ISL 2021: বুধবার গোকুলমের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে চিমাকে খেলানোর ভাবনা

মাঠে নামার আগে লাল-হলুদের অস্ট্রেলিয়ান ডিফেন্ডার টমিস্লাভ মার্সেলা (Tomislav Mrcela) বলেন, 'আই লিগ চ্যাম্পিয়ন দলের বিরুদ্ধে কাল নামছি। লড়াইটা বেশ কঠিনই হবে। ওরা গত বছর চ্যাম্পিয়ন হওয়ায় আমাদের কাজটা সহজ হবে না। প্রথম ম্যাচের থেকে দ্বিতীয় ম্যাচে আমরা ভালো খেলেছি। আশা করব, যত দিন এগোবে আমাদের পারফরম্যান্স আরও ধারাল হবে।'

ISL 2021: বুধবার গোকুলমের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে চিমাকে খেলানোর ভাবনা
চিমা। ছবি: SCEB MEDIA
Follow Us:
| Edited By: | Updated on: Oct 19, 2021 | 5:30 PM

পানাজি: গতকালই সাংবাদিক সম্মেলনে এসসি ইস্টবেঙ্গল (SC East Bengal) কোচ মানোলো দিয়াজ (Manolo Diaz) বলেছিলেন, আগ্রাসী লাল-হলুদকে তিনি দেখতে চান। সেই মতো গোয়ায় জোরকদমে প্রস্তুতিও শুরু করে দিয়েছেন আমির দের্ভিসেভিচ (Amir Dervisevic), ড্যারেন সিডুলরা (Darren Sidoel)। দুটো প্রস্তুতি ম্যাচও খেলে ফেলেছে দিয়াজের ছেলেরা। প্রথম প্রস্তুতি ম্যাচে ভাস্কোকে ৩-১ হারানোর পর দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে সালগাওকরকে ২-০ হারায় দিয়াজের ছেলেরা। আগামিকাল আরও একটি প্রস্তুতি ম্যাচ খেলবে এসসি ইস্টবেঙ্গল। প্রতিপক্ষ আই লিগ চ্যাম্পিয়ন গোকুলম কেরালা এফসি (Gokulam Kerala FC)।

ডন বস্কো স্কুলের মাঠে কেরলের দলের বিরুদ্ধে নামবেন হীরা, রফিকরা। ঘুরিয়ে ফিরিয়ে সমস্ত ফুটবলারকেই পরখ করে নিতে চান মানোলো দিয়াজ। লাল-হলুদ জার্সিতে এখনও প্রস্তুতি ম্যাচে দেখা যায়নি ড্যানেয়িল চিমা চুকুকে। বুধবার নাইজেরিয়ান স্ট্রাইকারকে দেখে নিতে পারেন দিয়াজ। সম্ভাবনা অনেকটাই জোরালো। এমনিতেই দেরিতে আসায় কয়েকদিন অনুশীলনের মধ্যে ছিলেন চিমা। তাই তাঁকে শুরুতে প্রস্তুতি ম্যাচ খেলানোর ঝুঁকি নেননি স্প্যানিশ কোচ। তবে বুধবার তাঁকে খেলিয়ে টিমের কম্বিনেশন পরখ করে নিতে চান দিয়াজ।

গোকুলম কেরালা এফসি দলের দায়িত্বে আছেন ইতালির কোচ ভিনসেঞ্জো আলবার্তো অ্যানেস। চার বিদেশি শারিফ মুখম্মদ, রাহিম ওসুমানু, বৌবা আমিনৌ আর চিসম এলভিস রয়েছেন দলে। প্রস্তুতি ম্যাচে ভাস্কো আর সালগাওকরের চেয়ে তুলনামূলক কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধেই খেলতে নামছে এসসি ইস্টবেঙ্গল। মাঠে নামার আগে লাল-হলুদের অস্ট্রেলিয়ান ডিফেন্ডার টমিস্লাভ মার্সেলা (Tomislav Mrcela) বলেন, ‘আই লিগ চ্যাম্পিয়ন দলের বিরুদ্ধে কাল নামছি। লড়াইটা বেশ কঠিনই হবে। ওরা গত বছর চ্যাম্পিয়ন হওয়ায় আমাদের কাজটা সহজ হবে না। প্রথম ম্যাচের থেকে দ্বিতীয় ম্যাচে আমরা ভালো খেলেছি। আশা করব, যত দিন এগোবে আমাদের পারফরম্যান্স আরও ধারাল হবে।’

এর সঙ্গে যোগ করে মার্সেলা বলেন, ‘এখনও পর্যন্ত আমরা ছন্দেই আছি। কোনও বড় চোট-আঘাত নেই আমাদের দলে। প্রাক মরসুমে এই ফিটনেসটাই সবাইকে ধরে রাখতে হবে। আইএসএলে আমাদের প্রথম ম্যাচের আগে এখনও কিছুটা সময় আছে। কঠিন পরিশ্রম করছি আমরা সবাই। অনুশীলনে সবাই উপভোগ করছি।’

২৪ অথবা ২৫ তারিখ থেকে কোয়ারান্টিনে চলে যাবে এসসি ইস্টবেঙ্গলের কোচ, ফুটবলার, সাপোর্ট স্টাফরা। আইএসএলের বাকি দলগুলোও গোয়ায় গিয়ে কোয়ারান্টিনে থাকবে। ৮ দিনের কোয়ারান্টিন পর্ব শেষ হওয়ার পরই আইএসএলের দলগুলোর বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলবে লাল-হলুদ।

আরও পড়ুন: UCL 2021: নেইমারকে ছাড়াই আজ রাতে লিপজিগের সামনে মেসিরা