SC East Bengal: গোয়ায় টিম হোটেলে যোগ লাল-হলুদ কোচের

TV9 Bangla Digital | Edited By: কৌস্তভ গঙ্গোপাধ্যায়

Sep 29, 2021 | 8:13 PM

আপাতত ৮ দিনের কোয়ারান্টিনে থাকতে হবে তাঁদের। ইতিমধ্যেই গোয়ার হোটেলে যোগ দিয়েছেন ফ্রাঞ্জো পর্চে। একে একে বাকি বিদেশিরাও এসে যাবেন। আগামিকালই গোয়ার উদ্দেশ্যে রওনা দেবেন হীরা মণ্ডল, শঙ্কর রায়রা। কোয়ারান্টিন পর্ব শেষের পর অনুশীলন শুরু করবে এসসি ইস্টবেঙ্গল। গোয়ায় ৬টি প্রস্তুতি ম্যাচও খেলবে লাল-হলুদ।

SC East Bengal: গোয়ায় টিম হোটেলে যোগ লাল-হলুদ কোচের
মানোলো দিয়াজ। ছবি: টুইটার

Follow Us

গোয়া: ভারতে পা রাখলেন এসসি ইস্টবেঙ্গলের নয়া কোচ মানোলো দিয়াজ (Manolo Diaz)। আজই গোয়ায় টিম হোটেলে যোগ দিলেন তিনি। কোচের সঙ্গে এলেন সহকারী কোচ অ্যাঞ্জেল গার্সিয়াও (Angel Puebla Garcia)। তাঁদের সঙ্গে গোয়ায় হোটেলে যোগ দিলেন ম্যানেজার মৃদুল বন্দ্যোপাধ্যায়ও (Mridul Banerjee)।

আপাতত ৮ দিনের কোয়ারান্টিনে থাকতে হবে তাঁদের। ইতিমধ্যেই গোয়ার হোটেলে যোগ দিয়েছেন ফ্রাঞ্জো পর্চে। একে একে বাকি বিদেশিরাও এসে যাবেন। আগামিকালই গোয়ার উদ্দেশ্যে রওনা দেবেন হীরা মণ্ডল, শঙ্কর রায়রা। কোয়ারান্টিন পর্ব শেষের পর অনুশীলন শুরু করবে এসসি ইস্টবেঙ্গল। গোয়ায় ৬টি প্রস্তুতি ম্যাচও খেলবে লাল-হলুদ। জামশেদপুর এফসি, হায়দরাবাদ এফসি, মুম্বই সিটি এফসি, এফসি গোয়ার সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলার কথা এসসি ইস্টবেঙ্গলের। ২১ নভেম্বর জামশেদপুর এফসির বিরুদ্ধে ম্যাচ দিয়ে আইএসএল অভিযান শুরু করবে লাল-হলুদ।

 

গতকালই এসসি ইস্টবেঙ্গলের ম্যানেজার হিসেবে মৃদুল বন্দ্যোপাধ্যায়কে নিযুক্ত করা হয়। লাল-হলুদে যোগ দিয়ে মৃদুল বলেন, ‘অবশ্যই গর্ব করার মতো বিষয়। এটা একটা নতুন চ্যালেঞ্জ আমার কাছে। ভারতীয় ফুটবলের প্রশাসক হিসেবে কোচিং করানোর দীর্ঘ অভিজ্ঞতা আছে আমার। সমর্থকদের আবেগ ভালো মতো জানি। মাঠে এবং মাঠের বাইরে দলকে সামলানোর একটা গুরুদায়িত্ব আমাকে দেওয়া হয়েছে। মর্যাদার সঙ্গেই সেই দায়িত্ব পালন করতে চাই।’

এর সঙ্গে তিনি যোগ করেন, ‘একটা আক্ষেপ তো ছিলই। লাল-হলুদে আমার কোচিং কেরিয়ার শুরুর আগেই শেষ হয়ে গিয়েছিল। ইস্টবেঙ্গলকে কিছু ফিরিয়ে দেওয়ার ইচ্ছে অনেকদিন ধরেই ছিল। ঈশ্বর পাশে থাকায়, চার বছর পর সেই আক্ষেপ ঘুচল। লাল-হলুদের সাফল্যের জন্য নিজের সবটা কাজে লাগাব।’

 

আরও পড়ুন: UEFA Champions League: শেষ ১০ মিনিটে জোড়া গোল, চ্য়াম্পিয়ন্স লিগে মিলানকে হারাল অ্যাটলেটিকো মাদ্রিদ

Next Article