কল্যাণী: সন্তোষ ট্রফির (Santosh Trophy) মূল পর্বে বাংলা। কল্যাণী স্টেডিয়ামে সিকিমকে ১-০ গোলে হারাল বাংলা। ছত্তিশগড়কে প্রথম ম্যাচে হারানোর পর এ বার সিকিমকে হারিয়ে মূল পর্বে চলে গেল বাংলা।
খেলার প্রথমার্ধে বাংলার হয়ে জয়সূচক গোল করেন দিলীপ ওঁরাও (Dilip Oraon)। তবে বাংলার ফুটবলাররা এ দিন ভুরি ভুরি গোল নষ্ট করেন। সুব্রত মুর্মু একাই হ্যাটট্রিক করতে পারতেন। ১৭ মিনিটে পেনাল্টি মিস করেন মহিতোষ রায়। ৩৫ মিনিটে জয়সূচক গোল দিলীপের। মূল পর্বে পৌঁছতে হলে এদিন বাংলাকে জিততেই হত। গোল নষ্টের প্রদর্শনী না দেখালে ব্যবধান বাড়াতেই পারত বাংলা (Bengal)।
ম্যাচ শেষে বাংলার কোচ রঞ্জন ভট্টাচার্য (Ranjan Bhattacharya) বলেন, ‘যে ভুলগুলো আমার ছেলেরা আজ করেছে, মূল পর্বে সে গুলোকে শুধরে দেওয়াই প্রধান কাজ। কারণ পরবর্তীতে গোল মিস করলে তার খেসারত দিতে হতে পারে। হাতে এখন সময় রয়েছে এর মধ্যেই দলকে পুরোদমে গুছিয়ে নিতে চাই। এ বছর বাংলাকে সন্তোষ ট্রফি জেতানোই আমার প্রধান টার্গেট। ছেলেরাও তা ভালো মতো বুঝছে।’
ম্যাচ দেখতে এ দিন মাঠে ছিলেন আইএফএ (IFA) সচিব জয়দীপ মুখোপাধ্যায়। খেলার পর বাংলার ফুটবলারদের উদ্বুদ্ধও করেন তিনি। সন্তোষ ট্রফিতে ভালো ফলের জন্য অনেক আগে ভাগেই আসরে নেমেছে আইএফএ। ফুটবলারদের সব রকম সাহায্যের হাতও বাড়িয়ে দিয়েছে বাংলার ফুটবল সংস্থা। দীর্ঘদিন সন্তোষ ট্রফি জেতেনি বাংলা। কেরলে মূল পর্বের ম্যাচে ভালো ফল করে খেতাব জেতাই এখন পাখির চোখ মহিতোষদের।
আরও পড়ুন: India vs New Zealand: অভিষেকে নজর কাড়লেন শ্রেয়স, আইয়ার-জাডেজা জুটিতে দিনের শেষে ভালো জায়গায় ভারত