ISL 2021-22: কৃষ্ণা-বুমোসদের আটকাতে বিশেষ রণকৌশল দিয়াজের

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Nov 25, 2021 | 8:07 PM

পেরোসেভিচ-অরিন্দমদের কাঁধে ভর করে আইএসএলে (ISL) প্রথম বড় ম্যাচ জেতার স্বপ্ন দেখছে মশাল ব্রিগেড।

ISL 2021-22: কৃষ্ণা-বুমোসদের আটকাতে বিশেষ রণকৌশল দিয়াজের
মানোলো দিয়াজ। ছবি: টুইটার

Follow Us

পারা: গোয়াতে বসেই ডার্বির উত্তাপ টের পাচ্ছেন লাল-হলুদ কোচ মানোলো দিয়াজ (Manuel Diaz)। এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan) কোচ আন্তোনিও হাবাস (Antonio Habas) জানিয়েছেন, ডার্বি তার কাছে অন্য আরেকটা ম্যাচের মতোই। বড় ম্যাচে সবুজ মেরুন কে টেক্কা দিয়ে দিয়াজ বুঝিয়ে দিতে চান তাঁর দল এ বার কতটা ভয়ানক। শনিবারের মেগা ম্যাচের আগে চূড়ান্ত প্রস্তুতি চলছে লাল- হলুদে।

এটিকে মোহনবাগানের খেলার ফুটেজ দেখে রণকৌশল সাজাচ্ছেন রিয়াল মাদ্রিদের ‘বি’ টিমের প্রাক্তন হেডস্যার। লিস্টন কোলাসো, হুগো বোমাস যোগ দেওয়ায় এবারের সবুজ-মেরুন অনেকটা ভয়ানক হয়ে উঠেছে। বাগানের আক্রমণ আটকাতে রক্ষণের চেয়েও ব্লকারে অভিজ্ঞ কাউকে খেলানোর কথা ভাবছেন দিয়াজ। বড় ম্যাচের আগে হাতের সমস্ত তাস বার করেননি লাল-হলুদ কোচ। জামশেদপুরের বিরুদ্ধে মাঝমাঠ ব্যর্থ হলেও, বড় ম্যাচে দলে বেশ কয়েকটি পরিবর্তন আনার ভাবনা এসসি ইস্টবেঙ্গল কোচের। ক্লাব-ইনভেস্টর টানাপড়েনের জেরে একেবারে শেষ মুহূর্তে দল গঠন হয়েছে। খাতায়-কলমে চিরশত্রুর চেয়ে অনেকটাই পিছিয়ে এ বারের লাল-হলুদ। আন্ডারডগ এসসি ইস্টবেঙ্গল মরিয়া ডার্বিতে রয় কৃষ্ণাদের কামড় বসাতে।

অ্যান্টোনিও পেরোসেভিচ (Antonio Perosevic) এই দলের প্রধান হাতিয়ার। তাঁকে ব্যবহার করেই বড় ম্যাচ জেতার অঙ্ক কষছে লাল-হলুদ। ড্যানিয়েল চিমা (Daniel Chumu) প্রথম ম্যাচে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি। বড় ম্যাচে জ্বলে উঠতে মরিয়া নাইজেরিয়ান স্ট্রাইকার। বিদেশিদের ডার্বির গুরুত্ব বোঝাচ্ছেন অরিন্দম-রফিকরা। হাবাসের দলের খুঁটিনাটি জানেন লাল-হলুদের দলনায়ক অরিন্দম। তাঁর টোটকাই এই ডার্বিতে দিয়াজের অস্ত্র।

গত বছর দুটো ডার্বিতেই হারতে হয়েছিল এসসি ইস্টবেঙ্গলকে (SC East Bengal)। এ বছর অনেক টালমাটাল পরিস্থিতির মধ্যেই দল গঠন হয়েছে লাল-হলুদে। এই বড় ম্যাচ জিতলে অনেক কিছুর জবাব দিতে পারবেন সমর্থকরা। পেরোসেভিচ-অরিন্দমদের কাঁধে ভর করে আইএসএলে (ISL) প্রথম বড় ম্যাচ জেতার স্বপ্ন দেখছে মশাল ব্রিগেড।

আরও পড়ুন: ISL 2021-22: বোমাসকে নিয়ে ডার্বি রঙিন করতে চান কৃষ্ণা

Next Article