Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ISL 2021-22: আর কত লজ্জা দেবে এই লাল-হলুদ!

যে কদর্য ফুটবল খেলছে মানোলোর ছেলেরা তাতে লজ্জা ক্রমশ বাড়ছে। যে কোনও দলের কাছেই এখন সহজ প্রতিপক্ষ এসসি ইস্টবেঙ্গল। রিয়াল মাদ্রিদের 'বি' টিমের প্রাক্তন কোচের ভুলে ভরা স্ট্র্যাটেজি আর তাঁর নির্বিকার চেহারা দেখে সমর্থকদের ক্ষোভের বারুদ জমছে। এ কোন মশাল বাহিনী, যা শত চেষ্টাতেও জ্বলে ওঠে না।

ISL 2021-22: আর কত লজ্জা দেবে এই লাল-হলুদ!
ISL 2021-22: আর কত লজ্জা দেবে এই লাল-হলুদ! (ছবি-টুইটার)
Follow Us:
| Edited By: | Updated on: Dec 17, 2021 | 9:56 PM

নর্থ ইস্ট ইউনাইটেড এফসি ২ : এসসি ইস্টবেঙ্গল ০

(ভিপি সুহের ৬১,ফ্লোটম্যান ৬৮)

কৌস্তভ গঙ্গোপাধ্যায়

ফাতোরদা: আর কত লজ্জা দেবে এই লাল-হলুদ! নামতে নামতে অনেক আগেই একেবারে তলানিতে এসে ঠেকেছে। আর কত নীচে নামবে, সেই বিস্ময়েই তাকিয়ে লাল-হলুদ জনতা।

৭ ম্যাচ গড়িয়ে গেল। তবু জয়ের দেখা আর পেল না এসসি ইস্টবেঙ্গল। সেই এক বিশ্রী ফুটবলের প্রদর্শনী চিমা-মার্সেলাদের। বিরক্তিকর ফুটবল বললেও কম। লাল-হলুদের একরকম খেলা দেখে ক্লান্ত সমর্থকরাও। বছর শেষ হতে চলল, তবু জয়ের দেখা আর পেল না এসসি ইস্টবেঙ্গল। কেরালা ব্লাস্টার্সের সঙ্গে শেষ ম্যাচে ড্রয়ের পর নর্থ ইস্ট ইউনাইটেড এফসির কাছে ০-২ গোলে হার লাল-হলুদের।

আইএসএলের (ISL) অন্যান্য দলগুলো যখন উপভোগ্য ফুটবল খেলছে, তখন বিরক্তিকর ফুটবলের প্রদর্শনী দিয়ে যাচ্ছে এসসি ইস্টবেঙ্গল। দশ নম্বরে থাকা নর্থ ইস্টের কাছে ০-২ গোলে হারল মশাল ব্রিগেড। এক সময় লাল-হলুদে খেলে যাওয়া ভিপি সুহেরও গোল করলেন খালিদ জামিলের (Khalid Jamil) নর্থ ইস্ট ইউনাইটেড এফসির হয়ে। অপর গোল ফ্লোটম্যানের।

মিস পাস, ভুলভাল শট, ধাক্কাধাক্কি আর পরিকল্পনাহীন ফুটবল প্রথমার্ধে। চোট সারিয়ে অধিনায়ক অরিন্দম ভট্টাচার্য (Arindam Bhattacharya) ফেরেন লাল-হলুদের তিন কাঠির তলায়। বড় ম্যাচের মতোই আবার জঘন্য গোল হজম অরিন্দমের।

চিমা-পেরোসেভিচকে শুরুতে রেখেই দল সাজান দিয়াজ (Jose Manuel Diaz)।। ২৯ মিনিটে চোট পেয়ে বাইরে চলে যান ফ্রাঞ্জো পর্চে (Franjo Prce)। ক্র্যাচ হাতে তাঁকে মাঠ ছাড়তে দেখা যায়। আইএসএলের অনেকগুলো ম্যাচে হয়তো বাইরেই থাকতে হবে ক্রোট ডিফেন্ডারকে। ফ্রাঞ্জোর জায়গায় আমির দের্ভিসেভিচকে মাঠে নামান মানোলো। প্রথমার্ধে চিমা-পেরোসেভিচরা সুযোগ নষ্ট না করলে ফল অন্যরকম হতেই পারত। গোলশূন্যভাবে শেষের ম্যাচের প্রথমার্ধ।

দ্বিতীয়ার্ধের শুরুতেও সেই বিশ্রী ফুটবল লাল-হলুদের। ৬০ মিনিটেই একটা আক্রমণে শেষ লাল-হলুদ। কেঁপে গেল রক্ষণ। প্রথম পোস্টে দাঁড়িয়ে গোল হজম করলেন অরিন্দম। সুহের এগিয়ে দিলেন নর্থ ইস্টকে (১-০)। ৬৮ মিনিটে সেট পিস থেকে গোল করে যান অরক্ষিত ফ্লোটম্যান (২-০)। এই টিমে মন্দের ভালো পেরোসেভিচ। ম্যাচের শেষ লগ্নে তিনিও মাথা গরম করে রেফারিকে ধাক্কা মেরে লাল কার্ড দেখলেন।

মশাল বাহিনীকে এরপর আর খুঁজেই পাওয়া যায়নি। যে কদর্য ফুটবল খেলছে মানোলোর ছেলেরা তাতে লজ্জা ক্রমশ বাড়ছে। যে কোনও দলের কাছেই এখন সহজ প্রতিপক্ষ এসসি ইস্টবেঙ্গল। রিয়াল মাদ্রিদের ‘বি’ টিমের প্রাক্তন কোচের ভুলে ভরা স্ট্র্যাটেজি আর তাঁর নির্বিকার চেহারা দেখে সমর্থকদের ক্ষোভের বারুদ জমছে। এ কোন মশাল বাহিনী, যা শত চেষ্টাতেও জ্বলে ওঠে না।

এসসি ইস্টবেঙ্গল: অরিন্দম, ফ্রাঞ্জো (আমির), রাজু (আঙ্গুসানা), মার্সেলা, হীরা, সৌরভ, হামতে (বলবন্ত), রফিক, মহেশ (জাইরু), চিমা, পেরোসেভিচ