ISL 2021-22 SC East Bengal vs ATK Mohun Bagan Highlights: কৃষ্ণা-মনবীর-কোলাসোর গোলে ডার্বির রং সবুজ-মেরুন

| Edited By: | Updated on: Jan 29, 2022 | 12:24 PM

SC East Bengal vs ATK Mohun Bagan ISL 2021-22 Live Score: তিলক ময়দানে মরসুমের প্রথম ডার্বিতে মুখোমুখি এসসি ইস্টবেঙ্গল ও এটিকে মোহনবাগান।

ISL 2021-22 SC East Bengal vs ATK Mohun Bagan Highlights: কৃষ্ণা-মনবীর-কোলাসোর গোলে ডার্বির রং সবুজ-মেরুন
আইএসএল ডার্বিতে মুখোমুখি এসসি ইস্টবেঙ্গল ও এটিকে মোহনবাগান

গোয়া: তরতরিয়ে এগিয়ে গেল পালতোলা নৌকা। জ্বলে উঠল না মশাল। এই মরসুমের প্রথম ডার্বিতে ৩-০ গোলে এসসি ইস্টবেঙ্গলকে হারাল এটিকে মোহনবাগান। ঐতিহ্যের ডার্বি শতবর্ষে পা রেখেছে আগেই। এই বড় ম্যাচ ঘিরে কত ইতিহাস, কত গল্প। শতবর্ষের এই ডার্বিতে (Derby) লেগেছে নতুন রং। নয়া মোড়কে আইএসএলের (ISL) মঞ্চে লাল-হলুদ, সবুজ মেরুন। দুই প্রধানে কর্পোরেটের ছোঁয়া। তবু আবেগ আগের মতোই। কলকাতা থেকে কয়েক হাজার কিলোমিটার দূরে মাণ্ডবী নদীর তীরে মুখোমুখি হয়েছিল দুই প্রধান। রয় কৃষ্ণা, মনবীর সিং ও লিস্টন কোলাসোর গোলে পেরোসেভিচদের হারিয়ে দিল হাবাসের দল। প্রথমার্ধেই খেলা প্রায় শেষ করে দিয়েছিল হাবাসের টিম। ১২ থেকে ২৩ মিনিট— এই ১১ মিনিটে তিন গোল এটিকে মোহনবাগানের। মানুয়েল দিয়াজের টিম এখনও যে তৈরি হয়নি, তা আরও একবার পরিষ্কার হয়ে গেল। আইএসএলে এখনও অপরাজিত থেকে গোল সবুজ-মেরুন।

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 27 Nov 2021 09:27 PM (IST)

    ডার্বির শেষ বাঁশি

    এটিকে মোহনবাগান-৩ : এসসি ইস্টবেঙ্গল-০

    প্রথমার্ধেই খেলা প্রায় শেষ করে দিয়েছিল হাবাসের টিম। ১২ থেকে ২৩ মিনিট— এই ১১ মিনিটে তিন গোল এটিকে মোহনবাগানের। মানুয়েল দিয়াজের টিম এখনও যে তৈরি হয়নি, তা আরও একবার পরিষ্কার হয়ে গেল। আইএসএলে এখনও অপরাজিত থেকে গোল সবুজ-মেরুন।

  • 27 Nov 2021 09:24 PM (IST)

    ৯০ মিনিট

    ম্যাচের সেরা সবুজ-মেরুনের জনি কাউকো। কিন্তু মনবীর সিং যে ফুটবল খেলেছেন, তাঁকে কেন সেরা বাছা হল না, তা নিয়ে প্রশ্ন উঠতে পারে। ৩ মিনিট অতিরিক্ত সময় দ্বিতীয়ার্ধের। এটিকে মোহনবাগান-৩ : এসসি ইস্টবেঙ্গল-০

  • 27 Nov 2021 09:20 PM (IST)

    ৮৭ মিনিট

    মোহনবাগানের পরিবর্ত: দীপক টাংরিকে তুলে আশুতোষ মেহতাকে নামিয়েছেন হাবাস এটিকে মোহনবাগান-৩ : এসসি ইস্টবেঙ্গল-০

  • 27 Nov 2021 09:08 PM (IST)

    ৭৬ মিনিট

    মোহনবাগানের পরিবর্ত: লিস্টন কোলাসোর বদলি হিসেবে মাঠে প্রবীর দাস এটিকে মোহনবাগান-৩ : এসসি ইস্টবেঙ্গল-০

  • 27 Nov 2021 08:59 PM (IST)

