৯৯৩ সালে মাত্র ১৬ বছর বয়সে এই ক্রুজেইরোতেই পেশাদার কেরিয়ার শুরু করেন তিনি। ৫৮ ম্যাচে ৫৬ গোল করেন রোনাল্ডো। ছোটবেলার সেই ক্লাব এখন আর্থিক সংকটে ভুগছে। এরপরই সেই ক্লাবের কিছু অংশ নিয়ে ক্লাব পরিচালনার দায়িত্ব নেন রোনাল্ডো।

Ronaldo: করোনা আক্রান্ত ব্রাজিলের কিংবদন্তি রোনাল্ডো
করোনা আক্রান্ত রোনাল্ডো। ছবি: টুইটার

Follow Us

বেলো হোরিজোন্তে: গতকালই লিওনেল মেসির (Lionel Messi) করোনা সংক্রমণের খবর প্রকাশ্যে এসেছে। এ বার কোভিড পজিটিভ ব্রাজিলের ফুটবল কিংবদন্তি রোনাল্ডো (Ronaldo)। নিজের প্রথম ফুটবল ক্লাব ক্রুজেইরোর (Cruzeiro) ১০১-তম বর্ষপূর্তি উপলক্ষ্যে অংশ নেওয়ার কথা ছিল তাঁর। সেখানে যাওয়ার আগেই কোভিড রিপোর্ট হাতে পান ব্রাজিলের বিশ্বকাপজয়ী ফুটবলার।

 

৪৫ বছরের ব্রাজিলিয়ান কিংবদন্তি কোভিড পজিটিভ হলেও সুস্থ আছেন। নিজেই জানিয়েছেন সেই কথা। তবে মৃদু উপসর্গ রয়েছে । আপাতত ঘরেই আইসোলেশনে আছেন বড় রোনাল্ডো (Ronaldo)। ১৯৯৩ সালে মাত্র ১৬ বছর বয়সে এই ক্রুজেইরোতেই পেশাদার কেরিয়ার শুরু করেন তিনি। ৫৮ ম্যাচে ৫৬ গোল করেন রোনাল্ডো। ছোটবেলার সেই ক্লাব এখন আর্থিক সংকটে ভুগছে। এরপরই সেই ক্লাবের কিছু অংশ নিয়ে ক্লাব পরিচালনার দায়িত্ব নেন রোনাল্ডো।

 

ক্রুজেইরোর পরই পিএসভি আইন্দোভেন (PSV Eindhoven), বার্সেলোনা (FC Barcelona), ইন্টার মিলান (Inter Milan), রিয়াল মাদ্রিদ (Real Madrid) ও এসি মিলানে (AC Milan) খেলেন রোনাল্ডো। ১৯৯৭ ও ২০০২ সালে ব্যালন ডি’ওর জেতেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার। ২০১১ সালে ব্রাজিলের ক্লাব করিন্থিয়ান্সে খেলে অবসর নেন রোনাল্ডো।

 

আরও পড়ুন: India vs South Africa: পিঠের চোটে জো’বার্গ টেস্ট থেকে ছিটকে গেলেন বিরাট

Next Article
Lionel Messi: করোনা আক্রান্ত লিওনেল মেসি
ISL 2021-22: নতুন বছরে ভাগ্য বদলানোর আশায় লাল-হলুদ