TV9 বাংলা ডিজিটাল: প্রথম ৪ ম্যাচে জয় নেই এসসি ইস্টবেঙ্গলের। বিপক্ষের জালে এখনও পর্যন্ত বলও জড়াতে পারেনি ফাউলারের দল। তবে জামশেদপুরের বিরুদ্ধে দুরন্ত পারফরম্যান্স আত্মবিশ্বাসী করেছে লাল-হলুদ শিবিরকে। ম্যাচের বেশিরভাগ সময় ১০ জনে খেলেও ভালসকিসদের রুখে দিয়েছিলেন পিলকিংটনরা। যা আজ হায়দরাবাদ এফ সি-র বিরুদ্ধে মাঠে নামার আগে চনমনে রাখছে মাঘোমাদের।
ইস্টবেঙ্গল শিবির তাকিয়ে আছে আইএসএলের প্রথম গোলের দিকে। গোটা দলের বিশ্বাস একটা জয় সব কিছু বদলে দিতে পারে। জেজে-বলবন্ত ফর্মে নেই। এই অবস্থায় মাঘোমা-পিলকিংটনদের বাড়তি দায়িত্ব নিতে বলছেন ফাউলার। হায়দরাবাদ ম্যাচে ২০ জনের স্কোয়াডে ঢুকছেন অ্যারন। চোটের জন্য এখনও মাঠে নামা হয়নি তার। আগের ম্যাচের প্রথম একাদশে খুব একটা বদল হচ্ছে না। শুধু গোলে ফিরছেন দেবজিৎ মজুমদার।
আরও পড়ুন: ফের মেসি বনাম নেইমার
এসসি ইস্টবেঙ্গলের মতই শেষ ম্যাচে হায়দরাবাদও চোখে পরার মত পারফরম্যান্স করে। মাত্র ২ জন বিদেশি নিয়ে খেলেও আটকে দেয় হাবাসের দলকে। তাছাড়া আইএসএলে এখনও হারের মুখ দেখেনি দক্ষিণের দলটি। লাল-হলুদের বিরুদ্ধেও হায়দরাবাদ কোচ কতজন বিদেশিকে পাবেন,তা এখনও পরিষ্কার নয়। এমনকি দলের সেরা স্ট্রাইকার সান্তানার খেলা নিয়েও সংশয় রয়েছে। এই পরিস্থিতিতে সুব্রত পাল,সৌভিক চক্রবর্তী,হোলিচরণ নার্জারি-র মত ভারতীয়দের ওপরই ভরসা করতে চাইছেন হায়দরাবাদ কোচ।