    ৬৭ মিনিট

    মোহনবাগানের পরিবর্ত: হুগো বোমাসের বদলি ডেভিড উইলিয়ামস এটিকে মোহনবাগান-৩ : এসসি ইস্টবেঙ্গল-০

  • 27 Nov 2021 08:57 PM (IST)

    ৬৫ মিনিট

    আবার গোল বাঁচালেন লাল-হলুদ কিপার শুভম সেন। মাঝমাঠ থেকে আসা থ্রুটা ধরে রয় কৃষ্ণা ভয়ঙ্কর হয়ে ওঠার আগেই বল দখলে নেন শুভম। এটিকে মোহনবাগান-৩ : এসসি ইস্টবেঙ্গল-০

  • 27 Nov 2021 08:51 PM (IST)

    ৫৯ মিনিট

    চতুর্থ বদল ইস্টবেঙ্গলের। সিডওয়েলের বিরুদ্ধে নামলেন চিমা চুকু এটিকে মোহনবাগান-৩ : এসসি ইস্টবেঙ্গল-০

  • 27 Nov 2021 08:49 PM (IST)

    ৫৭ মিনিট

    নিশ্চিত গোল বাঁচালেন ইস্টবেঙ্গল কিপার শুভম সেন। ডানদিক থেকে কৃষ্ণার ক্রস নামিয়ে দেন বুমো, কাউকো শট নেওয়ার আগেই বল দখলে নেন শুভম। এটিকে মোহনবাগান-৩ : এসসি ইস্টবেঙ্গল-০

  • 27 Nov 2021 08:47 PM (IST)

    ৫৫ মিনিট

    ইস্টবেঙ্গলের পরিবর্ত: রাজু গায়কোয়াড়ের বদলে নামলেন আদিল খান এটিকে মোহনবাগান-৩ : এসসি ইস্টবেঙ্গল-০

  • 27 Nov 2021 08:45 PM (IST)

    ৫০ মিনিট

    টমিসলাভের পরিবর্তে মাঠে নেমেছেন আমির ডার্ভিসেভিচ। দ্বিতীয়ার্ধে ইস্টবেঙ্গল ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। এটিকে মোহনবাগান-৩ : এসসি ইস্টবেঙ্গল-০

  • 27 Nov 2021 08:26 PM (IST)

    হাফটাইম

    এটিকে মোহনবাগান-৩ : এসসি ইস্টবেঙ্গল-০

    হাবাসের মোহনবাগান প্রথমার্ধে দুরন্ত ফুটবল খেলল। মাঝমাঠ ও ফরোয়ার্ডদের তালমেলে ১২ মিনিটের মাথায় প্রথম গোল পেয়ে যায় সবুজ-মেরুন। কৃষ্ণার ওই গোলের পর ছন্দ পেয়ে যায় বাগান। দুই উইং কাজে লাগিয়ে ইস্টবেঙ্গল ডিফেন্সকে ভেঙেচুরে দেন হুগো, মনবীর, লিস্টনরা। ১৪ মিনিটে দ্বিতীয় গোল মনবীরের। ২৩ মিনিটে আবার ৩-০ করেন লিস্টন। শেষ দুটো গোল কিপার অরিন্দম ভট্টাচার্যের দোষে। দ্বিতীয় গোলটা ফাস্ট পোস্টে দাঁড়িয়ে খেলেন। আর তৃতীয়টা বল ক্লিয়ার করতে গিয়ে তুলে দেন লিস্টনের পায়ে। অবশ্য বাগান আক্রমণের যা ঝাঁঝ ছিল, তাতে ৫-০ হতে যেতে পারত।

  • 27 Nov 2021 08:21 PM (IST)

    ৪৫+৩ মিনিট

    প্রধমার্ধের ইনজুরি টাইমে গোল পেতে পারত ইস্টবেঙ্গল। রফিক মোহনবাগান বক্সের মধ্যে বল বাড়িয়ে দিয়েছিলেন। কিন্তু পেরোসেভিচ বল উড়িয়ে দেন

    এটিকে মোহনবাগান-৩ : এসসি ইস্টবেঙ্গল-০

  • 27 Nov 2021 08:12 PM (IST)

    ৩৮ মিনিট

    প্রায় গোল করে ফেলছিলেন হুগো বোমাস। একাই বল ধরে লাল-হলুদ বক্সে ঢুকে পড়েন। বাঁ পায়ের ভাসানো বলে কিপার শুভমকে বিট করে ফেললেও সামান্য বাইরে দিয়ে বল চলে যায়।

