UCL 2021: নেইমারকে ছাড়াই আজ রাতে লিপজিগের সামনে মেসিরা

কয়েক দিন আগেই লিগ ওয়ানের (League One) ম্যাচে অ্যাঙ্গার্সকে ২-১ গোলে হারায় পিএসজি। যদিও অধিকাংশ ফুটবলারই সেই ম্যাচ খেলেননি। তবে চ্যাম্পিয়ন্স লিগে আজ রাতের ম্যাচে ব্রাজিলিয়ান তারকা নেইমারকে পাবেন না পচেত্তিনো। প্রাক বিশ্বকাপের ম্যাচ খেলতে গিয়ে চোট পান নেইমার। ফলে আজ রাতের ম্যাচে অনিশ্চিত হয়ে পড়েছেন তিনি। নেইমার না থাকায় বাড়তি দায়িত্ব থাকছে মেসি-এমবাপেদের কাঁধেই।

UCL 2021: নেইমারকে ছাড়াই আজ রাতে লিপজিগের সামনে মেসিরা
মেসি ও নেইমার। ছবি: টুইটার
Follow Us:
| Edited By: | Updated on: Oct 19, 2021 | 3:45 PM

প্যারিস: দেশের হয়ে প্রাক বিশ্বকাপের ম্যাচ খেলার পর এ বার মেসির (Lionel Messi) ফোকাসে ক্লাব ফুটবল। চ্যাম্পিয়ন্স লিগে (UEFA Champions League) আজ রাতে জার্মানির লিপজিগের (Leipzig) সামনে প্যারিস সাঁ জাঁ (Paris St Germain)। চ্যাম্পিয়ন্স লিগে ম্যাঞ্চেস্টার সিটিকে হারিয়েছে পিএসজি। এ বার ঘরের মাঠে জার্মান ক্লাবের সামনে মরিসিও পচেত্তিনোর (Mauricio Pochettino) দল।

কয়েক দিন আগেই লিগ ওয়ানের (League One) ম্যাচে অ্যাঙ্গার্সকে ২-১ গোলে হারায় পিএসজি। যদিও অধিকাংশ ফুটবলারই সেই ম্যাচ খেলেননি। তবে চ্যাম্পিয়ন্স লিগে আজ রাতের ম্যাচে ব্রাজিলিয়ান তারকা নেইমারকে পাবেন না পচেত্তিনো। প্রাক বিশ্বকাপের ম্যাচ খেলতে গিয়ে চোট পান নেইমার। ফলে আজ রাতের ম্যাচে অনিশ্চিত হয়ে পড়েছেন তিনি। নেইমার না থাকায় বাড়তি দায়িত্ব থাকছে মেসি-এমবাপেদের কাঁধেই। লিপজিগের বিরুদ্ধে ম্যাচের আগে পিএসজি কোচ পচেত্তিনো বলেন, ‘ফুটবলারের শারীরিক অবস্থা সবার আগে দেখা উচিত। নেইমারের একটা চোট আছে। লিপজিগের বিরুদ্ধে না থাকলেও আশা করছি দ্রুত ও মাঠে ফিরবে। জাতীয় দলের ম্যাচ খেলতে গিয়ে কুঁচকিতে চোট পেয়েছিল নেইমার। চোট সারাতে চিকিত্‍সা চলছে। আশা করব, পুরোপুরি সুস্থ হয়ে কয়েকদিনের মধ্যেই ও পুরোদমে মাঠে ফিরবে।’

চোটের জন্য লিপজিগের বিরুদ্ধে নেই আর্জেন্টাইন মিডফিল্ডার লিওনার্দো পারেদেস আর ডিফেন্ডার সের্জিও র‍্যামোস। ক্লাব ব্রুগের কাছে আটকে যাওয়ার পর চ্যাম্পিয়ন্স লিগে ম্যান সিটিকে ২-০ হারায় পিএসজি। গোল করেছিলেন লিওনেল মেসি। আজ রাতে ফের আর্জেন্টাইন সুপারস্টারের কাঁধেই ভর করে ৩ পয়েন্ট পাওয়ার আশা দেখছেন পচেত্তিনো।

আরও পড়ুন: T20 World Cup 2021: শিশির ফ্যাক্টর দেখেই দলের কম্বিনেশন ঠিক করব: শাস্ত্রী