Sadio Mane : রোনাল্ডোর সতীর্থ হলেন সাদিও মানে, যোগ দিলেন আল নাসেরে
Al Nassr : সেনেগালের ৩১ বছরের স্ট্রাইকার সাদিও মানে বায়ার্ন মিউনিখ ছেড়ে আল নাসেরে যোগ দিলেন।

রিয়াধ : ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পথ অনুসরণ করে সৌদি আরবে পৌঁছলেন আরও এক তারকা ফুটবলার। যোগ দিলেন রোনাল্ডোরই ক্লাব আল নাসেরে। সেনেগালের ৩১ বছরের স্ট্রাইকার সাদিও মানে (Sadio Mane) বায়ার্ন মিউনিখ ছেড়ে আল নাসেরে যোগ দিলেন। বায়ার্নে একটি মরসুম কাটিয়েছেন তিনি। ক্লাবটির সঙ্গে আরও দু’বছরের চুক্তি ছিল মানের। লিভারপুল ছেড়ে বুন্দেশলিগার দলটির হয়ে তেমন অবদান রাখতে পারেননি। জার্মান ক্লাবটি মানেকে ছেড়ে দিতে পারে বলে গুঞ্জন উঠেছিল। শোনা যাচ্ছে, মানের জন্য বায়ার্নের (Bayern Munich) ঘরে ঢুকবে ৪ কোটি ইউরো। সেনেগালের ফুটবলারও আল নাসের থেকে আকর্ষণীয় বেতন পাবেন। বিস্তারিত রইল TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।
লিভারপুলের হয়ে অত্যন্ত সফল মানে অনেক প্রত্যাশা নিয়ে বায়ার্ন মিউনিখে যোগ দিয়েছিলেন। কিন্তু জার্মান ক্লাবটির প্রত্যাশা পূরণ করতে পারেননি। চোটের কারণে মাঠের বাইরে ছিলেন। এরপর সতীর্থ লেরয় সানেকে ঘুষি মেরে নিষেধজ্ঞার মুখে পড়েন। ক্লাবের হয়ে পারফরম্যান্সও আহামরি নয়। এরপর সাদিও মানের দলবদল নিয়ে জুলাই মাসের মাঝামাঝি সময় থেকে গুঞ্জন শুরু হয়। বায়ার্ন ও আল নাসেরের মধ্যে মৌখিক কথাবার্তা শুরু হয়। দুটি ক্লাবই মানের দলবদলের খবর নিশ্চিত করে। যতদূর জানা গিয়েছে, তিন বছরের জন্য ৩ কোটি ইউরো অর্থের বিনিময়ে সানেকে দলে নিয়েছে সৌদি আরবের ক্লাবটি।
We have officially signed the Senegalese Star Sadio Mané ✍️
We wish him good luck with our stars ?#ManéIsYellow ? pic.twitter.com/cMkPKIRzgr
— AlNassr FC (@AlNassrFC_EN) August 1, 2023
মঙ্গলবারই নয়া ক্লাবে যোগ দেন প্রাক্তন লিভারপুল তারকা। দিয়েছেন ভিডিয়ো বার্তা। এরপর আল নাসেরের জার্সিতে মানের একঝাঁক ছবি পোস্ট করেছে ক্লাবটি। নতুন ক্লাবে পা দিলেও বায়ার্ন মিউনিখ থেকে এভাবে বিদায় নিতে চাননি মানে। এভাবে চলে যাওয়াটা তাঁকে যন্ত্রণা দিচ্ছে।