    এটিকে মোহনবাগান-৩ : এসসি ইস্টবেঙ্গল-০

  • 27 Nov 2021 08:06 PM (IST)

    ৩৩ মিনিট

    অরিন্দমের পরিবর্তে নামছেন কিপার শুভম সেন। এটিকে মোহনবাগানের বিরুদ্ধে ০-৩ পিছিয়ে ইস্টবেঙ্গল।

  • 27 Nov 2021 07:56 PM (IST)

    ২৩ মিনিট

    গোওওওওওওললললল!!!! লিস্টন কোলাসো ৩-০ এগিয়ে দিলেন টিমকে। মাঝমাঠ থেকে বাড়ানো থ্রু ক্লিয়ার করতে গিয়ে লাল-হলুদ কিপার অরিন্দম বল তুলে দেন লিস্টনের পায়ে। অরিন্দমের ভুলেই গোল পেলেন লিস্টন।

  • 27 Nov 2021 07:53 PM (IST)

    ২২ মিনিট

    ইস্টবেঙ্গল কোচ দিয়াজের তিন ডিফেন্সে ডার্বি ম্যাচ খেলাটা কি চাপে ফেলে দিল? ০-২ হয়ে যাওয়ার পর তাই বলতে হবে। রাজু-টমিসলাভ-পর্চেদের মধ্যে ফাঁক থেকে যাচ্ছে। যার পূর্ণ সুযোগ তোলার চেষ্টা করছে মোহনবাগান। কৃষ্ণা, হুগো, মনবীর, লিস্টনরা ফাঁকা জমি ব্যবহার করে বিপক্ষকে চাপে ফেলে দিচ্ছে।

  • 27 Nov 2021 07:46 PM (IST)

    ১৪ মিনিট

    গোওওওওওলললল!!! ২ মিনিটের মধ্যে ২-০ এটিকে মোহনবাগানের। আগ্রাসী ফুটবল খেলতে শুরু করেছে হাবাসের টিম। রয় কৃষ্ণা ১-০ করার পরই ছন্দ পেয়ে গিয়েছে সবুজ-মেরুন। মনবীর সিং ২-০ করে গেলেন।

  • 27 Nov 2021 07:44 PM (IST)

    ১২ মিনিট

    গোওওওওওওওলললল!!! ডান দিক থেকে প্রীতম কোটালের বাড়ানো বল বক্সের মধ্যে বল পেয়ে যায় রয় কৃষ্ণা। ১-০ করতে ভুল করেননি কৃষ্ণা

  • 27 Nov 2021 07:39 PM (IST)

    ৭ মিনিট

    দুটো টিমই মরসুমের প্রথম ডার্বি জেতার জন্য নেমেছে। এটিকে-মোহনবাগানের কোচ অভিজ্ঞ হাবাস ৪-৩-৩ ছকে টিম সাজিয়েছেন। জনি কাউকোকে ফরোয়ার্ডে রেখে লিস্টন কোলাসোকে পিছন থেকে খেলাচ্ছেন স্প্যানিশ কোচ।

    ইস্টবেঙ্গল কোচ মানুয়েল দিয়াজ ৩-৪-৩ এ সাজিয়েছেন স্ট্র্যাটেজি। প্রথম ম্য়াচ ড্র হওয়ার পর এই ম্যাচ জেতার জন্য মরিয়া লাল-হলুদ। রফিককে বাঁ প্রান্তে খেলিয়ে চমক দেওয়ার চেষ্টা করেছেন দিয়াজ। তবে, চিমা চুকুকে প্রথম দলে রাখেননি তিনি।

  • 27 Nov 2021 07:21 PM (IST)

    বড় ম্যাচের আগে কী বললেন আন্তোনিও পেরোসেভিচ?

    আন্তোনিও পেরোসেভিচ- আমি এখানে শুনেছি ভারতের সবচেয়ে বড় ডার্বি এটা। অবশ্যই অন্যদের চেয়ে এই খেলাটা আলাদা, আমরা খুব ভালভাবে তৈরি।

  • 27 Nov 2021 07:19 PM (IST)

    ডার্বি নিয়ে কী বললেন হুগো বোমাস?

    হুগো বোমাস- আমি এই ডার্বি সম্পর্কে অনেক শুনেছি, আমি অনেক ভিডিও দেখেছি। অবশ্যই, এই ম্যাচে খেলাটা একটা দারুণ অভিজ্ঞতা হবে। (আমরা) ওদের বিরুদ্ধে খেলতে প্রস্তুত।

  • 27 Nov 2021 07:14 PM (IST)

    সবুজ-মেরুন শিবির তৈরি, আপনারা তৈরি তো?

