ISL 2021-22: গোয়ার কাছে হেরে এখন লিগের লাস্ট বয় লাল-হলুদ

TV9 Bangla Digital | Edited By: কৌস্তভ গঙ্গোপাধ্যায়

Dec 07, 2021 | 9:48 PM

SC East Bengal: পাঁচ ম্যাচে দুটি ড্র। তিনটি হার। লিগের সবার নীচে দিয়াজের দল। এখনও পর্যন্ত ইস্টবেঙ্গলই লিগের একামাত্র দয় যাদের কোনও জয় নেই।

ISL 2021-22: গোয়ার কাছে হেরে এখন লিগের লাস্ট বয় লাল-হলুদ
নায়ক হওয়ার সুযোগ হাতছাড়া পেরোসেভিচের। সৌ: টুইটার

Follow Us

কৌস্তভ গঙ্গোপাধ্যায়

এফসি গোয়া ৪ : এসসি ইস্টবেঙ্গল ৩
(আলবার্তো ১৪, ৭৯, মেন্ডোজা ৩২, পেরোসেভিচ আত্মঘাতী ৪৪) (পেরোসেভিচ ২৬, ৫৯, আমির ৩৭)

 

প্রতিপক্ষ যেই হোক। লাল-হলুদে সেই চেনা ছবি। হয় হার, নয়তো ড্র। লিগ টেবিলের লাস্ট বয় এফসি গোয়ার (FC Goa) কাছেও এ বার হারল লাল-হলুদ। যে এফসি গোয়া ৩ ম্যাচে একটা পয়েন্টও পায়নি, তাঁদের কাছেও হেরে বসল স্প্যানিশ কোচের দল। ম্যাচে মোট ৭ গোলের থ্রিলার। গোয়ার কাছে হেরে এবার লিগ টেবিলে সবার নীচে এসসি ইস্টবেঙ্গল। প্রিয় দলের কুৎসিত ফুটবল দেখে বীতশ্রদ্ধ লাল-হলুদ জনতা। ৫ ম্যাচ খেলে ফেললেও জয়ের সরণিতে ফিরল না লাল-হলুদ। ৫ ম্যাচে ১৪ গোল হজম করলেন পর্চে-রাজুরা।

খেলার প্রথমার্ধেই ৫ গোলের থ্রিলার। ম্যাচ থেকে চোখ সরালেই মুসকিল। মুহূর্তেই পাল্টে যাচ্ছে ম্যাচের স্কোরলাইন। খেলার বয়স তখন ১৪ মিনিট। ১-০ এগিয়ে যায় এফসি গোয়া। দুরপাল্লার জোরালো শটে শুভমকে পরাস্ত করেন আলবার্তো নোগুয়েরা (Alberto Noguera)।

এর কিছু মিনিট পরই ২-০ করার সুযোগ চলে এসেছিল এফসি গোয়ার কাছে। তবে ৮ মিনিটের মধ্যেই সমতায় ফেরে এসসি ইস্টবেঙ্গল (SC East Bengal)। ফ্রিকিক থেকে আমির দের্ভিসেভিচের শট বিপক্ষের ওয়ালে লেগে প্রতিহত হয়। ফিরতি বলেই বাঁ-পায়ের দুরপাল্লার জোরালো শট ক্রোট ফুটবলার অ্যান্তোনিও পেরোসেভিচের (Antonio Perosevic)। পোস্টে লেগে বল জালে জড়িয়ে যায় (১-১)।

২৮ মিনিটে একটি দুরন্ত সেভ করেন লাল-হলুদের গোলকিপার শুভম সেন (Suvam Sen)। ৩২ মিনিটে ফের গোল করে এগিয়ে যায় এফসি গোয়া। ৩১ মিনিটে এফসি গোয়ার সেরিটনকে বক্সে ফাউল করেন সৌরভ দাস (Sourav Das)। পেনাল্টি থেকে গোল করে ২-১ করেন ওর্টিজ মেন্ডোজা (Jorge Ortiz Mendoza)।

৫ মিনিট বাদে ফের গোল পরিশোধ এসসি ইস্টবেঙ্গলের। ফ্রিকিক থেকে গোল করে লাল-হলুদকে সমতায় ফেরান আমির দের্ভিসেভিচ (২-২)। ভারতে আসার পর এসসি ইস্টবেঙ্গলের হয়ে প্রথম বার গোল করলেন স্লোভেনিয়ার মিডফিল্ডার।

৭ মিনিট বাদে ফের গোল হজম করে মানোলো দিয়াজের ছেলেরা। ৪৪ মিনিটে কর্নার থেকে নোগুয়েরার শট পেরোসেভিচের শরীরে লেগে জালে জড়িয়ে যায় (৩-২)।

দ্বিতীয়ার্ধে চিমাকে নামান কোচ দিয়াজ। তাতে অবশ্য লাভের লাভ কিছুই হয়নি। ফ্রিকিক থেকে এদু বেদিয়ার দুরন্ত শট রুখে দলকে বাঁচান শুভম। ৫৯ মিনিটে একক কৃতিত্বে গোল করে ম্যাচের ফল ৩-৩ পেরোসেভিচ। লাল-হলুদ সমর্থকরা আশায় বুক বাঁধছিলেন। সহজ সুযোগ নষ্ট করেন চিমা, দের্ভিসেভিচরা। ৭৯ মিনিটে ফের গোল হজম করে ম্যাচ হাতছাড়া করে বসেন দিয়াজ। রক্ষণের ভরাডুবি ফের চোখে দেখা গেল। এফসি গোয়ার হয়ে জয়সূচক গোল সেই আলবার্তোর। এরপর আর ম্যাচে ফিরতে পারেনি এসসি ইস্টবেঙ্গল।

 

 

 

৫ ম্যাচ গড়িয়ে গেলেও জয়ের দেখা পেলেন না দিয়াজ। ড্র, হার, হার, ড্র, হার। লাল-হলুদের সাম্প্রতিক পারফরম্যান্স। লিগের শুরুতেই প্রিয় দলের জঘন্য খেলা দেখে ঘুম উড়েছে সমর্থকদের।

 

এসসি ইস্টবেঙ্গল: শুভম সেন, ফ্রাঞ্চো পর্চে, রাজু (লরেন্সো), মার্সেলা (আমির), হীরা, সৌরভ, আমির, জাইরু (হামতে), অমরজিত্‍ (চিমা), নাওরেম (হাওকিপ), পেরোসেভিচ।

 

আরও পড়ুন : CVC Capitals: সিভিসি ক্যাপিটালসকে নিয়ে এ বার প্রশ্ন লা লিগাতেও

Next Article