ISL 2021-22: ওড়িশার বিরুদ্ধে লাল-হলুদের ঘুরে দাঁড়ানোর লড়াই

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Nov 30, 2021 | 9:21 AM

লাল-হলুদ কোচ বলেন, 'সেরা এগারো বাছাই করাই আমাদের প্রধান লক্ষ্য। স্কোয়াডে থাকা প্রত্যেক ফুটবলারই খেলার সুযোগ পাবে।' নাইজেরিয়ান স্ট্রাইকার ড্যানিয়েল চিমাকে দুটো ম্যাচেই অত্যন্ত নিম্নমানের দেখিয়েছে। পেরোসেভিচ প্রথম ম্যাচে নজর কাড়লেও ডার্বিতে নিষ্প্রভ থেকেছেন। মানোলো অবশ্য নিজের দলের স্ট্রাইকারদের আড়াল করলেন।

ISL 2021-22: ওড়িশার বিরুদ্ধে লাল-হলুদের ঘুরে দাঁড়ানোর লড়াই
এসসি ইস্টবেঙ্গল। ছবি: টুইটার

Follow Us

পারা: ডার্বি হেরে বিধ্বস্ত লাল-হলুদ। এটিকে মোহনবাগানের (ATK Mohun Bagan) কাছে লজ্জার হারের পর এ বার ওড়িশা এফসির (Odisha FC) সামনে এসসি ইস্টবেঙ্গল (SC East Bengal)। গত বছর এই ওড়িশার কাছেই আইএসএলের শেষ ম্যাচে হেরেছিল লাল-হলুদ। এ বারের ওড়িশা অনেকটাই শক্তিশালী। দলটাই পাল্টে গিয়েছে। আইএসএল (ISL) অভিযানেই বেঙ্গালুরু এফসিকে (Bengaluru FC) ৩-১ গোলে হারিয়েছেন জাভি হার্নান্ডেজরা। এই জাভি গত মরসুমে এটিকে মোহনবাগানের জার্সিতে ডার্বিতে গোল করেছিলেন।

যা পরিস্থিতি, তাতে এগারো জনের দলে কাকে ছেড়ে কাকে রাখবেন ভেবে উঠতে পারছেন না কোচ মানোলো দিয়াজ (Jose Manuel Diaz)। কেউই নামের প্রতি সুবিচার করতে পারেননি। বড় ম্যাচে জঘন্য হার দলের মনোবলেও অনেকটা ধাক্কা দিয়েছে। ডার্বিতে চোট পাওয়া গোলকিপার অধিনায়ক অরিন্দম ভট্টাচার্য (Arindam Bhattacharya) ছিটকে গিয়েছেন ওড়িশা ম্যাচ থেকে। পরিবর্ত গোলকিপার হিসাবে নজর কাড়া শুভম সেনই (Suvam Sen) খেলবেন মঙ্গলবারের ম্যাচে। বাকি দলেও বেশ কয়েকটি পরিবর্তন দেখা যাবে। ইঙ্গিত দিলেন লাল-হলুদের স্প্যানিশ কোচই। তিনি বলেন, ‘ডার্বি খেলার কয়েক দিনের মধ্যেই আবার একটা ম্যাচ। এটিকে মোহনবাগানের বিরুদ্ধে প্রথম এগারোয় যারা শুরু করেছিল, তাদের অনেককেই এই ম্যাচে বেঞ্চে থাকতে হবে। কারণ পুরোপুরি ফিট হয়ে ওঠার জন্য মাত্র একদিন হাতে পেয়েছি।’

ডার্বিতে পরিবর্ত হিসেবে মাঠে নামলেও, ওড়িশার বিরুদ্ধে শুরু থেকে খেলতে পারেন আদিল খান। লাল-হলুদ কোচ বলেন, ‘সেরা এগারো বাছাই করাই আমাদের প্রধান লক্ষ্য। স্কোয়াডে থাকা প্রত্যেক ফুটবলারই খেলার সুযোগ পাবে।’ নাইজেরিয়ান স্ট্রাইকার ড্যানিয়েল চিমাকে দুটো ম্যাচেই অত্যন্ত নিম্নমানের দেখিয়েছে। পেরোসেভিচ প্রথম ম্যাচে নজর কাড়লেও ডার্বিতে নিষ্প্রভ থেকেছেন। মানোলো অবশ্য নিজের দলের স্ট্রাইকারদের আড়াল করলেন। তিনি বলেন, ‘স্ট্রাইকাররা আগের ম্যাচে গোল করার সুযোগ সে ভাবে পায়নি। কারণ দলের কেউই গোল করার জন্য সুযোগ তৈরি করতে পারেনি।’

 

 

ডার্বির ভুল শুধরে ওড়িশা ম্যাচে ঘুরে দাঁড়ানোর বার্তা দিচ্ছেন দিয়াজ। ৩ পয়েন্টের খোঁজে লাল-হলুদ শিবিরও। গত বারের মতো এ বারও শুরুটা অত্যন্ত খারাপ হয়েছে এসসি ইস্টবেঙ্গলের। ডার্বির পরের ম্যাচ সবসময়ই গুরুত্বপূর্ণ। মানসিক ভাবে বিধ্বস্ত লাল-হলুদ ফুটবলাররা। আমির, মার্সেলারা আদৌ ৯০ মিনিট ম্যাচ ফিট কিনা তা নিয়ে উঠছে প্রশ্ন। ওড়িশা ম্যাচে ফল অন্যরকম হলে যে চেয়ার টলমল হবে, তা হয়তো আন্দাজ করতে পারছেন লাল-হলুদের স্প্যানিশ কোচ।

আরও পড়ুন: Diego Maradona Statue: নাপোলিতে উন্মোচিত হল দিয়েগো মারাদোনার মূর্তি

Next Article