  • 27 Nov 2021 07:12 PM (IST)

    লাল-হলুদের শেষ বেলার প্রস্তুতি

  • 27 Nov 2021 07:11 PM (IST)

    ম্যাচের আগে দুই দলের গোলকিপারদের কথাবার্তা

    ডার্বি ম্যাচের আগে অরিন্দম ভট্টাচার্য্য ও অমরিন্দর সিংয়ের কথাবার্তার মুহূর্ত ক্যামেরাবন্দি

  • 27 Nov 2021 07:06 PM (IST)

    নজর থাকুক দুই দলের প্রথম একাদশে

  • 27 Nov 2021 07:05 PM (IST)

    গোয়ায় ডার্বি, তৈরি কলকাতা

    অপেক্ষার আর কিছুক্ষণ। গোয়ায় বাঙালির বড় ম্যাচ। তৈরি এসসি ইস্টবেঙ্গল (SC East Bengal) ও এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)। তৈরি মহানগরীর ফুটবলপাগল দর্শকরাও।

    পড়ুন বিস্তারিত- ISL 2021-22: বাঙালির বড় ম্যাচ ঘিরে কলকাতায় উত্তেজনা তুঙ্গে

  • 27 Nov 2021 07:04 PM (IST)

    অপেক্ষার আর কিছুক্ষণ

    ৭.৩০ মিনিটে গোয়ার তিলক ময়দান স্টেডিয়ামে মুখোমুখি কলকাতার দুই প্রধান।

Published On - Nov 27,2021 7:03 PM

Follow Us:
৫২ সপ্তাহের সর্বনিম্ন দাম ছুঁল জিও, টাটা মোটরস! আপনারও কি বিনিয়োগ ছিল?
৫২ সপ্তাহের সর্বনিম্ন দাম ছুঁল জিও, টাটা মোটরস! আপনারও কি বিনিয়োগ ছিল?
বাজেটে রেলের জন্য কী কী থাকতে পারে নির্মলার সীতারামনের তালিকায়?
বাজেটে রেলের জন্য কী কী থাকতে পারে নির্মলার সীতারামনের তালিকায়?
বাঙ্কার খুঁজে পাওয়া নিয়ে কী বললেন বি‌এস‌এফ অফিসার?
বাঙ্কার খুঁজে পাওয়া নিয়ে কী বললেন বি‌এস‌এফ অফিসার?
হুড়মুড়িয়ে পড়ছে, আর কত নামবে শেয়ার বাজার?
হুড়মুড়িয়ে পড়ছে, আর কত নামবে শেয়ার বাজার?
মেয়ের মৃত্যুর পর না কেঁদে মিডিয়া সামলাচ্ছেন কীভাবে? প্রশ্ন কুণালের
মেয়ের মৃত্যুর পর না কেঁদে মিডিয়া সামলাচ্ছেন কীভাবে? প্রশ্ন কুণালের
Suvendu :নেতাজীর কথা বলতে গিয়ে কেন বাংলাদেশের প্রসঙ্গ শুভেন্দুর মুখে?
Suvendu :নেতাজীর কথা বলতে গিয়ে কেন বাংলাদেশের প্রসঙ্গ শুভেন্দুর মুখে?
কমছে ক্রেডিট-ডিপোজিট অনুপাত, বৃদ্ধি প্রায় নেই এইচডিএফসি ব্যাঙ্কের!
কমছে ক্রেডিট-ডিপোজিট অনুপাত, বৃদ্ধি প্রায় নেই এইচডিএফসি ব্যাঙ্কের!
'টাকা দিচ্ছে' বিমা সংস্থার স্টক, আপনার পোর্টফোলিওতে আছে কি?
'টাকা দিচ্ছে' বিমা সংস্থার স্টক, আপনার পোর্টফোলিওতে আছে কি?
দেড় মাসে প্রায় ৩০ শতাংশ পড়েছে জোম্যাটোর শেয়ার, কবে উঠবে?
দেড় মাসে প্রায় ৩০ শতাংশ পড়েছে জোম্যাটোর শেয়ার, কবে উঠবে?
একদিনেই পড়ল ১০ শতাংশ, আপনারও ছিল জোম্যাটোর শেয়ার?
একদিনেই পড়ল ১০ শতাংশ, আপনারও ছিল জোম্যাটোর শেয়ার?